| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনটা কেমন কাটলও বলতে পারবোনা। তবে রাতের ভাগটা অসাধারণ। আমার রুমে উত্তরের জানালা থাকায় শীতের হিমেল হাওয়া সারা শরীর দিয়ে শুষে নিই। আর এই ঠাণ্ডার সাথে যদি চাঁদের আলো যোগ হয় তাহলে আমার জন্য মণিকাঞ্চন যোগ হল বলা চলে। ঘরের বাতি নিভানো ছিল। জানালার কবাট খুলে দুধের সাথে হাল্কা করে কাল রঙ মিশিয়ে সাজানো প্রকৃতি মুগ্ধ চোখে দেখতে থাকলাম। ঠাণ্ডা বাতাস কাঁপন ধরিয়ে সুখ সুখ ভাব জাগালো শরীরে। প্রকৃতির সবচেয়ে মুগ্ধকর দৃশ্যগুলো আমাকে অস্থির করে তুলছে। ইচ্ছা হচ্ছে এখন একটা চাদর জড়িয়ে রাস্তায় নেমে পড়ি। হাঁটতে হাঁটতে যাওয়া হবে অসীমে। আমাকে কি যেন হাতছানি দিয়ে ডাকে মনে হয় এই সময়। নিজেকে সামলাতে পারিনা, মাঝে মাঝে অদ্ভুত সুন্দর পরিবেশ আমাকে বিচিত্র অবস্থায় ফেলে দেয়। অনেক সময় কি মনে করে কেঁদে ফেলি। কত যে সুখ তখন, বোঝানো যাবেনা। "শরীর ভাঙ্গা কান্না" কথাটা তখন খাটে। ঠাণ্ডা বাতাস বুকে টেনে নিলে আরও টানতে ইচ্ছা করে। নিজেকে একা দেখি এই অপার্থিব সৌন্দর্যের মাঝে। যখন আমি চোখ বন্ধ করে ভাবতে থাকি আমি চোখ খুললেই চারিদিকে দেখব সবুজ বিস্তীর্ণ মাঠে দাঁড়িয়ে আমি,মাঠের চারেপাশে ঘন কালো জঙ্গল, সেই মুহূর্তে আর কোন অনুভুতি কাজ করেনা। আমি তাকিয়ে রই শুধু, অনুভব করি চাঁদের আলো আর হিমেল বাতাসের মিতালি। আলোয় উদ্ভাসিত আমার চারপাশ। এরপর আর কিছু জানিনা। আমি নিজে স্থির দাঁড়িয়ে থাকি, যেন নিষ্প্রাণ মূর্তি।
©somewhere in net ltd.