নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

দেশ না রুপকথার রাজ্য...????

০৭ ই মে, ২০১৬ রাত ১:৫৪


৪৫ বছর আগে নিজামি, গোলাম আজম কার ঘর পুড়িয়েছিল, কার মাকে কার বোনকে ধর্ষন করেছিল তার আলামত সাক্ষি সহ পেশ করা হয়।

কিন্তু হাতে গোনা ক দিন আগে BDR বিদ্রহের হোতা কে, ইলিয়াস কে কারা গুম করল, সাগর-রুনিকে কারা মেরে দিল, তনুকে কারা হত্যা করল, ৫-ই মে শাপলা চত্তরে আসলে কি ঘটেছিল ইত্যাদি ইত্যাদি অমিমাংসিতই রয়ে যায়।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ রাত ২:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনি মুক্তিযু্দ্ধের অপরাধীর মুক্তি চান, কারণ তনুর হত্যাকারীদের এখনো ধরতে পারেনি; এটা কোন লজিক হলো? আপনার পরিবারের কেহ মুক্তিযুদ্ধে যাননি, প্রাণ দেননি; তাই আপনার মাথায় আজব ধরণের মগজ ও লজিক।

সরকার তনুর হতয়াকারীদের ধরতে পারছে না, কি ধরতে চাচ্ছে না, সেটা এক ব্যাপার; আর যুদ্ধের অপরাধীদের ধরতে হয়নি, সাড়ে ৭ কোটী ওদের চেনে; মাথাটাকে খাটান, আপনার বিশ্ব বদলে যাবে।

০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৩৮

মস্টার মাইন্ড বলেছেন: দু লাইন এগিয়ে গিয়ে বুঝে ফেলেছেন

আমি যুদ্ধাপরাধী দের বিচার চাই না এমনটি একবারো উচ্চারন করি নি। যারা ৭১ এর আলামত বের করতে পারে তারা কেন recent ঘটনাগুলোর সমাধান করতে পারে না তা বলেছি।

অতিত বা ভবিষ্যৎ বলে বলে কিছু নেই যেটা আছে সেটা বর্তমান, যে বর্রমানে মানুষের নিরাপত্তা দিতে পারছে সরকার সে বর্তমানে সেখানে ৭১ এর বিচার এর কোন মানে আমার কাছে নেই।

২| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:০২

পাঠক ১৭৯১ বলেছেন:

আপনার মাথায় মগজের জায়গায় গোবর আছে। আপনি ব্লগার হতে পারবেন না।

০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৩৯

মস্টার মাইন্ড বলেছেন: ধার নেউয়া গেলে আপনার কাছ থেকেই নিতাম। দিতেন তো??

৩| ০৭ ই মে, ২০১৬ সকাল ১০:৩৬

সোজোন বাদিয়া বলেছেন: বিষয়টা কী? উপরে মন্তব্যকারীর নাম বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে কেন?

লেখককে বলছি, বিষয়টি সম্পর্কে অনেক প্রশ্নই অনেকের কাছ থেকে শুনি, আমারও কিছু প্রশ্ন আছে। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সকল প্রশ্নেরই উত্তর এবং আলোচনা আবশ্যক। আলোচনা ছাড়া উত্তর কীভাবে জানা যাবে। কিন্তু, উপরের মন্তব্যকারীর মতই ক্ষমতাসীনেরা শুধু একতরফা অভিযোগ এবং গালাগালিতেই মন্তব্য সীমাবদ্ধ রাখেন, আলোচনাই করতে দিতে চান না। এর কোনো সহজ সমাধান দেখছি না। যাইহোক ধৈর্য ধরুন।

২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৯

মস্টার মাইন্ড বলেছেন: সবুরে মেউয়া ফলে

৪| ০৭ ই মে, ২০১৬ সকাল ১১:২৫

বাংলার জামিনদার বলেছেন: আপনি ডাইরেক্ট বলেন, আপনার অভিযোগ মিমাংশা না করে আপনার বায়োলজিক্যাল ফাদারকে ঝুলানো যাবেনা। আর এটা দেশ, নাম বাংলাদেশ। ভাল না লাগলে আপনার রুপকথার রাজ্য ফাকিস্থান চলে যান।

২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৯

মস্টার মাইন্ড বলেছেন: আমাকে কিছু বললেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.