নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Curiosity killed the cat, and saved the rat.

You can't buy love on eBay.

হিবিজিবি

লক্ষ্য ও উদ্দেশ্য গন্তব্যহীন............সবই হিবিজিবি লাগে!!

হিবিজিবি › বিস্তারিত পোস্টঃ

বউকে কিভাবে ভালোবাসতে হয় তা তানভীর ভাইয়ের কাছ থেকে শিখ, বুঝলে!!

০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১০:০৩







ভালবাসতে বাসতে ফতুর করে দেব - এই লাইনটার অর্থ একেকজনের কাছে নিশ্চয়ই একেক রকম। আসলে সব কিছুই দৃষ্টিভঙ্গির ব্যাপার, একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম তাই নিজস্ব ব্যাখাও আলাদা। কিন্তু কিছু কিছু বিষয়ের ব্যাখ্যা আসলেই জটিল। একজন স্বামী কিভাবে নিজের স্ত্রীকে ভালবাসেন নিচের ঘটনাটি তার এক জটিল উদাহরণ। জটিল বলছি একারণে যে, আমি এর কোন ভালো ব্যাখ্যা দাঁড় করাতে পারিনি!!





ঘটনা





তানভীর সাহেব খুবই চমৎকার মানুষ, তিনি আচার আচরণে সবার কাছেই ভদ্র লোক হিসাবেই বিবেচিত। উনি উনার স্ত্রীকে প্রচন্ড রকম ভালবাসেন। একটা উদাহরণ দেই- ঈদের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে তানভীর সাহেব গেলেন ঈদের নামাজ পড়তে। যাবার আগে নিজের জন্য আর বউয়ের জন্য নাস্তা তৈরি করলেন, এরপর নাস্তা করে চলে গেলেন নামাজ পড়তে। স্ত্রী তখনো ঘুমে, ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে তাই সব কাজ সারলেন খুব সাবধানে। নামাজ শেষে গেলেন এক বাসায়, গেলেন বললে ভুল হবে, ঈদ গা থেকে অনেকটা জোর করেই সে লোক নিজের বাসায় নিয়ে গেলেন। তো বাসায় ফিরতে ফিরতে তখন সকাল ১১,৩০। এসে দেখেন বউ তখনও ঘুমাচ্ছে। আগে যে নাস্তা বানিয়ে রেখেছিলেন তা ঠান্ডা হয়ে গেছে, তাই আবার নতুন করে নাস্তা তৈরি করে বউকে ডাকতে গেলেন। কি, তুমি এখনও ঘুমাচ্ছ, উঠ তোমার জন্য রাস্তা রেডি করে এনেছি। স্ত্রী চমৎকার করে বললেন, তুমি খুব ভালো, আই লাভ ইউ সোনা। এরপর আবার পাশ ফিরে আবার ঘুমিয়ে গেলেন। তানভীর সাহেবের মনটা খুশিতে ভরে গেল। তিনি রান্না ঘরে গেলেন, ঈদের দিন কিছু রান্না তো করতে হবে, আবার বেলা ২ টা থেকে তার কাজ, ১,৫০ টার মাঝেই ঘর থেকে বেরোতে হবে। প্রবাস লাইফে এটাই একটা ঝামেলা, চাইলেও অনেক সময় উৎসবের দিন গুলোতেও ছুটি পাওয়া যায় না! কি আর করা, পোলাও রান্না বসালেন আর রাতে গরুর মাংস রান্না করে রেখেছিলেন, পায়েসও রান্না করে রেখেছিলেন কিন্তু সকালে তা আর খাওয়া হয়নি। উনার স্ত্রী ঘুমুচ্ছেন, স্ত্রীকে ছাড়া একা খাবেন, তাই আর খাওয়া হয়নি! এরই মধ্যে উনার স্ত্রীর ঘুম ভাঙল, ফ্রেস হয়ে এসে টেবিলে বসে তানভীর সাহেবকে খুব যত্ন করে পোলাও মাংস খাওয়ালেন আর নিজেও খেলেন। খাওয়ার পর তানভীর সাহেব আদুরে গলায় বললেন, ইউ আর সো সুইট বেবি!! দু’জনে একসাথে দুপুরের খাবার খাওয়ার তৃপ্তি নিয়ে তানভীর সাহেব চলে গেলেন কাজে।







--------এই হলো তানভীর সাহেব উনার স্ত্রীকে কতটা ভালোবাসেন তার একটা উদাহরণ(এ রকম অনেক উদাহরণ প্রায় দিনই তানভীর সাহেবের বউয়ের মুখ থেকে শুনা যায়!)। এখন উনার এই ভালোবাসাকে হয়তো অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করবেন! বউকে যে তিনি প্রচন্ড রকমের ভালবাসেন তার নিদর্শন স্বরূপ এগুলো তানভীর সাহেবের নিত্যদিনের উদাহণর-এটা জানার পর এর পিছনের যুক্তিসংগত কোন ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না! এই ঘটনা শুনে একজন বললো, উনারা (উনি) তো অসুস্থ জীবন যাপন করছেন! তবে এ থেকে অন্যের বউয়েরা যা শিখবে তা হলো - বউকে কিভাবে ভালোবাসতে হয় তা তানভীর ভাইয়ের কাছ থেকে শিখ, বুঝলে!!;);)







মন্তব্য ৫৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১০:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: প্রতিটি নারীর (শুধু আমার বউ বাদে) ভাগ্যে তানভীর সাহেবের মতো স্বামী জুটুক এই কামনা করি।

০৪ ঠা নভেম্বর, ২০১২ ভোর ৪:২০

হিবিজিবি বলেছেন: হুম, বিচার মানি কিন্তু তালগাছ আমার :D :D

তবে আমার কামনা হলো-প্রতিটি নারীর/পুরুষের ভাগ্যে যেন এমন স্বামী/স্ত্রী না জোটে :D :D

২| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১০:৩০

আমার প্রতিকৃতি বলেছেন: B:-) #:-S :-*

০৪ ঠা নভেম্বর, ২০১২ ভোর ৪:২২

হিবিজিবি বলেছেন: শুনে মনে হয় তব্দা খেয়ে গেলেন ;) !! আমিও ঘটনা শুনে তব্দা খেয়ে গিয়েছিলাম B:-) B:-) !!

৩| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১০:৪৪

তামীম বলছি বলেছেন: :?

অসুস্থ ভালবাসা বলব নাকি পাগলামো ভালবাসা বলব বুঝতে পারছি না ...

০৪ ঠা নভেম্বর, ২০১২ ভোর ৪:২৬

হিবিজিবি বলেছেন: পাগলামোটা যদি দু'জনের মাঝেই থাকতো তাহলে বুঝতাম যে একে অন্যের প্রতি ভালবাসা প্রদর্শনের জন্য পাগলামী করছে কিন্তু যদি এই পাগলামীটা এক তরফা হয় তখনই তো প্রশ্ন জাগে.........!!

অনেক ধন্যবাদ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১০:৫২

স্বপ্ন বাংলা বলেছেন: অন্যের নামে নিজের কাহিনী পোষ্ট করে দিলেন মনে হয়। দোয়া করি ভাবির সাথে আপনিও সুখে থাকুন। মাঝে মধ্যে এই অধমদের দাওয়াত দিয়ে একটু খাইয়ে দিতেও পারতেন। :-B :-B :-B :-B

০৪ ঠা নভেম্বর, ২০১২ ভোর ৪:৩২

হিবিজিবি বলেছেন: এমন যদি হতো তাহলে কি আর শুনতে হতো-বউকে কিভাবে ভালোবাসতে হয় তা তানভীর ভাইয়ের কাছ থেকে শিখ, বুঝলে!! :-B :-B :-B

যদিও তানভীর ভাইয়ের মতো এত গভীর ভালবাসা আমার মাঝে নেই তারপরও আমরা অনেক ভালো আছি, সুখেই আছি :D ! য়াপনার সাথে কখনও যদি দেখা হয় তবে দাওয়াত পাবেন।

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১১:১৩

ওবায়েদুল আকবর বলেছেন: আমি তো হলমার্কের তানভির মনে করে পোস্টে ঢুকছিলাম। :( :(

০৪ ঠা নভেম্বর, ২০১২ ভোর ৪:৩৩

হিবিজিবি বলেছেন: হতাশ হলেন মনে হয়!! যাক, তানভীর নামটা মনে হয় এখন কেউ প্যাটেন্ট করে নাই ;) ;)

৬| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১১:৪৫

রাতুল_শাহ বলেছেন: পড়িয়া গেলাম, বলার কিছু নাই।

০৪ ঠা নভেম্বর, ২০১২ ভোর ৪:৩৪

হিবিজিবি বলেছেন: ভালোবাসা থাকা ভালো তবে এতটা নয়!!!

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:৪০

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই বউ যদি ভালো হয় শুক্রবারের রান্না আমিই করুম ডিসিশান নিয়া রাখছি :!>

০৪ ঠা নভেম্বর, ২০১২ ভোর ৪:৩৭

হিবিজিবি বলেছেন: শুধু শুক্রবার কেন, সবসময় একে অন্যের কাজে সাহায্য করা যায় এতে ছোট হয়ে যাবার কিছু নেই। কিন্তু তানভীর সাহেবদের মতো ভালবাসা এত প্রবল না হলেও চলে, কি বলেন!!

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১২ ভোর ৫:৩১

দুঃখ বিলাসি বলেছেন: :|

০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৯

হিবিজিবি বলেছেন: B:-) B:-)

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১২ সকাল ৯:৩০

রাতুল_শাহ বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই বউ যদি ভালো হয় শুক্রবারের রান্না আমিই করুম ডিসিশান নিয়া রাখছি

চেয়ারম্যান সাব , মাঝে মাঝে শুনি পুরুষ মানুষ ভাল কাজ জানলে বউ নাকি একটু এই রকমই হয়।

আপনারে নিয়া তো চিন্তা হয়।

০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬

হিবিজিবি বলেছেন: মাঝে মাঝে হেল্প করার মানসিকতা থাকা খারাপ কিছু না! তবে এই হেল্প করার মানসিকতা যেন তানভীর সাহেবদের মতো এত প্রবল না হয় :D !

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:১০

হাসান আিরফ বলেছেন: এ তো তানভির সাহেবের নয়, আমার বন্ধু মামুনের ঘটনা!!
এটা আসলে ভালবাসা নয়, আমার মনে হয় সামাজিক সম্মান রক্ষার্থে বউয়ের ক্রিতদাস।
বন্ধুত্বের সুবাধে তার এরকম আনেক ঘটনা আমার জানা।
সরি মামুন ঘটনা ফাস হয়ে গেল।

০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫২

হিবিজিবি বলেছেন: স্বামী স্ত্রী একজন অন্যজনের কাজে সাহায্য করবে এটা ভালো। কিন্তু তানভীর সাহেব বা আপনার বন্ধু মামুনের মতো হলে পারস্পরিক সমঝতা গড়ে উঠে না, এতে করে এই প্র্যাক্টিসের ব্যতয় ঘটলে সম্পর্কের মারাত্মক ক্ষতি হতে পারে। এমন কাজ শুনে মনে হয় যত ভালবাসা সব স্বামী বেচারার, স্বামীকে ভালবাসা নিয়ে বউয়ের কোন দায় নেই!!!

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৫

নীলঞ্জন বলেছেন: চমৎকার পোস্ট। ফতুর হবার পথেই বুঝতে পারছি।

+++++++++

শুভ কামনা একরাশ।

০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:০০

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩০

সজিব ইসলাম বলেছেন: ছিন্তা করবেন্ না কেউ, সবাইকে কোন কোন সময় তানভির হতে হবে,।

০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৬

হিবিজিবি বলেছেন: এরকম একতরফা ভালবাসা না থাকাই ভালো।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬

অ্যানোনিমাস বলেছেন: আমি নিশ্চিৎ পূর্ব জনম বলে কিছু থেকে থাকলে তানভীর সাহেব তার আগের জনমে আদর্শ গৃহবধু ছিলেন ;)

০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:১১

হিবিজিবি বলেছেন: ;) ;) ;)
স্বামী স্ত্রীর মাঝে প্রচন্ড ভালবাসা থাকবে এবং এর প্রকাশ দু'দিক থেকেই হতে হবে!!

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তানভীর সাহেবের মতো স্বামীই হয় না। এ বাংলার ঘরে ঘরে এমন স্বামীর উত্থান ঘটুক, কায়মনোবাক্যে এ প্রার্থনা করি।

০৪ ঠা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

হিবিজিবি বলেছেন: ...আমিন!

ভালো থাকবেন।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১১:১৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ইশ !!!

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১১:৪০

হিবিজিবি বলেছেন: ইশ! ...... ভাগ্যে এমন জুটলে ভালই হতো, তাই না :D :D

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১১:৪৭

আজনবী বলেছেন: শুনেছি সানি লিওনি এবং তার স্বামীর নাকি সুখের সংসার।

বিচিত্র এই পৃথিবী!

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১১:৫৭

হিবিজিবি বলেছেন: বিচিত্র এই পৃথিবী......মানুষ গুলো আরো বেশি বিচিত্র!

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১১:৪৯

আহমাদ জাদীদ বলেছেন: =p~ =p~ =p~ =p~ B-) B-) B-)

০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২৫

হিবিজিবি বলেছেন: :-B :-B :-B

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৮| ০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৭

দূর্যোধন বলেছেন: তানভীর সাহেবের জন্য একরাশ সমবেদনা।
:|

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:৫৭

হিবিজিবি বলেছেন: কিন্তু তানভীর সাহেবরা এভাবেই আনন্দ পায়, তাই সমবেদনা অনর্থক মনে হয় :D :D

ধন্যবাদ। ভালো থাকবেন।

১৯| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫০

মনে নাই বলেছেন: আহারে মনে করলাম হলমার্কের তানভীরকে নিয়ে লিখেছেন, এখন দেখি আপনার শত্রু তানভীরকে নিয়ে লিখেছেন, বেচারা আপনাকে বিপদেই ফেলে দিয়েছে, আমার বউ যদি এই ব্লগ পড়ে তাহলে আমিও বিপদে পড়ে যাবো নিশ্চয়। ;)

তানভীর সাহেবের জন্য সমবেদনা থাকলো। অনেক স্বামীরা মাঝেমধ্যে রান্না-বান্না করে স্ত্রীকে চমকে দিতে বা খুশী করতে পছন্দ করে, এটা আমার ভালো লাগে। কিন্তু স্ত্রী যদি কেবল হাউজ ওয়াইফ হয়, এবং সুযোগ পেয়ে স্বামী বেচারাকে দিয়ে খাটিয়ে নেয় তবে সেটা অবশ্যই ভালো কোন উদাহরন হতে পারে না।

তানভীর সাহেব সম্পর্কে কিছু না জেনে ভুলবাল মন্তব্য দিলাম কিনা বুঝতেছিনা, তবে এক পক্ষের নির্মল ভালোবাসা আরেকপক্ষের উদাসীনতা, দুইয়ে মিলে কেমন যেন খটকা খটকা লাগে।

১৩ ই নভেম্বর, ২০১২ রাত ২:২৬

হিবিজিবি বলেছেন: খটকা লাগার মতোই ঘটনা কিন্তু কেউ যদি এভাবেই সুখে থাকে তাহলে তার জন্য অবশ্যই শুভকামনা!!!


অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৩২

যাযাবর৮১ বলেছেন:
বউকে কিভাবে ভালোবাসতে হয় তা তানভীর ভাইয়ের কাছ থেকে শিখ, বুঝলে!!
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ :-B :P :P :P

এমন বউ পাগলা ;) ছাগলা তানভীর B:-) হওয়ার দরকার নাইক্কা :-B


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৪

কেতকী বলেছেন: :-B

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

হিবিজিবি বলেছেন: :-B

২২| ২০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:২৮

যাযাবর৮১ বলেছেন:

নতুন পোস্টু নাই কেলা? /:) /:) /:)
রাগ করছি যে মেলা! X( X( X(


সতত শুভকামনা রইলো :)

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

হিবিজিবি বলেছেন: থিসিস নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তাই অন্য কিছু চিন্তা করতে পারছিনা। একটু ফ্রি হলে আবার লেখার ইচ্ছা আছে।


ভালো থাকবেন,নববর্ষের শুভেচ্ছা

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: একমত

আপনার খবর কি ? ২ মাস যাবৎ পোস্টের দেখা নেই।পড়াশোনার কি অবস্থা ? এখন কোথায় আছেন ?

ভালো থাকবেন,নববর্ষের শুভেচ্ছা :)

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

হিবিজিবি বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান। থিসিস নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তাই অন্য কিছু চিন্তা করতে পারছিনা। একটু ফ্রি হলে আবার লেখার ইচ্ছা আছে।

নববর্ষের শুভেচ্ছা।

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

অনীনদিতা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

হিবিজিবি বলেছেন: অনেক ধন্যবাদ।

নববর্ষের শুভেচ্ছা।

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

হিবিজিবি বলেছেন: হিবিজিবি বলেছেন: প্রবাস থেকেও একাত্ম এই আন্দোলনে। ব্যক্তিগত ব্যস্ততায় ব্লগে সময় দিতে পারছিনা!! আশা করি ব্যস্ততা কাটিয়ে আবার নিয়মিত হবো শীগ্রই!

ভালো থাকবেন।

২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

২৭| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

আরজু পনি বলেছেন:
:D B-)

২৮| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০০

রিফাত হোসেন বলেছেন: খুব ব্যস্ত মনে হয়, ব্লগে আর দেখলামই না আপনাকে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.