নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনটা \'মূখ\' আর কোনটা \'মূখো্শ\', বোঝা বড় দা্য়।কোনটা \'মূখ\' আর কোনটা \'মূখো্শ\', বোঝা বড় দা্য়।

কোনটা 'মূখ' আর কোনটা 'মূখো্শ', বোঝা বড় দা্য়।

হোসেন আরিফ

১৬ কোটি মানুষের মাঝে যে কয়েকজক অতি সাধারণ আমি তাদের-ই একজন।

হোসেন আরিফ › বিস্তারিত পোস্টঃ

অভাব শুধু দেশপ্রেমিক বুদ্ধিজীবী, চিন্তাবিদ, লেখক, কলামিস্ট আর নাগরিক-এর:

২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

শ্রদ্ধেয় Muhammed Zafar Iqbal স্যার, আপনার লিখালিখি বরাবরই অনেকের ই পছন্দ, আমি ও তার ব্যাতিক্রম নই। আপনাকে নাগরিক সমাজ এর মুখপাত্র মনে করে, আমি ও তার ব্যাতিক্রম নই। আপনার শিক্ষানীতি নিয়ে "শৈশবের আনন্দটুকু ফিরিয়ে দিন",সময় উপযোগী "প্রশ্নপত্র ফাঁস" নিয়ে কলাম এবং শহীদ মিনারের সামনে অনশন,সমন্বিত ভর্তি পরিক্ষার চালু করার প্রচেষ্ঠা, কৌটা বিরোধী অবস্থান কিংবা তরুণদের উদ্দেশ্য "তোমরা যারা শিবির কর" কলাম বাকি অনেকের মত আমাকেও আশস্ত(!) করে যে দেশকে নিয়ে ভাবার এখনও মানুষ আছে।
গত বৃহস্পতিবার(20,Nov) শাবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষে একজন নিহত এবং অনেকে আহত হয়। স্যার, জানি এরা আসমানের ফেরেশতা নন, এরা এদেশের ই জীর্ণ সমাজের প্রতিচ্ছবি।বাংলাদেশে থেকে এতে এত বেশি উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই।
কিন্তু আমাদের আশাহত করে যখন এই ধরনের ঘটনা আপনার ক্যাম্পাস-ই হয় আর ঘটনার তিন দিন পরেও আপনার "তোমরা যারা অমুক কর" শিরোনামে কলাম না দেখি।
স্যার "দলকানা" বুদ্ধিজীবী, চিন্তাবিদ, লেখক, কলামিস্ট এদেশে প্রচুর । অভাব শুধু দেশপ্রেমিক বুদ্ধিজীবী, চিন্তাবিদ, লেখক, কলামিস্ট আর নাগরিক-এর।
আমাদের নিরাশ করবেন না।
--আরিফ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

খেলাঘর বলেছেন:

জাফর ইকবাল দেশ প্রেমিক নন, বুদ্ধিজীবি নন, তিনি মোটামুটি ভালো শিক্ষক। বিদেশে থাকায় ভালো আচরণ করে, এটুকু।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

হোসেন আরিফ বলেছেন: @খেলাঘর, ভাল শিক্ষক তার ছাত্রদের দায় এড়াতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.