![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে বিদেশি বিভিন্ন টিভি চ্যানেলের কু-প্রভাবে দেশের অনেক স্থানেই পারিবারিক বিপর্যয় ঘটছে, ঘটছে অনেক দুর্ঘটনা। ইদানিং প্রায়ই পত্র-পত্রিকায় ছাপা হয় পরকীয়া প্রেমের জের ধরে ঘর ভাঙ্গা, আত্মহত্যা এমনকি হত্যা পর্যন্ত নানান খবর। আজও একটি খবর পড়লাম ভারতীয় একটি চ্যানেলের সিরিয়াল দেখা নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদে দু’জনই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চারিদিকের এত অস্থিরতার মধ্যেও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা গ্রামের ১০২ বছর বয়স্ক আব্দুর রহমানের পরিবারটি কি সুন্দর একান্নবর্তী পরিবারভুক্ত হয়ে আছেন। এই পারিবারিক ঐতিহ্য আমাদের গর্ব, আমাদের অহংকার। এই পরিবারের মোট সদস্য সংখ্যা ৪০ জন। পরিবারের আয়ের উৎস মৎস্য ব্যবসা। এই যৌথ পরিবারটিতে বিভিন্ন বয়সের শিশু-কিশোর, নারী-পুরুষ থাকলেও এদের মধ্যে কোন ঝগড়া, বিবাদ, কলহ-দাঙ্গা নেই। এরা সবাই মিলেমিশে থাকেন। এদের রান্না হয় এক হাঁড়িতে। সবাই খানও একই সাথে। খাবার দৃশ্য দেখলে যে কারো মনে হতে পারে এটি কোন মেজবান বা গ্রামবাসীকে দাওয়াত দিয়ে খাওয়ানোর দৃশ্য। কারণ ১৫০ হাত লম্বা বারান্দায় বসে পরিবারের সবাই একসঙ্গে খান (‘ইত্যাদি’-তে যেভাবে দেখেছেন)। ‘ইত্যাদি’র প্রতিবেদনে পরিবারের সদস্যরা জানালেন-তাদের সম্পূর্ণ আয় তুলে দেয়া হয় মায়ের হাতে। যার যখন যা প্রয়োজন মা’র হাত থেকেই নেন। ৫ ভাই পরিবারের ৫টি দায়িত্ব পালন করেন।
সাক্ষাৎকার গ্রহণকালে এই পরিবারের এই প্রজন্মের ক’জন সদস্য বললেন-‘এসব বিদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেয়া উচিত। কারণ এ ধারায় চলতে থাকলে এসব চ্যানেলের কু-প্রভাবে একসময় হয়তো এদেশে আর যৌথ পরিবারই থাকবে না’। তাই তারা এইসব চ্যানেল দেখেন না। ধন্যবাদ এই পরিবারটিকে। এই পরিবারটির মত আমাদেরও আরো সচেতনভাবে নির্ধারণ করতে হবে আমরা কোনটা দেখবো আর কোনটা দেখবো না। আর এই সচেতনতার উপরই আমাদের জাতি ও জাতির সংস্কৃতির ভবিষ্যৎ নির্ভর করে।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩
মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: এটা আমাদের জাতির জন্য আজ একটা বড় ব্যার্থতা যে, আজ আমরা আমাদের গৌরবময় সাংস্কৃতি বাদ দিয়ে বিদেশী অপসাংস্কৃতি নিয়ে নাচা-নাচি করছি এবং সেটাকেই জীবনের অংশ বানিয়ে নিচ্ছি।আসলে এই পরিবারটি থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া দরকার।
ধন্যবাদ ভ্রাতা, এই দৃষ্টান্তটি তুলে ধরার জন্য..।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
নিলু বলেছেন: যুগে যুগে এধরনের কাজ হয়ে আসছে , শুধু চ্যানেলই দায়ী নয়