![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেমন ভাবে তাহরির স্কয়ারের আন্দোলন, আরব বসন্তের গণজাগরণ ইসলাম পন্থী নামক দল গুলার হাতে হাইজ্যাক হয়ে গেল, শাহবাগ স্কয়ারের আন্দোলন ও যেন একই ভাবে জামাত-শিবির-বিএনপি হাইজ্যাক করতে না পারে। এখানে বিএনপির কথা বলার একটাই কারন, তাদের নেত্রি জনসভায় ঘোষণা করেছিল, নিজামি গো আ রা রাজাকার নয়।এবং তাদের ইতিহাল ৭৫২ জন যুদ্ধাপরাধিকে ছেড়ে দেয়ার ইতিহাস।
কিছু পয়েন্টের দিকে মনোযোগ আকর্ষণ করছি সবারঃ
১। ট্রাইব্যুনাল বিরোধী কিছু বলা যাবেনা
২। বিচারকদের বিরুদ্ধে কিছু বলা যাবেনা
৩। অনেকেই সন্দেহের আংগুল তুলছেন আওয়ামি লিগের দিকে, যে এই রায় তাদের প্রভাবিত। কিন্তু এর পক্ষে কোনও প্রমান এখন পর্যন্ত নেই, আওয়ামী লিগের মন্ত্রী এবং দলীয় ভাবেও তারা হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছে। যতক্ষন পর্যন্ত কোনও প্রমান না পাওয়া যাচ্ছে তাদের কথা বার্তায় এবং কার্যকলাপে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লিগের বিরুদ্ধে কিছু বলা থেকে বিরত থাকুন। মনে রাখতে হবে, আওয়ামী লীগই কিন্তু বিচারের শুরু করেছে এবং শত বাধা সত্ত্বেও বিচার কার্যক্রম চালায়ে নিয়ে যাচ্ছে।
শুধু মাত্র সরকারের উপর প্রেসার গ্রুপ হিসেবে চাপ দেয়ার জন্য আমাদের আন্দোলন করতে হবে, যেন সরকার আপিল বিভাগে যথাযথ ভাবে ব্যবস্থা নেয় এবং বাকিদের বিচারের বেলায় আরও মনোযোগ দেয়। এবং সেই সাথে বিচারক দেরও অভ্য় দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আন্দোলনকারীদের প্রতি, তারা যেন জামাত শিবিরের হুঙ্কারে ভয় না পায়।
জনতার আন্দলনের জয় হোক।
জামাত শিবির রাজাকার,
এই মুহূর্তে বাংলা ছাড়।
জয় বাংলা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৮
বাংলার পোলা বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪
শিপু ভাই বলেছেন: জনতার আন্দলনের জয় হোক।
জামাত শিবির রাজাকার,
এই মুহূর্তে বাংলা ছাড়।
জয় বাংলা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৮
বাংলার পোলা বলেছেন: জয় বাংলা
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
শুভসকাল বলেছেন: জাগো বাহে কুণ্ঠে সবাই..........................চলে এসো শাহবাগ মোড়ে ।দেখে যাও,বাঙালীরা গর্জে উঠেছে ।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
শুভসকাল বলেছেন: জাগো বাহে কুণ্ঠে সবাই..........................চলে এসো শাহবাগ মোড়ে ।দেখে যাও,বাঙালীরা গর্জে উঠেছে ।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো পয়েন্ট তুলে ধরেছেন।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮
রাইসুল সাগর বলেছেন: সহমত ।
জনতার আন্দলনের জয় হোক।
জামাত শিবির রাজাকার,
এই মুহূর্তে বাংলা ছাড়।
জয় বাংলা
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯
টয় বয় বলেছেন: বলদ বলেছে:
১। ট্রাইব্যুনাল বিরোধী কিছু বলা যাবেনা
২। বিচারকদের বিরুদ্ধে কিছু বলা যাবেনা
৩। অনেকেই সন্দেহের আংগুল তুলছেন আওয়ামি লিগের দিকে, যে এই রায় তাদের প্রভাবিত। কিন্তু এর পক্ষে কোনও প্রমান এখন পর্যন্ত নেই...........................
শুধু মাত্র সরকারের উপর প্রেসার গ্রুপ হিসেবে চাপ দেয়ার জন্য আমাদের আন্দোলন করতে হবে
তাইলে রায় কই থাইকা নাজিল হইলো??
ট্রাইবুনালের দোষ নাই, বিচারকের দোষ নাই, আম্লীগের দোষ নাই, তাইলে দোষটা কার???????????????????
একবার যে আওয়ামী বলদ সে সারা জীবনই আওয়ামী বলদ !!!!!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
বাংলার পোলা বলেছেন: ছাগু কট
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১
নজর হাসান বলেছেন: টয় বয়, তোরে ঝুলানো হবে। লাফালাফি কম কর।
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯
টয় বয় বলেছেন: নজর:
তুই আওয়ামী বলদ, সারা জীবন বলদই থাকবি!
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০
নজর হাসান বলেছেন: ছাগু নাকি ভাই তুই? @ টয়
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++ একমত ।
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩২
বাকাট্টা বলেছেন: টয় বয় @ মিয়া ভাই এখানে দোষ কারো নাই, পুরাটাই আম জনতার স্বপ্নদোষ
লেখক@ ২। বিচারকদের বিরুদ্ধে কিছু বলা যাবেনা
এই পয়েন্ট মানতে পারলাম না। সন্দেহাতীত ভাবে কসাই কাদেরের হত্যাযজ্ঞ প্রমান হওয়ার পর যদি বিচারক এই রায় দেয় তাহলে বলতেই হবে বিচারক আবাল অথবা টেকা খাইছে ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
বাংলার পোলা বলেছেন: হ্যা, বিচারকদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ তো আছেই, ৫ টা অভিযোগ যদি প্রমাণিতই হয়, তাহলে ফাঁসি নয় কেন?
কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলা মানে কিন্তু জামায়াত-শিবির এর হাত শক্তিশালি করা, এটাই হল সবচেয়ে বড় কথা
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪১
নজর হাসান বলেছেন: বাকাট্টা ছাগু, তোমার খেলনা (টয়) নিয়া দূরে গিয়া খেলো।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
খুব সাধারন একজন বলেছেন: লীগ দল ভোলেন এবার-
আপনি বাংলাদেশের, সেটা একবার মনে করেন।
আন্দোলন আবার কে ছিন্তাই করবে?
আন্দোলন তো একা লীগের বা দলের না- মানুষের।
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
তাসজিদ বলেছেন: একেবারে মনে কথা বলেছেন। ১০০০ টা প্লাস
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
িবদ্রহী বলেছেন: হাইজ্যাক হতে দিয়েননা আন্দোলনকে...... already hijacked
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
ঠোঁটকাটা বলেছেন: হাম্বালিগের সব জারিজুরি ফাস হয়ে গেছে। অফ যান।
১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
সত্য-মিথ্যা বলেছেন: সবাই আন্দোলন চালিএে যান.......জনতার উপর কিছু নাই..............।
১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
সবাক িনর্বাক বলেছেন: এই আন্দোলন হাইজ্যাক হওয়ার দরকার নাই, এমনিতেই ঠান্ডা হতে বাধ্য। চাপাতি আর ফেন্সিডিল ছাত্রলীগ দিয়ে এই মোমবাতি আন্দোলন চালানো সহজ কাজ না, তাদের ধৈর্যে বেশিক্ষণ কোলাবে না....
২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
রাফা বলেছেন: সহমত,সরকারকে বাধ্য করতে হবে।বিচারের রায় যেনো সর্বোচ্চ হয়।জনতাকে জাগ্রত থাকতে হবে সদা সর্বদা।
২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
নাইট রিডার বলেছেন: খুব সাধারন একজন বলেছেন: লীগ দল ভোলেন এবার-
আপনি বাংলাদেশের, সেটা একবার মনে করেন।
আন্দোলন আবার কে ছিন্তাই করবে?
আন্দোলন তো একা লীগের বা দলের না- মানুষের
সহমত।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
বাংলার পোলা বলেছেন: লিগ ভোলাটা ইস্যু না। কিন্তু অলরেডি কেও কেও আতাত এর কথা বলে আওয়ামী লিগ বিরোধী শ্লোগান তুলেছে। এই যদি হয়, এর সুফল পাবে বিএনপি। ঠিক মিশরের মত। আর বিএনপি ক্ষমতায় গেলে সব ছাড়া পেয়ে যাবে, লিখে রাখেন।
২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন: আমরা কি চাই? - মানবতা বিরোধি ও যুদ্ধাপরাধিদের ফাঁসি চাই (খেয়াল রাখবেন আমাদের আন্দোলন "ফাসির সমর্থনে"; রায়ের বিরুদ্ধে নয়- কারণ সেটা জামাত-শিবিরদের চাওয়ার সাথে এক মনে হতে পারে; আর এই মিস-রিপ্রেজেন্টের ফসল আমরা তাদের ঘরে তুলে দেবো না)
কিভাবে চাই? - এই ট্রাইবুনাল-কে বাতিল করে নয়, কারণ সেটা জামাতের পারপাস সার্ভ করবে। আমরা আইনগত ভাবেই এই বিচার চাই এবং সেটা এই ট্রাইবুনালের মাধ্যমেই।
কিভাবে? - এই আন্দোলনের মাধ্যমে ট্রাইবুনালকে একটা মেসেজ দেয়া হচ্ছে, চাপ দেয়া হছে। জনগণের আকাক্ষা তাদেরকে বুঝতে হবে।
আমরা কি সরকার ও ট্রাইবুনালের বিরুদ্ধে? - না, আমরা তাদের বিরুদ্ধে নয়; বরং তাদেরকে চাপ দিয়ে আমাদের আকাক্ষিত রায় আদায় করতে হবে।
আমরা কি রায় এর বিরুদ্ধে? - আমরা এই রায় প্রত্যাখ্যান করি; তবে যেহেতু রায় হয়ে গেছে এবং আইনগতভাবে এটা রদ করা সম্ভব নয় তাই আমরা প্রসিকিউটার-কে বলব আপিল করতে।
প্রসিকিউটরার কি আপিল করতে পারবেন? - মুলত শাস্তি বাড়াবার জন্য আপিল করার নজির নেই; তবে ছোট্ট একটা গ্রাউন্ড এখনো খোলা আছে; কসাই কাদেরের ৬টা অপরাধের মধ্যে আদালতের মতে ৫ টা সন্দেহাতিতভাবে প্রমানিত হয়েছে আর একটা হয় নাই। যেটা হয় নাই সেটা নিয়ে প্রসিকিউটার আপিল করতে পারেন সুবিচারের আশায়। আর একটা হতে পারে যদি আদালত স্বপ্রনোদিত ভাবে স্যুয়োমটো করেন।
আমরা কি সরকারের বিরুদ্ধে? - না। বিচারের রায় সরকার দেয় না। তারা শুধু ট্রাইবুনাল গঠনে আইনগত সহায়তা করতে পারেন মাত্র। এই সরকার অন্তত তাদেরকে বিচার সম্মুখীন করেছে। মনে রাখবেন এই সব খুনিরা একসময় মন্ত্রিত্বসহ বড় বড় ক্ষমতা ও বিলিয়ন ডলারের মালিক; তাদের টেনে এনে বিচারের মুখোমুখি করাটা অত সহজ মনে করবেন না। দেশি-বিদেশি চাপকে সামলে এই পর্যন্ত টেনে আনা সহজ নয়। তবে সরকারের কাছে আমাদের দাবি - প্রসিকিউটরকে শক্তিশালী করতে যা যা করণীয় তা তারা করবেন এবং একই সাথে এই ট্রাইবুনাল-কে বিল আকারে সংসদে পাস করিয়ে নেবেন যাতে অন্য কোনো সরকার এসে হুট করে এই ট্রাইবুনাল যেনো বন্ধ করতে না পারে। এই বিল পাস হলে - পরবর্তিতে কোনো সরকার এই ট্রাইবুনাল বন্ধ করতে হলে সংসদে তিন চর্তুথাংশ সমর্থন নিয়ে বাতিল করতে হবে।
তাই - কাদের মোল্লার যে রায় হয়েছে সেটা আমরা মানি না, আমরা চাই ফাঁসি। আর সেই দাবি আদায়ের যৌক্তিক সুযোগ রয়েছে। কেরানিগঞ্জের যে গণহত্যার অভিযোগ থেকে কাদের মোল্লা খালাস পেয়েছে সেই রায়ের বিরুদ্ধে আপিল। আর এই আপিল করার জন্য সরকারি প্রসিকিউশনকে বাধ্য করতে হবে এই আন্দোলনের মাধ্যমে। ৩৪৪ জন মানুষ খুন করা হয়েছে এই খুনীর মদতে। কাদের মোল্লা মানুষ জবাই করতো। এই রকম নির্মম খুনীর শাস্তি স্রেফ যাবজ্জীবন হতে পারে না।
আপাতত রাজনৈতিক বিভেদ ভুলে শাহবাগের আন্দোলনকারীদের একজোট হওয়ার বিকল্প নেই কোনো। সব আন্দোলনেই গুটিবাজ থাকে, প্রতিবিপ্লবী থাকে, তাদের কাজ আন্দোলনের পিঠে ছুরি মারা, সংশয় ঢোকানো। বিভ্রান্তি ছড়ানো। আর এদের কারণেই জামাতে ইসলামী একটা হাস্যকর বিবৃতি দিতে পেরেছে যে ‘দেশবাসী বিচারের রায় প্রত্যাখ্যান করেছে।’
সো চোখকান খোলা রাখুন- আর ট্রাইবুনাল ও সরকারের উপর চাপ অব্যাহত রাখুন -
Click This Link
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
বাংলার পোলা বলেছেন: পূর্ণ সহমত
২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
একজন ঘূণপোকা বলেছেন: সবাই একটু মনোযোগ দেন, হাইজ্যাক হতে দিয়েননা আন্দোলনকে
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩
ঐকতান০০৮ বলেছেন: সহমত।