![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি businessinsider.com এর বরাত দিয়ে জানা গেছে আমেরিকানরা নাকি কুকুরকে প্রশিক্ষন দিয়ে সাইকেল চালানো, স্কুটি চালানো বা পিয়ানো বাজানোর মত সৃজনশীল কাজও করিয়ে নিচ্ছেন।
নরম্যান নামের এই কুকুরটির দক্ষতায় বিশ্ববাসী মুগ্ধ। এমনি কি তার এ কাজের স্বীকৃতি স্বরুপ মিলেছে সার্টিফিকেটও।
সামগ্রিক এই ঘটনাকে বিশ্বের বেশ কিছু রাষ্ট্র বেশ চ্যালেঞ্জের সাথেই গ্রহন করেছে। তবে ইউরোপের প্রেমের নগরখ্যাত ইতালি কর্তৃপক্ষ এই ঘটনাটিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতামুলক ভাবে আমলে নিয়ে বোমা ফাটিয়েছেন। তারা বলেছেন, এ আর নতুন কি! আমরা দীর্ঘদিন থেকে ছাগল দিয়ে নানারকম গৃহস্থালীর কাজ করাই। এই প্রসঙ্গে তারা হঠাৎ করে বাংলাদেশের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তারা জানিয়েছেন, দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে যাওয়া একটি অবৈধ ছাগল সেখানে নিয়মিত ডিসওয়াসিং এর কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, ছাগলটি নাকি ইন্টারনেটও ব্যবহার করতে পারে।
এই ঘটনা প্রকাশ হবার পর, ইতালির বাজারে ছাগলদের প্রচুর চাহিদা বেড়ে গিয়েছে। সবাই শুধু ঐ রকম একটি ছাগলই চাই। তাই ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছন, তারা যেন অতি স্বত্তর ইতালিতে ছাগল রপ্তানি করেন।
যারা ছাগল রপ্তানিতে আগ্রহী, তারা ভেবে দেখতে পারেন। এখানে কিছু ছাগলের ছবি সংযুক্ত করা হলো। তবে কেউ জমি টমি বিক্রি করে অবৈধ ছাগল পাঠাবেন না।
০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২০
শারমিন নাহার নিপা বলেছেন:
২| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
আমি বোকা মানুষ বলেছেন: ছাগলটারে কেউ এই পোষ্টের লিংক দিয়া আসলে ভালো হইতো। ব্লগে ইদানিং বিনোদনের অভাব দেখা দিছে
০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৫৮
শারমিন নাহার নিপা বলেছেন: সেটাই মনটা খারাপ
৩| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
বটবৃক্ষ~ বলেছেন:
মানুষ ভালো জিনিসের চাইতে খারাপ জিনিস বেশি পড়ে।
খাটী কথা!!
০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৫৮
শারমিন নাহার নিপা বলেছেন: আমরা জানি।
৪| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৯
আমিই মিসিরআলি বলেছেন:
০৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৩
শারমিন নাহার নিপা বলেছেন: হ্যালো ব্রো!!
৫| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৫
দালাল০০৭০০৭ বলেছেন:
১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৭
শারমিন নাহার নিপা বলেছেন: থ্যাংক্স ম্যান!!!
৬| ১০ ই মার্চ, ২০১৪ রাত ২:০৩
আমি অপদার্থ বলেছেন:
উনিইকি সেই বিখ্যাত লাল শার্টের মালিক???
১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৮
শারমিন নাহার নিপা বলেছেন: হোয়াট?? ছাগল আবার শার্ট পড়ে নাকি?? জানতাম না তো!!
৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫৭
হার্ড হিটার বলেছেন: নাইস আইডিয়া
২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩
শারমিন নাহার নিপা বলেছেন: থ্যাংক্স ব্রো!
৮| ২০ শে মে, ২০১৪ রাত ২:০১
আমি অপদার্থ বলেছেন: ছাগলটারে অনেকদিন ধরে ব্লগ দিয়ে ইন্টারনেট চালাতে দেখিনা। ঘটনা কি?
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১০
আমি বোকা মানুষ বলেছেন: ঐ রকম ছাগল বাংলাদেশে তো দূরের কথা সারা দুনিয়াতেই আর দ্বিতীয়টা নাই