![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন যদি সত্যি হত থাকত না আর ভ্রম,, স্মৃতিতে নয়, তোমায় নিয়ে কাটত সারাক্ষন
চাইনা সে আমার সাথে যোগাযোগ করুক। চাইনা আমাকে ভালবাসুক।
আবেগ গুলো আর আগের মত কাজ করো না। প্রতিটা ক্ষন তাকে দেখার জন্য অধির আগ্রহে বসে থাকতাম, সারাটা ক্ষন টেক্সট করতাম, কথা বলতাম। অথচ তাকে এখন বিষের মত মনে হয়। সহ্য করতে পারি না। তার ছায়া মারালে মনে হয় অশুভ লক্ষন, সকালে তার যে চাদবদন খানা না দেখলে দিন খারাপ যেত। এখন সেই কুৎসিত বদন খানা দেখলে দিন খারাপ কাটে। সব তো ঠিকই ছিল। কেন তাকে সহ্য করতে পারছি না?? তবে কি খুব বড় হয়েছি???
২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬
বিষাক্ত স্বপ্ন বলেছেন: জী দাদা
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫১
আনন্দ বড়ুয়া বলেছেন: