![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
আমার ছোট মেয়েটা ছড়া পড়তে ও বলতে ভালবাসে।
....সন্ধার পর আমার কোলে বসে ছড়া পড়ছিল আর আমি খবর দেখছিলাম, আমি খেয়াল করিনি পিচ্চিটা ছড়া পড়া বাদ দিয়ে খবর দেখা শুরু করেছে।
খবর দেখতে দেখতে হঠাত জিজ্ঞেস করল, বাবা গনতন্ত্র মানে কি?
.....কি করে বুঝাই গনতন্ত্র কি জিনিস? দেশের বড় বড় নেতারা বুঝল না আর আমার টু তে পড়া মেয়েটা কি করে বুঝবে?
চট করে একটা কবিতা মাথায় চলে আসল। এটা হয়তো বুঝতে পারবে না তবে মুখস্ত করা সোজা হবে।
""""গনতন্ত্র মানে ভোট, গনতন্ত্র মানে হায়নাদের জোট"""
বাহ, মুখস্ত করে ফেলেছে, ওর মাকেও শোনাচ্ছে। শুনে ওর মা মুচকি মুচকি হাসছে আর বলছে, তোমার বাবা আগে আমার জন্য কবিতা লিখত আজ তোমার জন্য লিখল....
©somewhere in net ltd.