নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
ভাইয়া, প্রথমেই ধন্যবাদ বোকা মানুষকে জ্ঞানের কথা জিজ্ঞেস করে। "বোকারাও জ্ঞানী হতে চায়, কেউ হয়, কেউ হয় না..." এমন একটা গান থাকলে ভালো হতো। যাই হোক, বর্তমানে সবার হাতেই এন্ড্রয়ড ফোন, কিছু ব্যাতিক্রম ছাড়া। আর এই এন্ড্রয়ড এর জন্য অতি অবশ্যই প্রয়োজন জিমেইল একাউন্ট, যা সবার আছে। আর জিমেইল হলো গুগুল এর মেইল সার্ভিস। একটা জিমেইল একাউন্ট থাকা মানে আপনি তা দিয়ে গুগল এর নানান সেবা সহজেই নিতে পারবেন, যার মধ্যে রয়েছে ব্লগস্পট সাইট blogger, রয়েছে Youtubeও। গুগল এর সেবাগুলোর মধ্যে রয়েছে:
ইউটিউব চ্যানেল ওপেন এর জন্য ইউটিউব এ প্রচুর টিউটোরিয়াল ভিডিও রয়েছে, আপনার জন্য র্যান্ডমলি সিলেক্টেড একটা শেয়ার করলাম, তার সাথে ব্লগস্পট blogget এর আরেকটা ভিডিও:
©somewhere in net ltd.