![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ বুধবার বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাতকারে বলেছেন, বাঙ্গালিদের যতো বোকা মনে করা হচ্ছে, বাঙ্গালি ততো বোকা নয়। বাঙ্গালি তার রাস্তা তৈরি করে নেবেই।
চলমান সহিংসতা সম্পর্কে জুয়েল আইচ বলেন, মানুষ হিসাবে সবাইকে যেভাবে ভাবিয়ে তুলছে, আমাকেও সেভাবে ভাবিয়ে তুলছে। যখন দেখি কোনো মানুষ মারা যাচ্ছে, আগুনে ঝলসে যাচ্ছে, বার্ন ইউনিটে মানুষ আটছে না তখন বুকের মধ্যে কেমন লাগে? ছবির দিকে তাকানো যায় না। টেলিভিশনের দিকে তাকানো যায় না।
এসব ঘটনা নিজের কাজের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন কৃষক সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করলেন। কিন্তু ফসল তোলার সময় যদি ঝড় ওঠে বা বন্যায় ফসল ভাসিয়ে নিয়ে যায় তাহলে এ মানুষটির কেমন লাগবে? আমিওতো একজন মানুষ। ওই কৃষকের মতো আমিও সারাবছর ধরে গবেষণা করি, নতুন কিছু করি। ওই কৃষকের মতো আমার মধ্যে দু’রকম জিনিস কাজ করে। একটি হচ্ছে; মনের আনন্দ। সারা বছর আমি যে পরিশ্রম করেছি, সে ফসল এখন মুখ দেখিয়েছে। আরেকটি হচ্ছে; সে ফসল ধ্বংস হয়ে গেল। কিছু শো বাদে আমার সব শো-ই শীতকালে হয়ে থাকে। আন্তর্জাতিক যে বড় বড় কনফারেন্সগুলো হয়, সেগুলো বাংলাদেশে এসময় হয়। শীতকালটাই হচ্ছে যথার্থ সময়। আমাদের দেশে বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় সংগঠন, ব্যবসাপ্রতিষ্ঠান তাদের বার্ষিক অনুষ্ঠান শীতকালে করে থাকে। যারা আন্তর্জাতিক কনফারেন্স করেন, তাদের অনেক বিদেশি দর্শক থাকেন। আমি কাউকে শূন্যে ভাসালে বা কাউকে ভ্যানিস করে দিলে সবাই বুঝতে পারে।
এ বছর আমার অনুষ্ঠান কেবল শুরু হয়েছিল। এ অবরোধের কারণে কনফারেন্সগুলো বাতিল হয়ে যাচ্ছে। অনেকগুলো ইতোমধ্যে বাতিল হয়ে গেছে। এখন আমি শো-শূন্য। অর্থাৎ ওই কৃষকের ধানের মতো আমার ধানও পানিতে ভেসে গেছে।
এ অবস্থা থেকে উত্তরণে আপনি কি পথ দেখেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ জন্য আমাদের সবার সদিচ্ছা থাকতে হবে। এ দেশটা তো সবার। দেশে এরকম একটি প্লাবন চলছে এবং আমরা কেউই রেহাই পাচ্ছি না। যখন কেউ রেহাই পাচ্ছি না, তখন কেউ চুপ করে থাকবে না।
সেটির কি কোনো সম্ভাবনা আপনি দেখেন যে, সবার অংশগ্রহণে সমাধান হতে পারে বা সমাধানে সবাই এগিয়ে আসবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাই বিপদের সম্মুখিন হচ্ছি। যতোদিন যাচ্ছে বাঙ্গালি ততো শক্তি নিয়ে অনেক দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাঙ্গালিদের যতো বোকা মনে করা হচ্ছে, বাঙ্গালি ততো বোকা নয়। অতএব এই বাঙ্গালি তার রাস্তা তৈরি করে নেবেই।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৬
নিলু বলেছেন: কোন রাস্তা , রসাতলে যাওয়ার না অন্ধকারের পথ , যাদু বিশ্বাস করতে নেই , ধর্মে মানা ,