![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
আমি পুরুষ, আমিও মানুষ। আমি একদিকে নাতাশাকে যেমন ভালবাসি অন্য দিকে আমি প্রস্তুতি নেই সংসারের ঘানি নিজের কাঁধে তুলে নেউয়ার জন্য।
যখন আমি নাতাশার প্রেমিক, তখন আমি ওর বিরহে নিজেকে বিলিন করে দিতে চাই... নিজের অস্তিত্ব মুছে ফেলতে চাই এই নিষ্ঠুর দুনিয়া থেকে। ওর জন্যে কান্না আসে, চোখ ঝাপসা হয়ে আসে। নিজেকে বড্ড অসহায় মনে হয়। কিন্তু আমি পুরুষ বলে কাদতেও পারি না, কান্নাটাকে বুকে জমা রাখি, দুঃখ গুলো আরো ভারি হয়ে উঠে চাপা কান্নার ভারে।
আবার যেহেতু আমি পুরুষ, সেহেতু আমাকে আমার পরিবারের কথা চিন্তা করতে হয়, চিন্তা করতে হয় সমাজের কথা, দেশের কথা। তখন আমি আবার অন্য আমি হয়ে যাই। নিজেকে হাসাই, অপরের সাথে পরিচিত হই, অন্যকে হাসাই, বেঁচে থাকার প্রেরণা যোগাই।
তবুও এই সব কিছুর মাঝে তৃষ্ণাক্ত চোখ দুটো নাতাশাকে একপল দেখার জন্য খুঁজে ফিরে এই কোটি মানুষের মাঝে। ভিড়ের মাঝে নাতাশাকেই খুঁজি, যদি দেখা পাই একবার। এভাবে প্রতিদিন আশাহত হই আমি। হয়ে ফিরে আসি আমার ঘরে।
আবার কিছুক্ষন আমি অন্য আমি হয়ে মিশে যাই সবার মাঝে।
কিন্তু সেই রাত আমাকে আবার নাতাশার প্রেমিক করে তোলে। আমি আবার হয়ে উঠি নাতাশার দুর্নিবার প্রেমিক। আবার ওকে দেখার জন্য সাত সমুদ্র তের নদী পারি দেউয়ার চিন্তা করি। কিন্তু আবার আশাহত হই।
তাই নাতাশার ওই মায়াবী চোখ দেখতে দেখতে ঘুমিয়ে পরি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪
মস্টার মাইন্ড বলেছেন: আমি তো ঘুমেও নাতাশাকে কে দেখি। কিন্তু ঘুম ভেংগে যখন ওকে না পাই তখন হতাশায় ডুবে যাই।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৯
সৈয়দ ইসলাম বলেছেন: ভাল
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪
মস্টার মাইন্ড বলেছেন: ধন্যবাদ।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: সাধারণত স্ত্রীজাতি কাঁচা আম, ঝাল মরিচ এবং কড়া স্বামীই ভালোবাসে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫
মস্টার মাইন্ড বলেছেন: আমি যে ওর প্রেমিক, ওর ভক্ত, ওর পায়ে যে আমি প্রেমের পূজো দেই প্রতিটি মূহুর্ত।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঘুমের মধ্যে নাতাশাকে দেখুন। মন ভাল হয়ে যাবে।