![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাছরাঙা চ্যানেলের স্ক্রলবারে দেখা যাচ্ছে কনফেডারেশন কাপ এর সেমি ফাইনাল ম্যাচ ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচটি সম্প্রচার হবে ২৬শে জুন রাত ১ ঘটিকায়। সেই হিসেবে রাত ২৫ জুন রাত ১২ টা পার হবার পরে ২৬শে জুন শুরু হয়ে গেছে। এবং ২৫ জুন রাত ১২ টা পার হবার পরের ঘন্টাটাই হলো ২৬শে জুন ১ টা। আবার ২৬শে জুন রাত ১২ টা পার হবার পরের ঘন্টাটি হলো ২৭শে জুন রাত ১টা। অথচ চ্যানেলটিতে এখন খেলা নয়, গান বাজনা টাইপ কিছু প্রোগ্রাম দেখানো হচ্ছে। নেট ঘাটাঘাটি করে দেখলাম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ২৭ শে জুন রাত ১টায়। সুতরাং ম্যাচটি সম্প্রচার হবে ২৬শে জুন রাত ১ ঘটিকায় বলে দর্শক বিভ্রান্ত করার মানে কি ?
২| ২৬ শে জুন, ২০১৩ সকাল ৯:৩০
পাইলট ভয়েচ বলেছেন: এক দিন একটু বেশি দর্শক পেল
৩| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৩
দি সুফি বলেছেন: চ্যানেল এত বাইড়া গেছে যে, সব যায়গায় বুদ্ধিমান লোক দিয়া কুলাইতে পারে নাই
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ রাত ২:০৯
অলস_ছেলে বলেছেন: আমিও তাই দেখলাম, তারা মনে হয় ক্লাস ওয়ান এর বাচ্চাদের মত সূর্য উঠলেই তারিখ পরিবর্তন হয় ভেবেছে, নতুন চ্যানেল তো তাই