![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ২৮ জুন জার্মানী প্রবাসী এক ব্যক্তি স্ট্যাটাস দেন
আজকের রান্নাঃ
১) বাসমতি চালের ভাত ।
২) ঘন ডাল ।
৩) শুটকি ভর্তা ।
৪) গরুর মাংশের ভুনা ।
৫) টমেটো, লেবু, কাঁচামরিচ।
সেই একই ব্যক্তিটি ২২শে সেপ্টেম্বর গরু-অধিকার নিয়ে তার পুরনো এক বিশাল স্ট্যাটাস শেয়ার দেন। যার মূল কথা হচ্ছেঃ
“কুরবানি একটি বর্বর হিংস্র প্রথা। ছোট বেলা থেকেই তিনি নির্দয়ভাবে এভাবে গরু কোরবানি সহ্য করতে পারতেন না। তবে কুরবানির মাংস তিনি ঠিকই খেতেন কারণ কোরবানির মাংস খুব সুস্বাদু হয়”
সেই কপট ব্যক্তিটি আর কেউ নন। তিনি হচ্ছেন তথাকথিত নাস্তিক শিরোমণি আসিফ মহিউদ্দিন।
প্রশ্ন হচ্ছে আসিফ মহিউদ্দিন যে, গত ২৮ জুন নিজ হাতে রান্না করা গরু মাংসের ভুনা খেয়েছেন সেই গরুটা কি জবাই বা হত্যা করা হয়নি?? নাকি মরা গরুর মাংস রান্না করে খেয়েছেন। যদি সত্যিই তিনি স্বভাবিকভাবে মৃত গরুর মাংস রান্না করে খেয়ে থাকেন তাহলে কোন প্রশ্ন নেই!!
.
শুধু আসিফ মহিউদ্দিন না, তথাকথিত প্রায় সব নাস্তিকই তেলেভাজা গরম পরটা গরুর ভুনা, মাটন ভুনা দিয়ে খেতে খেতে স্ট্যাটাস দেনঃ
.
“কুরবানি একটি বর্বর হিংস্র প্রথা। এভাবে নির্দয়ভাবে কুরবানির নামে পশু জবাই সহ্য করতে না পেরে জীবনে যে কতবার মুর্চা গেছি তার হিসেব নেই!!”
.
আসল কথা হচ্ছে-“নাস্তিক বা মুক্তমনা বলতে কিছু নেই। সব হচ্ছে ইউরোপ-আমেরিকার ভিসা পাওয়ার ধান্দা। কয়েকটা তো অলরেডি পেয়েও গেছে এবং সেখানে বসে নিয়মিত ইসলামের বিরুদ্ধে লিখে ডলার কামাচ্ছে!!”
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
সিপন মিয়া বলেছেন: আচিব মফিযুদ্দিন কি থাই বলে?
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
রাতুলবিডি৫ বলেছেন: ওনারা শুধু নিজেরা খান , আর বান্ধবীরা কিছু ভাগ পান । ফকির - ফকিন্নীরা তো পান না, তাই পশু হত্যা কম হয় । কিন্তু কুরবাণীতে তো ফকির ফকিন্নীরা ব্যাপক হারে গোস পায় , এটে পশু হত্যা বেশী হয় । এটা গত্রদাহর একটা কারণ হতে পারে ।
আমাদের বাসার বুয়া - গোসত ভুড়ি সব মিলিয়ে যা বাসায় নিয়েছে মনে হয় না সারা বছরে মিলিয়ে এর কাছেও যেতে পারে । সেকুলার মানবতাবাদী , সমাজতন্রী ইত্যাদী বলে কথা !
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
Blogger Zubair বলেছেন: @সিপন, শুধু খায় না, খেতে খেতে সেলফিও তোলে
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
রিফাত হোসেন বলেছেন: ১। জার্মান এ থেকে ভাতকে আলাদা বাসমতী বলার কোন মানে হয় না।
কারন এই দেশ সহ আশে পাশের সব দেশে ভাত বলতেই দামী বাসমতী চাল ই খাওয়া হয় বা চেনা হয়। অন্য ধরনের তেমন খাওয়া হয় কম। আমি তো টানা ৮ বছর বাসমতী ই সাইজ করতেছি। এইটাকে আলাদা স্ট্যাটাস দেওয়ার কোন মানে নাই।
আর মি. আসিফ যে অসম্ভব বদ লোক বোঝাই যায়। এই কোপটা কি সাজানো ছিল? জার্মান সীমান্ত পর্যন্ত পৌছানোর জন্য!
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: জব্বর কইছেন বস
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
স্যার এডলফ হিটলার বলেছেন: আসিফ তো ১ নাম্বারের আবাল। এটা সবারই জানা আছে। এর থেকে বেশি কিছু আমার বলার নেই।