![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
কিছু দিন হল আমরা দেখতে পাচ্ছি যে টিএসসি তে এক কাপল এর চুমুর দৃশ্য ভাইরার হয়েছে। এটি আইনের দৃষ্টিতে অপরাধ কি না তা নিয়েও জনমনে সৃস্টি হয়েছে দোটানা কেউ ভাবছে অপরাধ, কেউ যুক্তি দেখাচ্ছে। আজকের ভিডিও তে থাকছে এটি অপরাধ কি না সেটি নিয়েই। ভিডিও টি দেখতে ক্লিক করুনঃ প্রকাশ্যে চুম্বন অপরাধ কি না । টি এস সি তে চুম্বন
২| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৬
কানিজ রিনা বলেছেন: যুক্তি হোল একজন ছবি সাংবাদিক ছবি
তুলেছে সেটা তার অপরাধ না। কিন্তু যখন
অনলাইনে ছেড়েছে তখন কতটুকু অপরাধ।
হয়ত তার খারাপ লেগেছে বা ভাল লেগেছে।
যে কোনও একটা ভেবে অনলাইনে দিয়েছে।
যদি ধরে নেই সে ভেবেছে আমাদের সমাজে
এটা কতটুকু গ্রহন যোগ্য তাহলে কাজটা
একদিক থেকে ভাল। আর যদি ধরে নেই
সে ওয়েষ্টার্ন কান্ট্রির মতদর্শনে খুশি হয়ে
দিয়েছে তাহলে ঠিক করে নাই।
তবে ভাল হয়েছে জনগনের নানান মত
কতটা যুক্তি যুক্ত। বেশির ভাগ তো মনে হয়
কেউ ওপেন বেহায়া পনা বা দুই কুকুরের
গাল স্পর্শ করা সেটা আমাদের দেশের
মানুষ কখনও ভাল চোখে দেখে না। কারন
দেশটা ইউরোপ আমেরিকা হয়ে যায় নাই।
ধন্যবাদ।
৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
১ সেকেন্ড লিপ টু লিপ কোন ব্যাপার না। সবার মেনে নেয়া উচিত।
তবে মাত্রা ছাড়ালে ঝাড়ুপেটা করা উচিত।
মাত্রা ছাড়ালে পশ্চিমা দেশেও রেহাই দেয়া হয় না। পুলিশে হাতকড়া দিবে।
পার্কিয়ে কালোকাচের গাড়ীর ভেতরে মাত্রা ছাড়া চুমাচুমি করলেও সেখানকার পুলিশ কেমনে জানি টের পেয়ে যায়। হাতকড়া দিয়ে ২টারেই শিকের ভেতরে ঢুকায়।
৫| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০২
হাঙ্গামা বলেছেন: ব্লগে যারা এত চুম্মাচুম্মি পছন্দ করে তারা কেন ঐ সাম্বাদিক সাহেব মাইর খাইবার পরে তার পাশে দাড়াইলো না?
কেন শাহবাগে খাড়ায়া নিজের প্রেমিকা বা বউয়ের লগে প্রকাশ্যে চাম্মাচুম্মি কইরা সেইটার প্রতিবাদ জানাইলো না?
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১১
ফেনা বলেছেন: বিচার দিন নিজের বিবেকের কছে। সঠিক উত্তর পেয়ে যাবেন।