![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনাকে ‘তিন-চারটা ছেলের দুষ্টামি ও শ্লীলতাহানির চেষ্টা’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। এ ঘটনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীর বক্তব্যও ঠিক নয় বলে দাবি করেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে বেসরকারি টেলিভিশন সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে হাজার হাজার মানুষের মধ্যে চার-পাঁচটি ছেলে দুই-তিনটা মেয়েকে শ্লীলতাহানি করল। যাদের সামনে এই ঘটনা ঘটালো সেই পাবলিকরা তাদের কেন ধরল না। পাবলিকই তো তাদের শায়েস্তা করতে পারত। প্রত্যেক নাগরিকের আইনগত অধিকার আছে, তাদের সামনে অপরাধ ঘটলে তারাই অপরাধীদের গ্রেপ্তার করতে পারবে। এতে পুলিশের গ্রেপ্তার করা লাগত না।’
ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্র ইউনিয়নের নেতা লিটন নন্দীর কথা ঠিক নয় বলে মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, লিটন নন্দী একেক জায়গায় একেক ধরনের কথা বলেছেন। তবে লিটন নন্দীর কথা ধরে নিলেও দেখা যায়, পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। লিটন নন্দীর বক্তব্য, পুলিশ লাঠিপেটা করে দুটি মেয়েকে উদ্ধার করে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে দিয়েছে
আইজিপি আরও বলেন, ‘তিন-চারটা ছেলে দুষ্টামি করতাছে, মেয়েদের শ্লীলতাহানি করছে, কেউ আগায়া আসল না, বাকি লোক তাকিয়ে দেখল। একটা লোকও তো বলল না, এই লোকটাকে তারা চেনেন। তারা তাদের বাড়ির পাশের।’ তিনি বলেন, গণমাধ্যমে পুলিশের পক্ষ থেকে সেদিনের ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল, যাতে জনগণ তাদের সহযোগিতা করে। কিন্তু একটি লোকও তো তথ্য দিলেন না। এতে শুধু পুলিশকে দায়ী করলে হবে না
আর কিছু বলার নাই। অপরাধিরা এখন আইজিপির বউকেও লিটনের ফ্ল্যাটবেড ফুরতি করে আরামসে ঘুরে বেড়াবে... ।
ad : Tech bangla blog
১৩ ই মে, ২০১৫ রাত ১:৪৬
মস্টার মাইন্ড বলেছেন: যত দোষ নন্দ ঘোষ। এটা তো আমাদের জানাই আছে..... মেরুদণ্ডহীন পুলিশ এই ঘটনার কিছু করতে পারে নাই বলে দায়িত্ব বা দোষটা পাবলিক কে দিয়ে পার পেতে চাইছে....
২| ১৩ ই মে, ২০১৫ ভোর ৬:৩৮
লিংকন১১৫ বলেছেন: একটু আধটু তো করেনি উনি , এসব না করলে কি চলে উনার
সব শালার আবাল দিয়া ভরায়ছে দলে
১৩ ই মে, ২০১৫ সকাল ৮:১৬
মস্টার মাইন্ড বলেছেন: হায় রে অবস্থা....মুক্তি নেই .. .মুক্তি চাই....
৩| ১৩ ই মে, ২০১৫ সকাল ১০:২০
জনতার রায় বলেছেন: ইচ্ছা করতেছে এই ব্যাটারে মাঝখানে রেখে ৩/৪ জন মিলে তার সাথে এরকম একটু 'দুষ্টুমি' করি। কবে মিল্বে সেই সুযোগ?
১৩ ই মে, ২০১৫ সকাল ১১:৪২
মস্টার মাইন্ড বলেছেন: হা হা হা..দুই চার জন নিয়া চলেলে আসেন..আমি রেডি..
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ রাত ১:৩৫
সচেতনহ্যাপী বলেছেন: পাবলিক যখন '৭০দশকের মত আইন হাতে তুলে নিবে, তখন কিন্তু আপনারাই ভিন্ন কথা বলবেন!! আরো কত অবাক হওয়া বক্তব্য আসবে.........।।।