![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিভাবে ব্লগ থেকে টাকা আয় করবেন এর এই পার্ট এ আমরা practical ব্লগিং শুরু করব। আগের তিনটা পর্ব ছিল planning. এবার আমরা আমাদের plan টিকে বাস্তব রুপ দিব। আগের টিউটোরিয়াল গুলো না পরে থাকলে দয়া করে পরে নিন (পার্ট ১ , পার্ট ২ , পার্ট ৩ ) না হলে গোলমেলে লাগতে পারে।
তো আমরা এবার একটি ব্লগ শুরু করার জন্য মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুত। তাহলে এবার আমাদের যা লাগবে।
১। ব্লগের একটি নাম : কি নামে আপনার ব্লগটিকে মানুষ ইন্টারনেট এ খুঁজে পাবে। যেকোনো একটি নাম ঠিক করুন। যদিও এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তারপরও প্রাসঙ্গিক নাম দেওয়াটাই সবচেয়ে ভালো। আপনার ব্লগটি movie review সম্পরকে আর নাম দিলেন পড়ালেখা তাহলে কি হবে? নাম দেখে পাঠক বিভ্রান্ত হবে। ধরুন নাম শুনে যাদের পড়ালেখা বিষয়ক টিপস দরকার তারা আসবে, এসে দেখবে এটি movie review ব্লগ। আর যাদের movie র ব্যাপারে আগ্রহ আছে তারা তো আপনার ব্লগ টি খুজেই পেলনা। কাজেই প্রাসঙ্গিক নাম দিন। নামের জন্য কিছু টিপস:
ক) আপনার ব্লগের সাবজেক্ট এর উপর ভিত্তি করে যতগুলো নাম পারেন একটি কাগজে লিখুন। অতঃপর নিজে চিন্তা করুন এবং বন্ধু-বান্ধব কেউ দেখান কোন ৩/৪ নাম টি ভালো হয়।
খ) এবার গুগল এ গিয়ে “Google Adwords Keyword Tool” সার্চ দিন। সবার উপরে প্রথম ওয়েবসাইট এ ক্লিক করুন। এটি গুগল এর keyword tool.
বাকিটুকু পড়ুন
©somewhere in net ltd.