![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
সকল ধরনের মহৎ চিন্তাই নাকি টয়লেটে বসেই হয় । তাই আমি টয়লেটে আমার দামি মোবাইলখানা না নিয়া গেলে মহৎ চিন্তায় মশগুল হই ।
আজকেও ফরজ গোছলখানা করেই , টয়লেটের পটে বসে গেলাম আরাম করে । আর আমার চিন্তারা মহৎ হওয়া শুরু করলো ।
তারপর আমি ভাবলাম জলের গানের কথা । গানখানা আমাকে বড়ই আমোদ দেয় । চিল্লায়া অনেক গাইতাম কিছুদিন আগেও । এখন মিনমিন করে গাইতে হয় ।
যাই হোক , লাইনখানা হইলো " শূন্য ভীষণ শূন্য মনে হয় "
তারপর ভাবলাম , এর মধ্যে একটু আমার ভাবা ফিলোসফি গুলা লাগাই ।
ফিজিক্স আমি ভালোবাসি , এবং ম্যাথ ঘেন্না করি । এটা হল প্রেমিকের , আমি তোমাকে ভালোবাসি না এর মত
তারপর আমি আবিষ্কার করি । শূন্য বলে আসলে কিছু হয় না ফিসিক্স এ ( আবার মেনে নিলে গুলমাল শুরু হয় )
আপনি একটা গ্লাসে পানি না ঢালুন , বাতাস ও না রাখুন । তারপর গ্লাসটা ঢেকে দিন । যেন আলোটাও না থাকে । কিন্তু , সমস্যা হল । বিজ্ঞান তো জানি অদেখহা বস্তুতে বিলিভ করে না । আলো টা না থাকলে আপনি কিভাবে জানবেন ভিতরে সত্যি কিছু নাই
কিন্তু আপনাকে মানতেও হবে ভিতরে কিছু নেই বা আছে ।
এখন আসি মহান চিন্তা প্রসঙ্গে
আমার মনে হয় , এখানের এই অজানা বিষয়টাই সৃষ্টিকর্তার পরিচয় । তিনি আছেন । সেটা মানতে পারেন । আবার পারেন না । কিন্তু আপনি যদি মেনে নেন । তর্কটা থেমে যাবে । না মেনে নিলে গান গাইতে থাকুন । কোনদিনই শূন্য মনে হবে না ।
কোন এক গণিতবিদ বলেছিলেন , শূন্য হল সবচাইতে রহস্যময় সংখ্যা । যা ভেদ করা যাবে না ( কিন্তু আমি নিজেই তো বললাম শূন্য বলে কিছু হয়না
)
মাথা গরম । আর লিখতে পারমু না । প্যাচ লেগে গিট্টু হয়ে গেছে সব
©somewhere in net ltd.