![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ শতকে এসে নব্বই দশকের ভালোবাসা খুঁজছি
প্রিয়সী,
ভালোবাসা নিও। অবশেষে দুঃসাহস করেই ফেললাম।লিখতে বসে গেলাম চিঠি, এঁকেছি প্রত্যেকটা অনুভূতি; অন্তরের গভীর থেকে। আমি কোনো কবি নই, লেখক নই। আমার চিঠি তোমায় আনন্দ দিবে না হয়তো, নিতান্তই নিম্নমানের লেখা বলে কথা। হয়তো এই চিঠিটা তোমার ক্ষোভের কারণ হবে,এড়িয়ে যাবার চেষ্টা করবে।তবু বিশ্বাস তুমি পড়বে, জানবে কতটা ভালোবাসি তোমায়।
ইদানিং হতাশায় দিন কাটছে আমার, তোমায় না পাওয়ার আক্ষেপ ঘুমোতে দেয় না রাতে, সিগারেট মনের ভিতরে তোমার অস্তিত্ব ধ্বংস করার দুষ্টু পাঁয়তারা করে।মগজটা স্থির হয়ে পড়ে আছে সেই সোনালী দিনগুলোতে। আহ্ কত সুন্দর ছিল সেই দিনগুলো। তুমি কি অস্বীকার করতে পারবে?
হ্যা আমি দশ জনে সাধারণ একজন, এমন একজন যার কাছে তুমি মানেই তাঁর পুরো পৃথিবী। আমি জানি তুমি আমায় ভালবাসবে না, ভালো না বাসার অধিকার তোমার আছে। কিন্তু ঘৃণা করার অধিকার তো তোমার নেই, তোমার অবহেলা দিনদিন হতাশায় ডুবিয়ে দিচ্ছে আমায়। আঁধার ঘরে বসে আমি যে তোমার চোখের সাগরে ভাসছি, ডুবছি আরো অতলে। তুমি কি ডুবুরি হবে না?
তুমিও নাকি কাউকে ভালোবাসো, সেটা জানার পর থেকে বড্ড হিংসে হচ্ছে।যদিও জানি ঐ ছেলের যোগ্যতার ধারের কাছেও আমি নেই। তবু ভালোবাসি যে, হিংসে না করে কী করে থাকতে পারি বলো। তুমি কি আমায় হিংসুটে ভাবলে?
জানো প্রথম যেদিন তোমায় দেখেছিলাম, সেদিন থেকে চোখ ফেরাতে পারি না। কেমন জানি লাগে, দিন দিন অতিরিক্ত ছ্যাচড়া হয়ে যাইতেছি। যতটুকু জানি তুমি তো ছ্যাচড়া ছেলে পছন্দ করো না, তাই কী এত অবহেলা?
আমার এই নিস্ফল মনের ভিতরে কত চিত্র তোমায় নিয়ে আঁকা, তুমি তো দেখোনি।দেখলে নিশ্চয়ই প্রেমে পড়তে। আচ্ছা এই চিত্রশিল্পী কী কখনো তোমার হাসি মুখের কারণ হবে না? আহা কি মায়াবী হাসি তোমার, চোখগুলো যেনো মণিমুক্তা যেন হীরক রাজার দেশ থেকে চুরি করে আনা, রুপের কথা কী বলবো সাক্ষাৎ দেবী। শ্যাম বর্ণের দেবীর চোখের ভিতরে হারিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু হারিয়ে যাওয়া নিষেধ। হারিয়ে যাওয়া পাপ।
কলিযুগে দাঁড়িয়ে এই দেবীর ছোঁয়া পাওয়াও যে ভাগ্যের ব্যাপার সেটাও আমি জানি। কিন্তু মন বড় অবাধ্য, নাছোড়বান্দা; আমার কথাও সে শুনে না। অবশ্য সেটা আমার নিজেরই দোষ। খুব ভালোবাসি তোমায়, এই ভালোবাসা কখনো পরিমাপ করতে যেও না; তাহলে তুমিও যে হতাশায় ডুবে যাবে।
এতটুকু পড়ে থাকলে আমি নিশ্চিত, তোমার মাথায় আগুন ধরে গেছে। তুমি হয়তো হন্যে হয়ে আমাকে খুঁজবে, না চেনার হতাশা হয়তো তোমাকে কষ্ট দেবে। মনে মনে এখন হয়তো বলছো,' কার এতো দুঃসাহস'। সামনে পেলে বোধহয় আমায় আস্ত রাখবে না।তাই এখন দেখা নাই দিলাম।
দেখা হবে কোনো একদিন হাতিরঝিলে,চিনে যাবে আমায়, মুগ্ধ হবার বদলে হয়তো সেদিন তুমি কষে একটা চড়ও মারবে।তবুও তোমার ছোঁয়া যে পাওয়া যাবে। শিঘ্রই দেখা হবে, পরিচয় হবে।ভালো থেকো।আর হ্যা একদম চিন্তা করবা না।এমনিতে আমিও ভালো আছি, একাকিত্ব উপভোগ করছি খুব।
তোমার প্রেমে,
হিমু আজাদ
২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১০
মোস্তফা সোহেল বলেছেন: Click This Link
সময় থাকলে এই লেখাটি পড়ার অনুরোধ রইল।
৩| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১০
মোস্তফা সোহেল বলেছেন: Click This Link
৪| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১১
মোস্তফা সোহেল বলেছেন: তিন নং লিংকটা ক্লিক করুন।
২৪ শে মার্চ, ২০২৩ রাত ৯:০৬
হিমু আজাদ বলেছেন: হুম অবশ্যই :-)
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০০
মোস্তফা সোহেল বলেছেন: চিঠি পড়তে ভালই লাগে।আগে অনেক চিঠি লিখতাম এখন আর লেখা হয়না।