![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবাকপুর
জানি নেকো হবে কি ঠাই আমার এই লেখা?
হয়তো পিছু ভাববে সবাই মিছে মিছিই বাঁকা।
বলতে যে চাই কিছু কথা, সত্য এ-বাক বিরলতা,
ঘটছে যে সব ছোট্ট গাঁয়ে, নাম তার সদননায়ে
হয়ে আছে মনে গাঁথা!
গায়ে হঠাৎ উঠেছে বেড়ে কিছু কিশোর ছেলে,
লেখাপড়ায় নেইকো মন চলছে হেঁসে খেলে।
এই খেলা তো সেই খেলা না ভাই
প্রশ্ন রয়ে যায়,
অবাক সমাজের নির্বাক আমি এবার বলতে চাই।
কিছু আছে উনিশ কুড়ি, কিছু সতেরো
কিছুর বয়স আরও কম হয়তো পনের।
উনিশ কুড়ি যাদের বয়স করছে মারামারি-
নেইকো থেমে সতেরোরাও হচ্ছে পাল্লা ভারী।
পনেরদের কাজটা হল তাদের ফলো করা,
মাঝে মধ্যে চুরি ছিনতাই, হোক না ট্রেনিং সারা।
এতক্ষণে যা বলেছি হয়তো কিছু ফাঁকি,
আরও কথা জমে আছে বলছে এ-মন পাখী।
এ গাঁয়েরই ছোট্ট বাজার নাম অবাকপুর
আছে অনেক দোকানপাঠ ও চিড়া মুড়ি গুর।
এই বাজারের একটি লোক নামটি তাহার নারা,
ছোট্ট চায়ের দোকান তার, তাও আবার ভাড়া।
ওদের বাকি দিতেই হবে লাগবে ভূরি ভূরি
বাকির টাকা চাইতেই - কিল ঘুষি আর নিছক লাথি ফ্রি।
নারার মনে ভীষণ কষ্ট পায়না খুঁজে রাস্তা,
কার কাছে হায় বিচার দেবে নেইকো কোন আস্থা।
সঠিক বিচার সঠিক দাবী আমরা সবাই চাই
আস্থার মা মরে গেছে জানার বাকী নাই।
অবাকপুরের অবাক কথা আরও আছে ভাই
সবকিছু যে বলতে গেলে নিজেই লজ্জা পাই।
এ-সব কথা না হয়-এবার হলই আমার বলা,
দিন দুপুরে দিচ্ছে খুলে ওরা, নেশা দ্রব্যের ডালা।
এত কিছুর পরেও বলবে ওদের বাবা-মা
আমার সন্তান বেজায় ভালো, আর একটাও পাবা না।
কেও শুনে বেজায় হাঁসে, কারও মুখ গোমরা,
কেওবা বলে সাবাশ! সাবাশ! ভালই বলেছে, কি বলো তোমরা?
তিনিই ঠিকই বুঝতে পারেন নিছক তাদের হাঁসি
ধুর ছাই! কি ভাবছি? যায়না কিছু আসে আমার
এবার আমি আসি।
সুশীল সমাজ কোথায় তুমি, কোথায় লুকিয়ে?
ঘোমটা দিয়ে থেকোনা আর থেকোনা তুমি চেয়ে।
২| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৮
ইসলাম শহিদুল শহিদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই!
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০২
প্রামানিক বলেছেন: গায়ে হঠাৎ উঠেছে বেড়ে কিছু কিশোর ছেলে,
লেখাপড়ায় নেইকো মন চলছে হেঁসে খেলে।
দারুণ হয়েছে। ধন্যবাদ