নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিপ্লবী ধারায় লিখতে পছন্দ করি।

গিলগামেশের দরবার

সামুদ্রিক বাস্তুতন্ত্র গবেষক (দক্ষিণ চীন সাগর)

গিলগামেশের দরবার › বিস্তারিত পোস্টঃ

সবাই পড়ছে আপনি বাদ যাবেন কেন? (কিছু বিসিএস ফ্যাক্ট পড়ুন কাজে লাগবে)

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

১। বাংলাদেশের ইউনিভার্সিটি গুলাতে ফিসারিজের এখন যে সিলেবাস পড়ানো হয় তা প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে পড়ানো হতো।
২। কোকিল কাকের বাসায় যে ডিম পাড়ে তা আসলে কাকের।
৩। শুয়োপোকা হাসলে তার দাঁত বের হয়ে যায়।
৪। আমার বহু দিনের পুরানো দোস্ত ট্রাম্প আজই গারদ থেকে ছাড়া পেয়েছে।
৫। রুবেল ও হ্যাপি দম্পতি খুব শিগ্রিই আমাদের শুভ সংবাদ দিতে চলেছে। তারা একধাপেই দাদা-দাদি হতে চলেছে।
৬। কনভোকেশনের যে ড্রেস পরে সবাই গ্রাজুয়েট হয় সেটা হারপিক দিয়ে ধোয়া হয়।
৭। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হলো সেন্টমার্টিন।
৮। ইতালির একনায়ক মুসোলিনির গাড়ি পেট্রোল ছাড়াই চলতো।
৯। জর্জ ওয়াশিংটন তার মায়ের পেটে থেকে দেখা স্বপ্নের কারনে আমেরিকা স্বাধীন করেছিলেন।
১০। ছাগল যখন কাঁঠাল পাতা খায় গরু সেসময় হিংসায় জ্বলে যায়।#
১১। কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিয়াল আর কুকুর এক ডাস্টবিনের খাবার শেয়ার করতে দেখা গেছে। তাদের বন্ধুত্বের নজিরও আছে।
২। মোবাইলের ব্যাটারিতে যখন চার্জ থাকে না তখন এলিয়েনের সিমকার্ড খেয়ে ফেলার সম্ভাবনা আছে।
৩। নায়ক হিরু আলমের নামে উগান্ডাতে একটা শহরের নামকরন করা হয়েছে।
১৪। যারা ভালোবাসে তাদের হার্ট অ্যাটাকের সম্বাবনা খুব বেশি।
১৫। হিরোহিতোর সময়ে চিলিতে টাকায় ১০ কেজি চাল পাওয়া যেতো।
১৬। হিটলারের আত্নহত্যার পর সে প্লেটোর কাছে জ্ঞান নিতে গেছিল।
১৭। জাকারবার্গ ক্লাস টুর অংক খাতায় জিরো (০) পেয়েছিল।
৮। বাংলাদেশে টুথপেস্ট আসার আগে মানুষ কয়লা আর ছাই দিয়ে দাঁত মাজত।
১৯। রাশপুটিনের সাথে রাশিয়ার জারের বউয়ের প্রেম ছিল।
২০। গালিভার'স ট্রাভেলের লিলিপুটেরা মারামারি বাধলে বালিতে মাথা গুজে ঘুমিয়ে যেতো।
২১। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চিরকুমার ছিলেন। কিন্তু তার আশে পাশে সুন্দরী মেয়েদের দেখা যেতো।
২২। শেক্সপিয়রের রোমিও ক্লাস সেভেনে থাকতে জীবনের প্রথম প্রেম পত্র লেখে।
২৩। পৃথিবী দুষিত হলে মহাকাশচারীদের চাদেও নিশ্বাস নিতে কষ্ট হবে।
২৪। প্লুটো গ্রহ কিছুদিনের মধ্যেই নিলামে বিক্রি হয়ে যাবে।
২৫। শুনেছি ওসামা দিন লাদেন লাঠিতে ভর করে হিমালয়ে উঠেছিল। তবে আমি বরফ দেখিনি।

জয় যুবরাজ ফার্দিনান্দ, জয় প্রিন্সেস ডায়ানা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: বিসিএস ফ্যাক্ট কিতা!!........নিজেরে এখন অনেক গেয়ানি গেয়ানী লাগ্তাছে =p~

২| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

দিগন্ত জর্জ বলেছেন: বহুত জ্ঞান অর্জন কইরা ফালাইলাম। এইবার আমার বিসিএস ক্যাডার হওয়া ঠেকায় কেডা!! :D :D :D

৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:৫৯

রাকু হাসান বলেছেন: সিরিয়াসলি ভাবছিলাম ,ধোঁকা দিয়েছেন B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.