![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনেরেখো,
দ্বিতীয়বার শ্রমিক-কৃষক-জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল হবে না,
প্রেসক্ল্যাবের সামনে নীরব মানব বন্ধন হবে না,
তোমাদের (শোষক ও শাসক শ্রেণী) কাছে কোন আবদার ও করা হবে না।
-
তবে!
-
তার ছেয়ে আরো অনেক বেশি কিছু হবে!
বেয়নেটের খোঁচায় খোঁচায় তোমাদের শরিরের রক্ত বের করবো, রক্তলাল রাজপথে দাঁড়িয়ে হোলি খেলবো,
তোমাদের মাংশ চিল শকুনের খাদ্য বানাবো। অথবা ড্রাকুলার মত তোমাদের রক্ত চুষে খেয়ে ক্ষুধা মিটাবো।
-
তোমাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্র, শোষণের মন্ত্র, সন্ত্রাস বাহিনী এ সব কিছূ ভেঙ্গে-চুরে জ্বালিয়ে-পুড়িয়ে ছাঁইগুলো গঙ্গার জ্বলে ভাসিয়ে দেবো।
-শোষকমুক্ত বাংলার মাটিতে শ্রমিক-কৃষক-জনগণের স্বার্থরক্ষাকারী একটি নতুন, প্রগতিশীল, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো।
মনেরেখো; শোষকমুক্ত দেশে সাম্যবাদের বীজ বুনবো।।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৪
রাজীব নুর বলেছেন: লেখার সাথে একটা ছবি দিয়ে দিবেন।