![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
অনেক দিন হল সাইডবারে নতুন ভার্শন এর একটা লিংক ছিল। ঢুকেই ২ মিনিটের বেশি স্থায়ি হতে পারি নাই। বিরক্তি নিয়ে বের হয়ে এসেছি। মনে মনে একটা ভয় কাজ করছিল এটাকেই আমার ঘাড়ে চাপিয়ে দেউয়া হবে নাত!!!!
হায় হায়.......এখন সেই বিরক্তিকেই বয়ে বেড়াতে হচ্ছে.......
আর এড এর জায়গা দেখে মনে হচ্ছে সামু আর্থিক সংকটে ভুগছে......যে কারন গুলোর জন্য সামুকে এতো ভালবাসতাম সে কারন গুলো হাড়িয়ে না দিলেই পারত সামু ডিজাইনার।
শুধু একটাই লাভ হয়েছে, পেজ লোড তাড়াতাড়ি হচ্ছে.....আর কোন লাভ হচ্ছে বলে মনে করছি না। পিন করে যে সুবিধা কয়েকদিন ধরে সবার সামনে তুলে রাখা হয়েছে তা ব্রেনওয়াশের বৃথা চেস্টা মাত্র। যে সুবিধার কথা তুলে ধরা হয়েছে তা পুরাতন ভার্শনটিতে আরামসে করা যেত, যদিও সেটাকে আমি সুবিধা বলে মনেই করছি না।
ফেইসবুকের মতো ফিলিংস এড করা গেলে এই ফিলিংস গুলো এড করতাম : হতাস, বিরক্ত, ফিরে চাই আমাদের চির চেনা সামু..............
©somewhere in net ltd.