![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
অনেক সময় আমরা সরাসরি, ফেসবুকে বা মোবাইলে থ্রেট বা হুমকি পেয়ে আমরা ভয় পেয়ে যাই। কিন্তু কেউ হুমকি দিলেও রয়েছে আইনগত প্রতিকার। আজ এই ভিডিও তে সেটিই আলোচনা করা হয়েছে
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০৯
মস্টার মাইন্ড বলেছেন: না করবে না, হুমকি দিলে General Diary করতে হবে আর থ্রেট দিলে সাধারন ডায়েরী করতে হবে। ব্যাপার টা না বুঝলে বিজ্ঞ আইনজীবীকে মিসড কল দিন চাঁন বাই.
২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:২০
কানিজ রিনা বলেছেন: বেজায় সুন্দর আধুনিক লালনের ছবি।
আচ্ছা কোনও মাতাল পিতা যদি সাবালক
ছেলে মেয়ের মেড়ে ফেলানোর হুমকি
দেয় তাহলে কি এমন জিডি করা বা
মামলা করা যায়?
উপকারি পোষ্ট ধন্যবাদ।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১৮
মস্টার মাইন্ড বলেছেন: প্রথমত ছবিটির প্রশংসার জন্য ধন্যবাদ।
দ্বিতীয়ত আপনি জানতে চেয়েছেন "মাতাল অবস্থায় কোন পিতা সন্তান কে মেরে ফেলার হুমকি দিলে জিডি করা যাবে কিনা?"
প্রশ্নের উত্তরে যাবার আগে সংক্ষেপে জেনে নিন জিডি কখন করা যেতে পারে বা করা হয়।
মূল্যবান যে কোনো জিনিস হারালে যেমন- সার্টিফিকেট, দলিল, লাইসেন্স, পাসপোর্ট, মূল্যবান রশিদ, চেকবই, এটিএম বা ক্রেডিট স্বর্ণালংকার, নগদ অর্থ ইত্যাদি। অথবা কোনো প্রকার হুমকি পেলে বা হুমকির আশংকা থাকলে কিংবা কেউ নিখোঁজ হলেও জিডি করার সুযোগ রয়েছে। অর্থাৎ সাধারণত যেসব ক্ষেত্রে মামলা হয় না সেসব ক্ষেত্রেই থানায় জিডি করা যায়। জিডি করার কোন বাধ্যবাধকতা না থাকলেও নতুন করে হারানো কাগজ তুলতে হলেও জিডির কপির প্রয়োজন হয়।
তার মানে হল, মাতাল পিতার হুমকির ফলে সন্তান যদি মনে করে তার প্রান নাশের সম্ভাবনা আছে তাহলে অবশ্যই সে জিডি করতে পারে।
ধন্যবাদ পাশে থাকার জন্য।
৩| ১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০৫
সচেতনহ্যাপী বলেছেন: টাইপ্ড হয়ে গেছেন!!
ভেবে দেখেছেন কি??
৪| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: দাম্ভিকতা কখনোই মানুষের অনুভুতি নয়।, অন্যকিছু। সমাজশীলতাও নয়।
৫| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: আমি অখন কিছু কইয়া পারুম না, আমারে ইন্টারপোলের হুমকি দিছে হাই প্রোফাইল এক মাইনষে জান নিয়ে টানাটানি আমার !
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৯
চাঁদগাজী বলেছেন:
থ্রেট ও হুমকি, দুটোর বেলায় একই ভিডিও কাজ করবে?