নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা ২.০

০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৩



০১ মাসের দাবানলে ১৫ বছরের শৃঙ্খল মুক্ত। দিনটির কথা মনে রাখবেন ৩৬ জুলাই, ২০২৪ তথা ০৫ আগস্ট, ২০২৪

বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিনগুলো এখন:
২১ ফেব্রুয়ারি, ১৯৫২
২৬ মার্চ, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭১
০৬ ডিসেম্বর, ১৯৯০
০৫ আগস্ট, ২০২৪

আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ফারহান ফাইয়াজ, ফয়সাল আহমেদ শান্ত, রিয়া গোপ, আবদুল আহাদ, মোস্তফা জামান ওরফে সমুদ্র সহ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের নামগুলো ভুইলেন না।



সাথে স্মরণ রাইখেন জাতির এই সূর্যসন্তানদের - বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কদের


তুমি মিশেছ মোর দেহের সনে
তুমি মিলেছ মোর প্রাণে মনে
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা
ও আমার দেশের মাটি

ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে
তুমি অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে
তুমি যে সকল-সহা, সকল-বহা, মাতার মাতা
ও আমার দেশের মাটি....




একটি অনুরোধ

অনেক রক্ত আর প্রাণের বিনিময়ে অর্জিত আজকের অর্জন আর কোন হানাহানি, রক্ত আর প্রাণের বলিদান চায় না। আপনার আশেপাশে কেউ কোন প্রতিহিংসার আক্রোশ এ আক্রান্ত হলে তাকে আশ্র‍য় দিন, সহায়তার হাত বাড়িয়ে দিন আর আক্রমণকারী হলে তাকে প্রতিরোধ করুন। এই অর্জনকে কালিমা লেপন করতে দিয়েন না।


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

আখেনাটেন বলেছেন: নয়া সূর্য যেন নতুন সম্ভাবনার বীজ হয় সেই আশা ভাইজান। কোনো অশুভ শক্তি যেন এ বিজয়ে ছাই দিতে না পারে।

০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চারিদিকে সেই অশুভ শব্দই শুনতে পাচ্ছি। সেনাপ্রধান এর সাথে আলোচনায় রাষ্ট্রপতি ভবনে যাওয়া মানুষগুলোর লিস্ট দেখেন।

২| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

করুণাধারা বলেছেন: গত ১৫ বছরে অনেক আন্দোলন হয়েছে এবং সবগুলোই ব্যর্থ হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন এত সুশৃঙ্খল ভাবে হয়েছে, কয়েকজন তরুণ মিলে আন্দোলন এমন বেগবান করেছে এবং এমন পরিচালনা করেছে যা এমন তরুণদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। আজ যে জয় এসেছে তার জন্য অনেক দাম দিতে হয়েছে, অনেক পরিবারে বেঁচে থাকার আনন্দ চলে গেছে এই আন্দোলনে প্রিয়জনকে হারিয়ে।

২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তারপরও এই অর্জন ব্যর্থতায় মুড়ে দিতে অনেকেই সচেষ্ট, প্রশ্নবিদ্ধ করছে হেরে যাওয়াদের দলের সাথে অনেক নির্বোধ সাধারণ জনতা। সমস্যাটা আমাদের জনগণের মানসিকতায়, যার ফায়দা লুটে রাজনৈতিক দলসমূহ।

৩| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১০

কাঁউটাল বলেছেন: মানুষের আত্মা নষ্ট করে এরকম একটা দল হইল মৌদুধীর দল (জামায়াতে ইসলামি)। মৌদুধী = দুধের মাছি = সু সময়ের বন্ধু। আজকে ছাত্র জনতার কুরবানির ফল এই শয়তানরা ভোগ করার ধান্দা করবে।

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দেশের আপামর জনতার চিন্তাধারায় পরিবর্তন না আসলে শয়তান একটা বিদায় নিলে আরেকটা ঘারে চেপে বসবে। একটা গল্প মনে পড়লো। শয়তান গেছে গাধা সেজে দুষ্ট বাচ্চাদের পাহাড়ের উপর থেকে ফেলে দেয়ার চক্রান্ত মাথায় নিয়ে। বাচ্চারা শয়তানের বাপ। তারা গাধার পিঠে না চড়ে তার পাছায় বাঁশ ঢুকিয়ে একসাথে সবাই গাধার পিঠে চড়ার ব্যবস্থা করলো।

বাকীটা নিজ দায়িত্বে বুঝে নেন। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.