![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লীগ-বামের মোমবাতি মার্কা পার্টি কর্মীদের 'স্কয়ার' নয় ; চাই সত্যিকারের 'সম্মলিত ছাত্র জনতার স্কয়ার' যেখানে মানুষ সমবেত হবে ৭১এর ১৯৫ চিন্হিত পাকিস্তানি যুদ্ধপরাধী ও তাদের দোসরদের বিচারের জন্য, দেশে প্রতিনিয়ত মানবতা ভুলুন্ঠিতকারীদের বিচারের জন্য, দক্ষিনাঞ্চলের প্রানের দাবি পদ্মাসেতুর দুর্নিতীকারী ও এর মদদদাতার বিরুদ্ধে, সাগর-রুনি হত্যাকারী ও এর মদদদাতাদের বিরুদ্ধে, পিলখানায় বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী চৌকস অফিসারদের কয়েকঘন্টার ব্যবধানে হত্যা ও এর চক্রান্তকারীদের বিচারের জন্য, আমাদের সীমান্তে নিরীহ বাংলাদেশীদের পেড়েক দিয়ে বেঁধে আর কাঁটা তারের উপর ঝুলানোর মত বর্বরভাবে হত্যার প্রতিবাদ জানানোর জন্যবিচার বহির্ভূত হত্যা (ক্রস ফায়ার)ও গুম বন্ধ করার দাবিতে, শেয়ার বাজার থেকে লক্ষকোটি টাকা পাচার কারীদের বিচারের জন্য, ব্যাঙ্কগুলো থেকে আমানত্দারীদের শত শত কোটি টাকা অপসারণ কারীদের বিচারের জন্য, এমএলএস ব্যবসা থেকে জনগনের শত কোটি টাকা চুরির বিচারের জন্য, কুইক-রেন্টালের নাম বিদ্যুৎখাতের হাজার কোটি টাকা অপচয়কারীদের বিরুদ্ধে, , শ্রমের নায্য মজুরির জন্য, কৃষকদের উত্পাদিত কৃষিপন্যের নায্যমূল্যর জন্য, নদী ভাঙ্গন রোধের স্থায়ী বন্দোবস্তের জন্য, সীমান্তের ওপার থেকে প্রবাহিত নদীগুলোর নায্য পানি বন্টনের দাবিতে, অতিমুনফালোভি শিল্পকলকারখানর মালিকদের বিচারের জন্য যাদের হাতে পুড়ে লাভের কাবাব হচ্ছে নিরীহ কর্মিগুলো, ভবিষ্যত সচেতন তরুণ নেতৃত্বের ধংসের জন্য যুব সমাজের হাতে মাদকের সর্বগ্রাসী সহজলোভ্ভতা বন্ধ করার জন্য, ধর্ষণের মহামারী ও সম্ভ্রমহানী থেকে দেশকে রক্ষা কররার জন্য, ছাত্রনামধারী দুর্বিত্তদের হাত থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রক্ষা করার দাবিতে, শুধু ক্ষতিপূরণ নয়- রামুতে যারা বৌদ্ধমন্দির ধংস করলো তাদের বিচারের জন্য, গতকাল যে অতি উত্সাহী পুলিশকে দেখলাম জুতাপায়ে একজন নামাজিকে জামাতে নামাজ পরা অবস্থায় ধরতে তার বিচার করতে, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার অপচেষ্টারত সাংবাদিকতাকে নিরুত্সাহিত করার দাবিতে, নিরাপদ সড়কের দাবিতে, জনগনের সেবকদের (পুলিশ, ডাক্তার, সরকারী আমলা ..) সত্যিকারের জনসেবার দাবিতে, আর সর্বপরি সবার জন্য শিক্ষা, খাদ্য, চিকিত্সা, বস্ত্র, বিদ্যু, নিরাপত্তা ইত্যাদি জনগুরুত্বপূর্ণ দাবিগুলোর জন্য যদি রাজপথ উত্তাল হয় আমি অবশ্যই ছুটে আসব সুদূর উত্তর গোলার্ধ থেকে জনতার কাতারে সামিল হতে ...সামাজিক বা রাজনৈতিক বিভেদের উম্মাদনা নয়; আমি চাই আমার ও আমার বংশধরদের একটি নিরাপদ ও গর্বিত বাংলাদেশ ..
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
নিষ্কর্মা বলেছেন:
আরো আছে ... হাজার হাজার খাম্বার খুঁটির বিচার চাই, সিএনজি'র নামে পাচ লাখ টাকা নেওয়ার বিচার চাই, টেলিটকের দূর্নীতির বিচার চাই, লঞ্চ আর ডাইয়িং ফ্যাক্টরির অনিয়মের ভিচার চাই, এতিমখানার নামে টাকা সরানোর বিচার চাই, ঢাকা-সিলেট রাস্তার দূর্নীতির বিচার চাই, সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যার বিচার চাই ...
পারবেন দিতে এই জবাব? পারবেন না। যেহেতু পারবেন না, তার জন্যই আজকে শাহবাগে যাবেন। জন্মতে যে ভুল করেছিল আমাদের পিতা-পিতৃব্যরা, সেই ভুল আজকে সারাতে হবে আমাদের। এরপরে সব কিছুর বিচারই হবে। শুরুটা থেকে শুরু না করলে আবার সব আগের মতই হয়ে যাবে যে!
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০
আমি ব্লগার হইছি! বলেছেন: কিবরিয়া , আহসানউল্লাহ মাষ্টার হত্যার , ২১শে আগষ্ট গ্রেনেড হামলার, আর গোলাম আযম, নিজামি, কাদের, কামরুজ্জামান, সাইদি, মুজাহিদ দের যুদ্ধঅপরাদের বিচার কি চাওয়া যাবে আপনার ঐ যায়গায়?
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
htusar বলেছেন: নিষ্কর্মা বলেছেন:
আরো আছে ... হাজার হাজার খাম্বার খুঁটির বিচার চাই, সিএনজি'র নামে পাচ লাখ টাকা নেওয়ার বিচার চাই, টেলিটকের দূর্নীতির বিচার চাই, লঞ্চ আর ডাইয়িং ফ্যাক্টরির অনিয়মের ভিচার চাই, এতিমখানার নামে টাকা সরানোর বিচার চাই, ঢাকা-সিলেট রাস্তার দূর্নীতির বিচার চাই, সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যার বিচার চাই ...
পারবেন দিতে এই জবাব? পারবেন না। যেহেতু পারবেন না, তার জন্যই আজকে শাহবাগে যাবেন। জন্মতে যে ভুল করেছিল আমাদের পিতা-পিতৃব্যরা, সেই ভুল আজকে সারাতে হবে আমাদের। এরপরে সব কিছুর বিচারই হবে। শুরুটা থেকে শুরু না করলে আবার সব আগের মতই হয়ে যাবে যে!
সহমত। এরকম হাজারো বিষয় আছে। খামোখা মানুষকে ভুল বুঝাইতে যাবেন না।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০
প্লাবণ ইমদাদ বলেছেন: আমিও তাই চাই..