নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

দুঃসময়ের পঙক্তিমালারা

৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:২৫

সবকথা মুখে বলা হয় না, অন্তরে রয়ে যায়, গুমরে মরে, নীরবে কাঁদে। কিছুকথা উঠে আসে পোস্টের শিরোনামে, কিছু মন্তব্যের চোরাপথ ধরে; আর কিছুতো বাজে হৃদয়ে সারাক্ষণ, আর কিছু না হয় গুমরে মরে। গত কিছুদিনে জমে থাকা তেমনই কিছু পঙক্তিমালা...

(০১) কেন পারলে না

তোমার কাছে দু'হাত ছিলো
তবু কেন ধরলে না?
হত্যাকারীর বন্দুকের নল
তবু কেন রুখলে না।

তোমার চোখে দৃষ্টি ছিলো
তবু কেন দেখলে না?
তোমার দিকে যে চেয়ে ছিলো
তাকে আগলে রাখলে না!

তোমার ঠোঁটে ভাষা ছিলো
তবু কেন বললে না?
অপরাধীর গল্প লুকালে
মুখের কুলুপ খুললে না।

তোমার বুকে হৃদয় ছিলো
তাদের ভালবাসলে না?
গুনাহগারের সব অপরাধ
ঘৃণা তবে কেন করলে না।

মানুষ তুমি নিজেকে ভাবো
মানুষ কেন হলে না?
ন্যায়ের তরে নিজের পক্ষ
নিতে কেন পারলে না।

=========================================================================

(০২) আমজনতা হেরেই যাবে

আমজনতা হেরেই যাবে
রাজপথে প্রাণ খোয়াবে,
আধমরা দেহ নিয়ে না হয়,
হাজির হবে মহাপ্রয়াণে।

হেরে যাবে অহর্নিশ
প্রতিদিন, প্রতিক্ষণ,
ফের উঠে দাঁড়াবে
বাঁচার চেষ্টায় প্রাণপণ।

দেহের শেষ রক্তবিন্দু দিয়ে
আজীবন তবু লড়েই যাবে,
বেঁচে থাকার তুমুল লড়াইয়ে
আমজনতা কি হেরেই যাবে?

=========================================================================

(০৩) আলোর অপেক্ষা

অসত্যের শৃঙ্খলে সত্য কি
চাপা থাকে চিরকাল?
আঁধার রাত্রির শেষেই কিন্তু
আসবে মুক্ত সকাল।

হয়ত রাত্রিটা অনেক দীর্ঘ
ভয়ানক তার আঁধার,
তবুও আশা থাকে রাত্রি শেষে
দিবসের আলো ফোঁটার।

আলো ফুটবে, জেগে উঠবে
আবার নতুনের প্রাণ,
সেদিন হয়তো মুক্ত পাখিরা
গাইবে বিজয়ের গান।

=========================================================================

(০৪) লুটেরা

দেশের চেয়ে দল বড়,
দলের চেয়ে নেতা,
সেই পেষণে কাঁদছে দেশ,
ভাবছে বড় কে তা?

স্বার্থ নিয়ে ঘুরছে দানব
ছোবল দেয়ার নেশায়,
তুমি আমি মরছি মিছে
মুক্ত হওয়ার আশায়।

তোমার কথা, আমার কথা
দেশের কথা কে ভেবেছে?
যখন যেই সুযোগ পেয়েছে
দু'হাতে তে সব লুটেছে।

=========================================================================

(০৫) মিছে স্বপ্ন

বিশ্বাস করি আজও আমি
আঁধার টানেলের শেষ প্রান্তে
ঘুমিয়ে আছে শুভ্র শরতের নীল আকাশ,
যদিও অবিশ্বাসী মনের
চোরা গলিতে রব উঠে
সব মিছে, সব মিছে, মিছে স্বপ্নের চাষবাস।

=========================================================================

(০৬) হারজিৎ

নিষ্ঠুরতায় তুমি জিতলে আজীবন
জিতলে হঠকারিতা আর শঠতায়,
লাশের সিঁড়ি বেয়ে বিজয় মঞ্চে,
উঠে দাঁড়ালে পাষন্ড নিষ্ঠুরতায়।

মোরা না'হয় সবে হেরেই গেলাম
পরাজিত! তোমাদের হিসেবের খাতায়,
শেষ বিচারে জিতবোই তবু একদিন
আজ নাহয় জিতি বিবেকের কাঠগড়ায়।

=========================================================================

(০৭) ধোঁয়াশায় বাঁচা

মরে বেঁচে আছি
নাকি বেঁচে আছি মরে
সব কিছু আজ বড় ধোঁয়াশা লাগে।
বুকে জমা কান্না শত
চেতনায় একমুঠো ক্ষোভ
জেগে উঠবো কোন এক ভোরে
শেষবার মরে যাওয়ার আগে।

=========================================================================

(০৮) চল এবার রাজপথে

আর কতদিন থাকবি বসে
এবার দরজা খোল,
মুখের বাঁধন ছিড়ে ফেলে
মুখে ফোটা বোল।

চিৎকার করে তুই বল
আর নয় কোন ছল
চার দেয়ালের গণ্ডী ভেঙ্গে
রাজপথে তে চল।

বুকে চাপা ক্ষোভ
ঝড়ুক না হয়
হয়ে এবার রক্ত,
রক্ত কেন, না হয় দিলাম
প্রাণ, তবু এবার
দেশটাকে কর মুক্ত।

অনেক হয়েছে চল এবার
ডাকছে দামাল ছেলেরা,
কলঙ্কমুক্ত করে দেশটাকে
বিজয় নিয়ে হবে ঘরে ফেরা।

=========================================================================

(০৯) পরিচয়

হয় তুমি ডান
অথবা বাম
লীগ, দল না হয় শিবির করো?
তুমি দলহীন, নিরপেক্ষ
হাসাইও না, মশকরা করো?

কাদের পক্ষে কথা বলো
কাদের সাথে আতাত?
মানুষ তুমি, তাই তো তোমার
থাকতেই হবে জাতপাত।

নিরপেক্ষ, স্বাধীনচেতা
বিহঙ্গের মত মুক্ত,
এদেশে এমন হতে চাওয়া যে
বড্ড বেশি শক্ত।

দলকানা আর স্বার্থান্বেষীর
প্রাচীরে ঘেরা চারপাশ,
মাথার উপর রয়েছে শুধু
একাফালি নীলাকাশ।

সেখানেও লেজুড়বৃত্তিক
শকুনিদের সদা আনাগোনা,
বলো তুমি তাদের কোন পক্ষে
কাদের সাথে তোমার জানাশোনা।

মানুষ তুমি, মুক্ত স্বাধীন
এটাও কভু হতে পারে?
মগজ বিবেক হারানো ওরা
এমনটা কি কভু ভাবতে পারে!

তাই তুমি বলো সত্যি করে
কাদের তুমি গুপ্তচর?
ওদের মতো কাদের তরে
তুমিও বড্ড স্বার্থপর।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:০৫

সামরিন হক বলেছেন: খুব ভালো হয়েছে।

শুভেচ্ছা রইলো।

০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। আরও দুটি পঙক্তিমালা যুক্ত হয়েছে। আপডেট চলবে।

২| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:৪৮

আরেফিন৩৩৬ বলেছেন: কিন্তু বুঝতে হবে ফেরেস্তা আসবে না, বেছে নিতে মন্দের ভালো। বড় কথা জনগণের রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের ক্ষমতা থাকতে হবে।

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পরিবর্তন তো একটা এলো, সাধারণ জনগণ দেখা যাক এর থেকে ফায়দা পায় কতটুকু।

৩| ০১ লা আগস্ট, ২০২৪ সকাল ৯:২৫

শেরজা তপন বলেছেন: আপনার কবিতার সাথে এর আগে আমার পরিচয় ছিল না। এর থেকে বেশী প্রতিবাদ করার ভাষা আমাদের নেই।

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আজ এবং আগামীতেও আমাদের কতটুকু প্রতিবাদের অধিকার মিলবে তা সময়ের পরিক্রমায় দেখা যাবে। যদিও আমি আশাবাদী নই এই ব্যাপারে বরং সন্দিহান। কারণ, শাসক আর শাসন ব্যবস্থা নয়; কারণ বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তাধারা আর মন-মানসিকতা'য়। আমাদের বৃহত্তর আপামর জনসাধারণ এর চিন্তাধারা আর মন-মানসিকতা'য় পরিবর্তন না আসলে শাসক আর শাসন ব্যবস্থা'র শেকল আমাদের স্বাধীনতা অবরুদ্ধ করবেই।

গত তিন সপ্তাহের বেশী সময়ের ঘটনা প্রবাহ'ই আমার কথাগুলোর সাক্ষ্য দেয়।

৪| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: চলো এবার রাজপথে

২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রাজপথেই এলো বিজয়। এরপরও সেই রাজপথেই সবার গমন... দুদিন পর পারিবারিক ঝামেলার সমাধানও বুঝি রাজপথেই করতে চাইবে সবাই ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.