নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনও ঘুম

হন্টক২৮

পড়তে খুবই ভালবাসি :)

হন্টক২৮ › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫

আঁধারে মৃদু কম্পন, হিমেল বাতাস বয়ে যায় চুপচাপ, নিস্তব্ধ আকাশ আর নিচে জমাট কালোর মাঝে অসম ভূতল। অনিমেষ অসীমের পানে চেয়ে থেকে অন্তহীনতায় সীমা খুঁজে বেড়ায় কোন এক সময়। ধরা যায় না। হাত বাড়িয়ে এক মুঠো আঁধার ধরে রাখি, শেষে আঁধারেই হাত হাড়িয়ে ফেলি। চোরের মত এক পায়ে দুই পায়ে হেটে চলা, হঠাৎ বন্ধ হয় হাঁটা, বসে পরি, দেখি পায়ের কাছে আছড়ে পড়েছে উন্মত্ত ঢেউ কিন্তু শব্দ নেই, যেন অনুভূতির প্রকাশ থাকেনা। বাতাসের বেগ বৃদ্ধি পায় সময়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে বাতাসও হালকা করে দিতে পারে অনেক কিছু। হাত ছাড়িয়ে নিজেকে ছেড়ে দিই তবে কোন সমাধান নেই, এক মেঝে একবার ধুলে সব ময়লা যায় না। কালিমা যেন কোথাও কোথাও লেগে থাকে। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে যখন পেঁচার কর্কশ ডাক কানে আসে, তখন বুক কাঁপে, কেন কাঁপে, ভয়ে নাকি অন্যকিছুর আভাস দেয়। আজ না কাল কখন ধরা পরবো। অজানা আশঙ্কায় অনিশ্চয়তায়। পাপে পাপে পাপ বেড়ে পাপিত হয়ে ভাবলেশহীনতা স্রষ্টাকে কতক্ষণ চুপ করিয়ে রাখে। সব কিছুর শেষ আছে, যেমন আছে শুরু, মাঝে আছে বহতা। মাঝেরটা এড়ানো যায় নাকি, তার দায়িত্ব বর্তাবেই। কোথাও ফুল ফুটবে কোথাও ঝরবে যেন কোথাও হাসবে তুমি কোথাও অশ্রুজলে ভাসবে। একই মনে পাপে পুণ্যে সহবাস এড়ানো যায় না। দিনগুলো এভাবেই যাবে অর্থহীন, কাল অর্থ তৈরিতে আর একদিন নিজেই অর্থ হয়ে গেল। এরপর চাক্রিক প্রক্রিয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.