নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

হ, আপনি জিতছেন, আপনারাই জিতছেন। :((

২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৯



হ, আপনি জিতছেন, আপনারাই জিতছেন। সারাবিশ্ব থেকে ০৬ দিন সংযোগ বিচ্ছিন রেখে আপনারাই জিতছেন। অপরদিকে আলুপোড়া খেতে আসা বিরোধী রাজনৈতিক শক্তি (নাকি অপশক্তি) আপনারাও জিতছেন। দেশের কোটি কোটি টাকার সম্পদ ভাঙ্গচুর এবং অগ্নিসংযোগ করে ছাত্রদের ভিড়ে নিজেদের সরকার পতনের পরিকল্পনা বাস্তবায়ন করার "চামে দিয়ে বামে ঠেলা দেয়" চেষ্টা করে আপনি এবং আপনারাও জিতছেন। বিদেশে বসে দেশের রাজনীতির পটপরিবর্তনের স্বপ্ন দেখা আপনিও জিতছেন, একইভাবে এসাইলাম নিয়ে বিদেশে বসা চাটুকার অনলাইন এক্টিভিস্টেরা আপনারাও জিতছেন। সাধারণ ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবীর আন্দোলন'কে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে আনার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ এবং পরবর্তীতে হুট করে আবাসিক হল বন্ধ করে যে চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, এই জন্য সংশ্লিষ্ট সবাই বিজয় প্রাপ্য। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে সশস্ত্র বাহিনীকে প্রবেশের অনুমতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব প্রাপ্তরাও জিতছেন। মধ্যরাতে "বাপের বয়সী" বুড়া ব্যাডাদের দল নিয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যিনি নিজেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কিছুদিন আগেও, টিএসসি দখল করে বিরিয়ানি খেয়ে সেহেরী সারার মত উৎসব করেছেন (রোজাটা পরের দিন সবাই দেখেছে), আপনি এবং আপনার কচিকাচার আসরের মধ্যরাতের সকল সদস্য জিতছেন। তেমনি ছাত্রদের আন্দোলনের আগুনে শরীর গরম করতে আসা সরকার বিরোধী সবকয়টা পক্ষ আপনারাও জিতছেন। ছাত্রদের দুই ভাগে ভাগ করে দীর্ঘমেয়াদী যে মেরুকরণের খেলা খেললেন, সেজন্য আপনারা জিতছেন। যে দাবীকে তুচ্ছ্য তাচ্ছিল্য করে বক্তব্য দিয়ে আগুনে ঘি ঢাললেন, সেই দাবী কত দ্রুত সময়ে পরবর্তীতে কার্যকর করে আপনি দেখালেন আপনি মহামান্য, সর্বশক্তি'র অধিকারী। আপনি তো সবচাইতে বেশী ব্যবধানে জিতছেন।

হারলো শুধু রাজনীতি'র বাইরে থাকা সাধারণ পরিবার থেকে উঠে আসা শতাধিক তরুণের তাজা প্রাণ। সাথে হারলো পরিবারের প্রিয় মানুষটিকে হারিয়ে শোকে পাথর হয়ে যাওয়া বাবা-মা আর তাদের পরিবারগুলো। হারলো আমজনতা, সাথে হারলো এই অভাগা মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ; জন্মের শুরু থেকে আজ পর্যন্ত রাজনৈতিক নখের আঁচড়ে যা রক্তাক্ত হয়েছে বারে বারে...

শেষে আবারও বলি,

হ, আপনি জিতছেন, আপনারাই জিতছেন।

হেরে যায় শুধু আমার দেশ, প্রাণপ্রিয় বাংলাদেশ...



সাম্প্রতিক সহিংসতায় নিহত সকল শহীদ ছাত্র, সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাধারণ জনতা'র বিদেহী আত্মার শান্তি কামনা করছি, অশ্রুসিক্ত নয়নে।

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: :(( :(( :((

২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সকল আঁধার কেটে যাক, আসুক আলোচ্ছটা।

২| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: হ আপনি ঠিক কইছেন।

২৪ শে জুলাই, ২০২৪ রাত ৯:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেঠিক কইলে সেইটাও কইতে পারেন ভাইজান।

৩| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১১

কামাল১৮ বলেছেন: ভালো লিখেছেন।

২৪ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

৪| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

নতুন বলেছেন: দেশের জনগন বোঝে কিন্তু নিজের সার্থে এইসব দলের লেজুরবৃত্তি করে।

আমার পরিচিত কয়েকজন যারা এই আন্দোলনকে জামাত বিএনপির আন্দোলন হিসেবে দেখছেন, দেশের সম্পদ নস্ট হয়েছে বলে কান্না করছেন তারা সবাই আয়ামীলীগের সাথে ঘনিস্ঠ।

যারা শেখ হাসিনা পালিয়েছে বলে প্রচার করছে তারা বিএনপির অনুসারী।

অল্প কয়েক জন মানুষ আছে যারা ২০০ মানুষের প্রানের কথা ভাবে, তাদের মায়ের কস্টের কথা ভাবে।

২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার ভোটাধিকার পাওয়ার পর থেকে প্রাপ্ত অভিজ্ঞতালব্ধ দৃষ্টিভঙ্গি হল, এই দেশের বেশীরভাগ মানুষই দলকানা, অন্ধ দলীয় আনুগত্য, নেতৃত্বের প্রতি শর্তহীন আনুগত্য এবং আস্থা; নিরপেক্ষতা নাই বললেই চলে বেশীরভাগ মানুষের চিন্তা চেতনায়। তা সে যে দলীয়ই হোক। আর এই কারণেই এই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে তেমন কোন পরিবর্তন এতো বছরেও আসে নাই। এরশাদ সরকারের স্বৈরাচার শাসনের পতনের প্রায় সাড়ে তিন দশক পেরিয়ে গেলেও তথাকথিত গণতন্ত্র'র চর্চা কোন আমলেই দেখা যায় নাই। এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এই উপলব্ধি আমাকে হতাশায় নিমজ্জিত করা ছাড়া আর কিছুই করতে পারে না। এখন এই দেশের ভবিষ্যত নিয়ে স্বপ্ন দেখতেও মন ভুলেও সায় দেয় না। এই যে, এই সরকারের হাজারো দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, প্রায় সময়ই স্বৈরাচারী মনোভাব এগুলোর পরেও বিকল্প কোন রাজনৈতিক নেতৃত্ব কি এই দেশে এখন আছে? শেখ হাসিনার পরে আওয়ামী লীগেও সেই লেভেলের নেতা কোথায়?

তাই এরকম ঘটনা ঘটবে ভবিষ্যতেও আরও অনেক, আমরা দর্শক হয়ে দেখে যাবো। কোটা আন্দোলনের জোয়ারে বিসিএস প্রশ্ন ফাঁস, বেনজির ইস্যু, প্রধানমন্ত্রীর দারোয়ানেরও চারশত কোটি টাকার সম্পদ খোদ স্বীকারোক্তি, সরকারী গাড়ি চালকের হাজার কোটি টাকার সম্পদ, ভারতকে দেয়া রেল ট্রানজিট সহ সমসাময়িক সকল ইস্যু ধামাচাপা পড়ে গেল। ......

৫| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

মেঠোপথ২৩ বলেছেন: আমাকে যা সবচেয়ে রাগন্বিত করছে এই মুহুর্তে তা হচ্ছে গনমাধ্যমের ভুমিকা। এই মুহুর্তে বিভিন্ন নিউজের হেডলাইনগুলো মস্করা করছে পুরো জাতির সাথে । আপনাদের মত সাধারন মানুষ যেভাবে রিপোর্টিং করছেন , আর যাদের পেশা সাংবাদিকতা তারা তামাশা করছে জনগনের সাথে।

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: স্বার্থের গোপন অন্ধকার গুহায় বন্দী সবাই; এটার থেকে উত্তরণের কোন আশু সম্ভাবনা নেই এই বঙ্গদেশে।

৬| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

রানার ব্লগ বলেছেন: এই দেশে হারু পার্টি বরাবরি সাধারন মানুষ যারা এক বেলা খাবার জুটাতে দশ বেলা কাজ করে।

২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমজনতা হেরেই যাবে
রাজপথে প্রাণ খোয়াবে
আধপেটা দেহ নিয়ে হেঁটে যাবে,
মহাপ্রয়াণের অন্তিম দিবসে।
হেরে যাবে অহর্নিশ, প্রতিদিন
বেঁচে থাকার তুমুল লড়াইয়ে
আমজনতা হেরেই যাবে।

পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ জানবেন।

৭| ২৪ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪৫

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: অসত্যির শৃংঙ্খল ভেঙ্গে সত্য আসুক মুক্ত হবে।

২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অসত্যের শৃঙ্খলে সত্য কি চাপা থাকে চিরকাল
আঁধার রাত্রির শেষেই কিন্তু আসে মুক্ত সকাল।
হয়ত রাত্রিটা অনেক দীর্ঘ, ভয়ানক তার আঁধার
তবুও আশা থাকে রাত্রি শেষে দিবসের আলো ফোঁটার।

৮| ২৪ শে জুলাই, ২০২৪ রাত ১১:৫০

জ্যেষ্ঠ পান্ডব বলেছেন: হ, আপনি জিতছেন, আপনারাই জিতছেন - সবার জেতার দিনে হারছে বাংলাদেশ।

২৫ শে জুলাই, ২০২৪ রাত ১০:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সেটাই...

দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে নেতা,
সেই পেষণে কাঁদছে দেশ, ভাবছে বড় কে তা?

৯| ২৫ শে জুলাই, ২০২৪ ভোর ৪:৩১

সোহানী বলেছেন: সবাই জিতে যায়, শুধু হেরে যায় মায়েরা। তারা সন্তান হারিয়ে কখনই আর উঠে দাঁড়াতে পারে না।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ২:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুধুই কি মায়েরা... সেই তর্কে নাই বা গেলাম। পুরো পরিবার আজীবন যে যন্ত্রণায় দগ্ধ হবে, তার ক্ষত কখনোই সারবে না। আমরা শুধু কথার শব্দমালাই হয়তো সাজিয়ে যাবো।

১০| ২৫ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫০

ধুলো মেঘ বলেছেন: সবচেয়ে বেশি জিতেছে আইসিটি মন্ত্রী। ইন্টারনেট বন্ধ করে দেওয়াতেই আন্দোলন মাঠে মারা গেছে।

২৭ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: উনিতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। উনার সম্পর্কে কিছু বলে অনলাইন জগতে নিজের অস্তিত্ব বিলীন করে দিতে চাই নে... চাই নে... চাই নে... :-B

=p~ =p~ =p~

১১| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৫০

করুণাধারা বলেছেন: অবশ্যই জিতেছেন তাঁরা!! যারা আগামীতে ভবন মেরামত করা, কয়েকশো নতুন গাড়ি আনা মেট্রো রেলের মেশিন আনার কাজ পাবেন এক হাজার কোটি টাকার কাজ ৫০০০ কোটি টাকায় করবেন, তারাও জেতার অপেক্ষায় আছেন।

যারা শহীদ হয়েছে তারাও জিতেছে, কারণ নষ্ট মানুষদের মিথ্যা কথা তাদের আর শুনতে হচ্ছে না।

হেরেছে কেবল যারা বন্দুকের গুলিতে প্রাণ হারালো তাদের প্রিয়জনেরা।

২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিভিন্ন সংস্থার ক্ষয়ক্ষতির বিবরণ পড়ে তাই মনে হচ্ছে। এক রেলওয়ে এই অবরোধের দিনগুলোতে তার যে ক্ষতির হিসেব দিলো সেই ধারায় যে বাৎসরিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় তা নাকি রেলওয়ের অফিসিয়ালি ডিক্লেয়ার্ড লস এর চাইতে কম। তবে ভালো বলেছেন, যারা শহীদ হয়েছে তারাও জিতেছে, কারণ নষ্ট মানুষদের মিথ্যা কথা তাদের আর শুনতে হচ্ছে না।

আর এই কারণেই পোস্টের শুরুতেই ছবিতে আমি বলেছি, "বেঁচে মরে আছি, নাকি মরে বেঁচে আছি.... সব ধোঁয়াশা আজ"

বিশ্বাস করি আঁধার টানেলের শেষ প্রান্তে
ঘুমিয়ে আছে শুভ্র শরতের নীল আকাশ,
যদিও অবিশ্বাসী মনের চোরা গলিতে রব উঠে
সব মিছে, সব মিছে, মিছে স্বপ্নের চাষবাস।

১২| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ১১:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অন্যকে হারিয়ে সহজেই জিতে যাওয়া যায়। কেউ কথায় জিততে চায় কেউ আবার ক্ষমতায; কী আজিব দুনিয়ার চাওয়া পাওয়া। কিন্তু যারা হেরে গেলো তারা চোখের বুকভরা হাহাকার আর চোখ ভরা জলের চীর সঙ্গী হলো।

৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন। হেরে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়, নতুন করে জন্ম নেয়ার উপলক্ষ মাত্র। সকল হেরে যাওয়াদের জন্য বোকা মানুষের দু'ছত্র কবিতা-





তুমি জিতলে আজীবন
হঠকারিতা আর শঠতায়,
পা'য়ে মাড়িয়ে দাড়ালে
বিজয় মঞ্চে, পাষন্ড নিষ্ঠুরতায়।

মোরা না'হয় হেরেই গেলাম
তোমাদের হিসেবের খাতায়,
শেষ বিচারে জিতবোই জেনে
রেখো, বিবেকের কাঠগড়ায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.