![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা কখনো হীনমন্যতায় ভুগবেনা ও দুঃখিতও হবেনা বরং তোমরাই হবে বিজয়ী যদি তোমরা ইমানদার হও। ( সুরা আল ইমরান, আয়াত ১৩৯)
-তুমি কে?
আমি কেউনা, I am no body।
-নো বডি এখানে কি করো।
তোমাকে দেখি।
-তোমার মুখ দেখাও।
আমার মুখ নেই।
-তোমার মুখ কোথায় গেলো?
খেয়ে ফেলেছে।
-কে
সে
-সে কে?
মানুষ
-কোন মানুষ
উন মানুষ
-উন মানুষ টা কে?
আমি জানিনা।
-তুমি কি জানো?
আমি কিছুই জানিনা।
-তুমি কোথায় থাকো?
তোমার ভেতরে।
-আমার ভেতরে তুমি কি করো?
তোমাকে দেখি।
-এই দায়িত্ব তোমাকে কে দিয়ে ছে?
জানিনা।
-তুমি ভালো না মন্দ।
তুমি আমাকে ভালো বা খারাপ বানাও।
-আমি কিছুই বানাতে পারিনা।
পারো।
-তুমি কি চাও?
তোমাকে চাই।
-আমি বিক্রি হয়ে গেছি।
বিক্রির টাকা ফিরিয়ে দেও।
-ফেরানো যাবেনা।
তোমাকে ফিরে যেতে হবে।
-কোথায়
আলোতে।
-আলো কোথায়?
সামনে। যেখান থেকে তুমি সুরু করেছিলে। যখন আমার একটা চেহারা ছিলো। যখন আমি তোমাকে নিশ্পাপ চোখে দেখেছিলাম। সেই অপলক চেয়ে থাকা চোখে তুমি প্রথম পৃথিবী দেখেছিলে। অবাক হয়ে ভাবছিলে এতো অন্ধকারের পর এতো আলো কেনো চারপাসে।
তুমি তখন শিশু।
-তুমি জানোনা, জীবনের রিপিটেশন হয়না। জীবন মানে বয়ে চলা। একবার এগিয়ে গেলে আর ফেরা হয় না।
ফেরা যায়, ওরা ফিরেছে।
-কারা?
যারা জীবন কে ভালো বেসেছে। যারা চেনা দুঃখে হারিয়ে যায়নি। চেনা সুখে ফিরে এসেছে।
-চেনা সুখ কি?
তুমি তোমার প্রথম লালা জামাটা পাবার অনুভুতি ভুলেগেছো? অথবা তোমার মায়ের কাছ থেকে পাওয়া প্রথম ভালো বাসার চুমু। বা খুব সকালে ঘুম থেকে উঠে তোমার কি একবারো মনে হয়নি কি সুন্দর সকাল।
-মনে হয়েছে তো!
ও গুলোকেই সুখ বলে।
-আমার ওতে হয় না, আমার এক্সট্রিম চাই। আমি আবাগের সুরুতে থেমে থাকতে চাইনা। আমি সব পেতে চাই, সুখের এমন বোধে পৌছতে চাই যার উপরে আর ওঠা যায়না। আমি চাই সুখের সেই যায়গায় পৌছতে যার পরে আর কিছু নেই।
তুমি জানোনা- "কোনো কিছুর সিমানা পার করে ফেলার পর "শুন্য" থাকে"। আর শুন্যে পা দিলে আর ফেরা যায়না, ধপাস করে সব উধাও হয়ে যায়। নেই কিচ্ছু নেই কেবল ফাকা ভ্যাকুয়াম।
-আমি সেই শুন্যে পৌছাতে চাই, আমি যৌনতাকে পেতে চাই চরম জায়গা থেকে।
তুমি রক্তাত হবে।
-রক্ত তো বয়ে চলার জন্যই।
তুমি শুন্যে যাবে, মরে যাবে।
আমি দেখতে চাই মরনের ওপারে কি আছে? শুন্যতার সুখ চাই আমার।
শেষ কোথাঃ
ব্লেডটা হাতের রগটার উপর রাখে জিয়ানা। অস্পস্ট হলুদ আলোর ওপারে, ঘোমটার আড়ালে দাড়িয়ে থাকা ছায়া মুর্তিটা স্পষ্ট হয়। সেই ভৌতিক আলোয় জেয়ানা মুর্তিটার মুখের দিকে তাকয়, অবিকল জেয়ানা দাড়িয়ে আছে, ঝক ঝকে চোখের তরুনী। জোয়ানার আরকিছু মনে নেই। মোনে থাকারও কোথা না। জোয়ানাকে শুিয়ে দেয়া হোয়েছে কবরে, কালো নিকাষ অন্ধকারে দুরথেকে কেউ এখজোন পরশ্ন করে তুমি কে? তুমি কি নিয়ে এসেছো। জোয়ানা চুপ করে থাকে তার এ উত্তর জানা নেই।
কিছু টাইপো থেকে গেছে সে জন্য দুঃখ প্রকাশ করলাম।
উৎসর্গঃ জান্নাতুল নািইম।
ছবিঃ গুগল
আমার ব্লগের লিংকঃ
view this link
ফেইস বুকে আমার পেইজ দেখতে চাইলে নিচের লিংকে যানঃ
view this link
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩০
মেংগো পিপোল বলেছেন: হা হা - আমি পাঠক চাই আপনাকে কে বলল??
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪
ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতার চেয়ে ছবিতা অনেক সুন্দর
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩
মেংগো পিপোল বলেছেন: হুম, আপনার তো "রুপ দেইখা তোর হইয়াছি পাগল অবস্থা।"
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৯
এডওয়ার্ড মায়া বলেছেন: অনেক দিন বাদে ফিরে আসলেন গো
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫
মেংগো পিপোল বলেছেন: আমিতো জাইনাই ভাই কোথাও, আপনাদের মাঝে সব সময় আছি। প্রমান - আপনি আমাকে মনে রেখেছেন।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " হা হা - আমি পাঠক চাই আপনাকে কে বলল?? "
- মনে হয়, আপনার প্রচেস্টাই সেই কথা বলছে
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৮
মেংগো পিপোল বলেছেন:
ভাই আমার নতুন করে চাওয়া পাওয়ার কিচু নাই, আমার ব্লগ টা একটু দেখে যাবেনঃ
view this link
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
ভালো, দেখা যাচ্ছে যে, আপনার অনেক পাঠক ছিলো বরাবরই
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৭
মেংগো পিপোল বলেছেন: হুম গাজী ভাই ভালো থাাকবেন।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
হাফিজ হুসাইন বলেছেন: কি জটিল । ২ লাইন পড়ার পরে আর পড়তে মন চায় না। তবে আপনার টেকনিক খুবই ভালো। লেখা পড়তে মন না চাইলেও (মিসেস) বাংলাদেশীর ছবি দেখে সবাই পোষ্টে ঢুঁ মারবে
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
মেংগো পিপোল বলেছেন: ভালতো ভালো না, চালের দামে পোলাউ পাইলেন।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
সোহানী বলেছেন: ভালো লাগলো............. আর সত্যিই তো মেয়েটি খুব সুন্দর। এবার মিস ইউনিভার্স হলে হতে ও পারে.............
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ সোহানী আপু, এই মেয়ে কি জান্নাত কি না আমি জানি না। তবে জান্নাত সম্ভবত বাতিল হইছে। তার বদলে আর একজন যাবে। চিন্তার কিছু নাই তার নামের সাথে ও ইসলাম আছে,
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
এই স্টাইলে লিখে পাঠক পাওয়া সহজ হবে না।