নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিপ্লবী ধারায় লিখতে পছন্দ করি।

গিলগামেশের দরবার

সামুদ্রিক বাস্তুতন্ত্র গবেষক (দক্ষিণ চীন সাগর)

গিলগামেশের দরবার › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকের বস্ত্রহরন

৩০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৮


সৃষ্টির মহা উন্মাদনায় নাস্তিক নাচছে,
সকল উপমা, অস্তিত্ব সে ভুলে গেছে,
হারামি গুলো নিঃস্ব, কিছুই জানে না-
ঈশ্বর আছে। বেহায়ার মত স্বীকার করে না।

এত সৃষ্টি, এত মহাযজ্ঞ, এত ভালোবাসার উৎপত্তি-
ওই নাস্তিক অস্বীকার করে,
শাকিদের ঘোলা চোখে তাকিয়ে থেকে থেকে-
অমানুষ, নিষিদ্ধ কিছু নগ্নতা খোজে।

আবেগ দিয়ে কথা বলে না। তর্ক, যুক্তি অসার,
ঈশ্বর কোথায় আছে, সে কার?
ধর্ম গুলো বাঁধছে, সত্য-মিথ্যার আবরন
তুমুল বিতর্কে হারাচ্ছে। হয়নি সাধন।

নাস্তিক অস্বীকার করেছিল। আমি জিতলাম।
প্রতি শ্লোকে প্রশান্তি। আমি ধর্মে হারলাম।

বজ্জাতকে মনে করিয়ে দেব, ঈশ্বর আছে,
ভদ্র কিংবা অভদ্র কোন নিভৃত পল্লীতে-
ঈশ্বর আছে। তোরা খোজ, তোরা পাবি,
আমি নাস্তিকের বস্ত্রহরন করে বলব
"ঈশ্বর আছে"।

উৎসর্গঃ সকল নাস্তিককে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.