নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকবাল রাসেল

ইকবাল রাসেল › বিস্তারিত পোস্টঃ

উন্নয়ন

০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:২১

উন্নয়ন যে হচ্ছে দেশে সে অস্বীকার করাটা বোকামী ছাড়া আর কিছু না।আমাদের জীবনধারা উন্নত হচ্ছে। কিন্তু মানবতা মানুষের পদতলেপড়ে মারা যাচ্ছে।জীবনধারা বলতে মৌলিক চাহিদামাত্র'ই বুঝে নেবেন। তর্ক থাকবেই।স্বভাব এটা আমাদের। আমরা সহজেই কিছু মানতে নারাজ। আমি আপনাকে মানতে বলছি না। তাই তর্কের ব্যাপারটা ভূলে যাবার অনুরোধ রইল।
আমি আমাকে দিয়ে দেখাই।একযুগ আগে গেলে আমি সারে তিনশ টাকার একটা ঘড়ি কিনতে শাহস করিনি।যাও মাঝে মাঝে পেতাম বিদেশি আত্নীয়দের কল্যানে সব বন্ধুদের হাত ঘুরত। ২টাকা একটা গোল্ড লিফ সিগারেটের দাম ছিল।ঐটাও তিনচারজনের হাত ঘুরত।আজ কিন্তু চিত্রটা নেই।আত্মসম্মানবোধ বেড়েছে জাতির।এখন ঘড়ির বদলে আছে মোবাইল।সেটা কিন্তু হাত ঘুরে না।এক সিগারেট আর বহুহাত ঘুরে না।উন্নয়নের চিত্র হিসেবে কি এটা উদাহরন না??আমরা সুন্দর একটা শার্ট কিনলে একবার হলেও ক্লোজ বন্ধুরা ওটা পড়ে দেখতাম। তাও আজ আত্মসম্মান হ্যাম্পার করে।আমরা কি তবপ আত্মসম্মানহীন ছিলাম?? এরকম না কিন্ত।এটার নামই উন্নতির ধারা।
মানবতা জিনিসটা সম্পর্কবদ্ধ মানুষের সাথে।আত্মার সাথে। কিন্তু মানবতার সংজ্ঞা এতোই বেশি দিচ্ছে জ্ঞানপাপীরা যে জাতি হতাশ হয়ে ঐ শব্দ চর্চা করা ছেড়ে দিয়েছে।রাজনীতিবিদ রাজনীতিজ্ঞ ব্যাক্তিরা এটার এতোই অপচর্চা করেছে যে আজ রাজনীতি নাম দিলেই নিজ থেকেই একটা ঘৃণা চলে আসে।এ জিনিসগুলো হচ্ছে অপচর্চার ফসল।আমার নামের পেছনে কোন দলের নাম যেমন নেই তেমন কোন নেতার প্রশংসামুখর বক্তব্য দেবার অধিকার নেই।মজিব কি প্রশংসনীয় ভূমিকা রাখেনি আমার ইতিহাসে?? তার নামটা বা জিয়ার নামটা নিলে গালির অভাব হবে না।কজন তো চদ্দগুষ্ঠির লাজসরমের মাথা খেয়ে নেটে বসে থাকে গালি দিতে।ওদের জন্মপরিচয় সন্দেহজনক। এগুলো ইতিহাস বিকৃতির ফল।সামাজিক অবক্ষয় তারই অংশ। সমাজপতি যদি হয় মূর্খ তবে সমাজ কি রুপে দেখবেন?? প্রশ্নটা নিজেকেই। করেন নিজে।ঐ সমাজপতি সরকারও বানায় না দলও না। অথচ মূর্খের মত সরকারের ব্যার্থতা বলেই চালাচ্ছি আমরা।গাজাখুরি গল্পকারের প্রসংগ লাগে না। যা বলে তাই প্রসংগ।আমাদের জাতি কি তদ্রূপ??নেতা বানাই দুর্নীতিবাজ সমাজ চাই দুর্নীতিমুক্ত। মাথা ঠিক আছে তো???
হাজারটা প্রশ্নের ভীড় ঠেলে এগিয়ে যাচ্ছি। কারন হিসেবে এগুলো ক্লু হিসেবেই আমি নেব।কারন জাতি আর মানবতা, রাজনীতি, ধর্ম,কর্ম কিছুই মনে রাখে না।এসব অর্থবহ কোন শব্দ না। তাদের চিন্তা বড় হতে হবে। উন্নতি করতে হবে।তা হচ্ছেও। মানবতা মারা গেলে যাক,দেশ জাতি পুড়ে যাক,সম্মানী সব বেটা সম্মান হারাক, আমার পকেট ভর্তি টাকা থাক।
টাকাই উন্নতি, টাকা মূলনীতি। কদিন পরে বাপ হবে সমস্যা নাই।প্রজন্মকে বলব একটি কথা। ছোট সমস্যা শোধরাও। কোন বাটপার, সন্ত্রাশ, দুর্নীতিবাজ কে নেতা বানাবে না।ওরা কিন্তু তোমার রক্ত চুষবে পরে।তৃনমূল থেকে প্রজন্ম নতুন করে গড়।সৎ ব্যাক্তিদের তুলে ধর।অসৎদের বয়কট কর।দুর্নীতিবাজ নেতা বা রাঘবদের কিছু করতে পারবে না। তার সহযোগী একদম নিচের জন থেকে শায়েস্তা শুরু কর। বড় মিয়া দেখেই শায়েস্তা হবে।ছোট সমস্যা সাথে সাথে সমাধান করার উদ্যোগ নাও। এগুলোই একদিন জাতীয় সমস্যার রুপ নেয়।একতা গড়ে তুল।রোজ ১ ঘন্টা দাও দেশের না নিজের এলাকার লোক সমবেত হও নির্দিষ্ট সময়ে মাত্র ১ ঘন্টা নিজের এলাকার আলোচনা কর।সমস্যা চিহ্নিত কর। সমাধানের উদ্যোগ নাও। ৫ বছরেই হবে সোনার দেশ।আশা জাগাও,দেখাও বিশ্বকে আমরা পারি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.