![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
পেশাগত কারনে সব সময় সাদা শার্টই পরতে হয় আমাকে। সব মিলিয়ে আমার 7 টা সাদা শার্ট। তো তিলোত্তমা যখন বাপের বাড়ি যায় ওকে আনার সময় প্রতিবারই সাদা শার্টের সাথে একটা জিন্সের প্যান্ট পরে চলে যাই। আমার শাশুরি আগে থেকেই ভ্রু কুচকে তাকাতো, বুঝতাম না কেন কিন্তু আজ বলেই ফেলল-
-- বাবা তোমার কি একটাই শার্ট? যতবার আসো শুধু এইটাই পরে আসো?
মামলা-টামলা নিয়ে আমার মেজাজ সেদিন এমনিতেই গরম ছিল তার ওপর তিলোত্তমার মায়ের এই কথা শুনে আরো বিগড়ে গেলো।
শুনে তখন বললাম-
--তো কি সমস্যা হয়েছে এতে? আপনারো তো 4 টা মেয়ে কিন্তু তার মধ্যে থেকে প্রতিবার তো এই একটাকেই হাতে দিয়ে দেন আমি কি কোন দিন নতুন ডারে চেয়েছি?
আর কিছু বলে নাই, নতুন একটা দেয় ও নাই, পুরান তিলোত্তমারে নিয়েই ঘরে ফিরছি।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৯
রুমী ইয়াসমীন বলেছেন: হা হা হা....
পড়ে হাসি পেল খুব
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: আমার ৩৭ টা শার্ট।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: আমার সাদা শার্ট তিনটা।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৭
আহমেদ জী এস বলেছেন: মস্টার মাইন্ড,
মাষ্টার পীস রম্য...............
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫০
নিভৃতা বলেছেন: হা হা হা। মজা পাইলাম খুব।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০২
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল লেখনী।