![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
এদেশে নাগরিকের অধিকার আদায় করার জন্য মরতে হয়, ভদ্র ভাষায় বলতে গেলে জানের সাদকা দিতে হয়। নইলে আমরা আমদের নাগরিক অধিকার আদায় করতে পারি না।
দেশটাকে বাংলাদেশ করতে ৩০ লক্ষ জানের সাদকা দিয়েছি, বাংলাকে মাতৃ ভাষা করতে অনেক তরুনকে সাদকা করতে হয়েছে নিজেদের প্রান।
দেশে মহাসড়ক গুলোতে পারাপারের জন্য ফুট ওভার ব্রিজ ও করা হচ্ছে গুনে গুনে যেখানে যেখানে দুই একজন মারা যাচ্ছে সেখানে সেখানে।
পেঁয়াজের দাম এই কয়েকদিন এ যে ইতিহাস করে ফেলবে তাই বা কে জানত। পৃথিবীর সবচেয়ে মূল্যবান পেঁয়াজ গুলো এখন আমরা খাচ্ছি! এতো আমাদের গর্বের বিষয়!
পেঁয়াজের দাম হাতের নাগালে আনতে হলেও হয়ত দুই একজনের জানের সাদকা প্রয়োজন। নইলে এই দামের উর্ধগতি কোন গদির লোক থামাবে না।
২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬
কিরমানী লিটন বলেছেন: এই ঘাতক কাঁটার সমূল উৎপাটনে জানের সাদকা ছাড়া আর কোন পথ নেই। আজ পিঁয়াজ কাল চাল পরশু তেল এভাবে গ্যাস বিদ্যুৎ ব্যাংক লুট, খুন, গুম একটার পর একটা চলতেই থাকবে।
হোক প্রতিবাদ।
দূর হ- দুঃশাসন.....
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯
মস্টার মাইন্ড বলেছেন: ৪৫ টাকার চাল এখন ৫৫ টাকা কেজিতে ১০ টাকা বেড়ে গেছে ২ দিনে।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: গদির লোক গদিতে বসে বসে দুর্নীতি আর দুই নাম্বারি নিয়ে ব্যস্ত। এরা দেশের মানুষকে অপকর্ম করতে বাধ্য করেন।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০
ভবিষ্যত বলেছেন: পেয়াজ খাবার দরকার নেই , আসুন সবাই মিলে উন্নায়ন খাই । পদ্মা সেতু খাই , মেট্রো রেল খাই , ৪জি নেট খাই । এতে ও যদি পেট না ভরে চল সবাই মিলে যন্ত্র দানবের (বাস-ট্রাক) চাপা খাই ।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
সাইন বোর্ড বলেছেন: পাওরুটির মত গাল ফোলা একজন উন্নয়নকে সদকা হিসেবে দেওয়া যায় ।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: পেঁয়াজ ইন্ডিয়াতেও অনেক দাম।
নতুন পেঁয়াজ উঠলেই দাম কমে যাবে।
দরিদ্র দেশ গুলোতে হুটহাট দাম বৃদ্ধি হয়ে যায়। যা অনেক কষ্টের দরিদ্র মানুষের জন্য। সরকার যদি কঠোর হস্তক্ষেপ করতো তাহলে এতটা দাম বৃদ্ধি হতো না।