![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
আচ্ছা মানুষের জন্য গনতন্ত্র দরকার না যানের নিরাপত্তা?
যদি বলেন গনতন্ত্র তাহলে সব ঠিকঠাক। আর তা হলে ব্যাপার আলাদা। রাজধানী তে ছিনতাইকারীর কবলে পরের নাই এমন লোকের সংখ্য খুবি কম।
আমার নিজের এই তিক্ত অভিজ্ঞতার কথা কোনদিন ভোলা যাবে না।
গতকাল বিকেল ৪ টা নাগাদ আমি হাতির পুল হতে রিক্সা নিয়ে আমার নতুন সিপিও সহ ফিরছিলাম।
কঁটাবন চৌরাস্তা পৌছাবার সাথে সাথে কিছু ছিন্তাই কারি আমাকে আক্রমণ করে পথে আটকে শারিরিক ভাবে আঘাত করে। ফাকা বুঝে রিক্সা ওয়ালা সব নিয়ে কেটে পরে।
ঘটনা কালিন আমার অনতি দূরে পুলিশ এর বেশ কয়েকজনের টিম ছারাও ট্রাফিকপুলিশ ও সার্জেন্ট দারিয়ে নিরব ভুমিকা পালন করে।
সাহায্য চেয়ে ও লাভ হয় নাই। উলটো আমাকে তাচ্ছিল্য করে যার যার মত চলে যায়।
অতঃপর জিডি করতে গিয়ে শুনলাম আমি নাকি ভাজ্ঞবান। যানে বেচে গেছি বলে!
অতঃপর বুঝতে পারলাম আমরা বাঙালি এবং হুদাই গর্বিত।
সরকার বে সরকার সবাইকে যায়গা মত ফোকাস করার অনুরোধ জানাচ্ছি।
০২ রা জুন, ২০১৫ বিকাল ৪:৩৮
মস্টার মাইন্ড বলেছেন: তাহলে পুলিশ কাকু যথাযথ বলেছেন। ধন্যবাদ কাক্কু। :p
২| ০২ রা জুন, ২০১৫ সকাল ১০:২৬
হতাস৮৮ বলেছেন: জ্বী ভাই আপনার সাথে একমত। সবকিছুতেই সহ্যের সীমা ছাড়ীয়ে যাচ্ছে।
০২ রা জুন, ২০১৫ বিকাল ৪:৩৯
মস্টার মাইন্ড বলেছেন: সইতে সইতে অসহ্যটাই সহ্যের সীমার মাঝে চলে এসেছে :p
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৫ সকাল ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অতঃপর বুঝতে পারলাম আমরা বাঙালি এবং হুদাই গর্বিত।
নেতাজির কথা ভুলে গেলেন- সবাই পায় সর্্বণের খনি- আমি পাইছি চোরের খনি!!
এখন থাকলে হয়তো বলতেন- আমি পাইছি ধর্ষকের খনি! ছীনতাইকারির খনি!!!!
মাৎসানায় সময়ে বসবাস আমাদের!! বেঁচে থাকার শুকরিয়াই ভাগ্যবানের কাজ মনে হয়!