![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দর্শকের হাতে চড় খেলেন ভারতের রিয়েলিটি শো বিগ বস-৭ জয়ী ও জনপ্রিয় উপস্থাপিকা গওহর খান। গতকাল রোববার রাতে রিয়েলিটি শো ইন্ডিয়াস র-স্টারের গ্র্যান্ড ফিনালের শ্যুটিং স্পটে এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
এ ঘটনায় হতবাক গওহর কাঁদতে শুরু করেন।
অপরদিকে মালিক নামে ওই দর্শককে হেনস্তার অভিযোগে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মালিক নামে ওই ব্যক্তি গত দুই-তিন ধরেই অনুষ্ঠানটি দেখতে আসছিলেন। তিনি গতকাল শ্যুটিং চলাকালে উপস্থাপিকা গওহরের চারপাশে ঘুরে বেড়াচ্ছিলেন। রাত ৮টার দিকে হঠাৎ সে মঞ্চে উঠে পড়ে গওহরকে ধরার চেষ্টা করে। অন্যান্যরা এসে তাকে মঞ্চ থেকে নামাতে গেলেই গওহরের গালে চড় বসিয়ে দেন। আর বলতে থাকেন ‘তুমি একজন মুসলমান হয়ে কিভাবে এতো বাজে পোশাক পড়লে, কিভাবে বেহায়াদের মতো নাচলে।’ এতে উপস্থিত সবাই হতভম্ভ হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় কাঁদতে থাকেন গওহর।
পুলিশ আরো জানায়, ওই দর্শককে আটক করা হয়েছে। তিনি মদ্যপ ছিলেন কিনা তা পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠান হয়েছে।
(সংগ্ীত)
©somewhere in net ltd.