নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

দেশ, দ্রোহ, দায়বদ্ধতা আর দ্বীপজ্বলা\'র পঙক্তিমালা

২৬ শে জুলাই, ২০২৪ রাত ২:১১



দেশের অশ্রু

দেশের চেয়ে দল বড়,
দলের চেয়ে নেতা,
নিত্য খুনে কাঁদছে যে দেশ
দেখছে বড় কে তা?

যে মায়ের বুক খালি হলো
দিয়ে পাহাড়সম ব্যাথা,
দুদিন পরে কে স্মরিবে
সেই মায়ের দুঃখগাথা?

সারা বাড়ি জুড়ে যে ছেলেটির
স্মৃতি রবে পরতে পরতে,
পরপারে গেল সে কোন কুলক্ষণে
রক্তঝরা এক শরতে।

তেমনি করে দেশ মাতাকে
মোরা নিত্য করি ক্ষরণ,
লোক দেখানে আবেগ নিয়ে
ফের বক্ষে ধরি চরণ।

অনিয়ম আর অনাচারে সদা
রিক্ত যে মায়ের বদন,
কেউ দেখেনা দেশ মাতৃকার
অশ্রুসিক্ত দু'নয়ন।

সময় বয়ে যায়
দিন ক্ষয়ে যায়
পালা বদলের মেলায়,
দেশ মাতাটার মলিন বদন
নিত্য ধুকছে যে অবহেলায়।

সব চুষে নিয়ে রিক্ত করে
যখন হবে শুণ্য,
তখন সবে কোরাস গাইবে
ধন্য করো মা'গো ধন্য।

=========================================================================

আলোর আশায়

অসত্যের শৃঙ্খলে সত্য কি
চাপা থাকে চিরকাল?
আঁধার রাত্রির শেষেই কিন্তু
আসে মুক্ত সকাল।
যে সকালে দুয়ার হতে
সরাবে হাজার বছরের জঞ্জাল
পরে রবে সব অত্যাচারির
জীর্ণশীর্ণ কঙ্কাল।

হয়ত রাত্রিটা দীর্ঘ অনেক
ভয়ানক তার আঁধার,
তবুও আশা থাকে রাত্রি শেষে
দিবসের আলো ফোঁটার।
যে আলোতে সূর্যস্নানে
শুচি হবে এই ধরণী,
দিন শেষে সবে ব্যর্থ হলেও
ব্যর্থ হবে না দেশ জননী।

=========================================================================

আবার খেলারাম

খেলারাম তুই খেলে যা
যা খুশি তা করে যা,
শুধু বুঝে নিস হিসেব করে
সবকিছুর শেষে তোর প্রাপ্যটা।
প্রাণের বিনিময়ে হলেও মিথ্যে হবে না
মুক্ত হওয়ার স্বপ্নটা।

খেলারাম তুই খেলে যা
দেশটাকে তোরা গিলে খা,
দিনশেষে তোদের পরিচয় শুধু
স্বার্থান্বেষী তোরা লুটেরা।
তোদের দেখে লজ্জায় মরে
স্বাধীনতা যুদ্ধের শহীদেরা।

খেলারাম তোরা নির্লজ্জ
কখনো বর্বর, বেহায়া,
তোদের হাতে জনগণ অসহায়
তোরা ক্ষমতার লোভে বেপরোয়া।
শুধু বদলায় দলটা তোদের
দিন শেষে একই চেহারা।

সবকিছুরই আছে অন্ত
বিশ্ব জগতে আছে যা,
সেদিনের কথা বুকেতে রেখে
ক্ষণ গুনে যায় জনতা,
তখন....... সময় বেশী পাবি না,

তাই যা খুশি তা করে যা।।



খেলারাম তুই খেলে যা........।।



দুই যুগ আগে রচিত, একযুগ আগে সামু ব্লগে প্রকাশিত খেলারাম তুই খেলে যা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২৪ ভোর ৪:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: চিন্তা-চেতনা সব আউলায়ে যাচ্ছে।

২৭ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সময়টাই যে বড্ড বেশী আউলা-ঝাউলা..... কি আর করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.