নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিটলা ইস ব্যাক!!!!

খবরদার!!! কোন প্রকার জামাতি ছাগু এই ব্লগে আসবি না।

পাঠক০০৭

মানুষ ভালো জিনিসের চাইতে খারাপ জিনিস বেশি পড়ে। তাই আমার ব্লগে আপনি এসেছেন।

পাঠক০০৭ › বিস্তারিত পোস্টঃ

ব্লগ কর্তৃপক্ষের উচিত আইন শৃংখলা বাহিনীকে ব্লগে নজর দিতে অনুরোধ করা।

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪০

ব্লগে কিছু ব্লগার যে পরিমান তালেবান বন্দনায় মত্ত হয়েছে, সেটা রিয়েলি ডিজগাস্টিং। এরা মনে করে, এ্যাজ এ মুসলিম দে শ্যুড সাপোর্ট তালিবান। হোয়াট এ পুয়র এন্ড শিটি লজিক!!! এরা বাংলাদেশি কিন্তু মন মানসিকতায় তালেবান। আফগানিস্থানের লোকরা শিয়ালের অত্যাচার থেকে বাঁচতে গিয়ে পড়েছে হায়নার কবলে। অস্ত্রের মুখে এরাই হয়েছে এখন স্বাধীনতার প্রতীক।

এই তালেবান সৃষ্টি হয়েছ ধর্মান্ধতা, উগ্রবাদিতা আর ইসলামের অপব্যাখ্যার মধ্য দিয়ে। এরা হচ্ছে কুকুরের লেজ। আন্তর্জাতিক রাজনীতি ও আমেরিকান কূটকৌশলের কারনে শ্রেফ অস্ত্রের মুখে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দেশের স্বাধীনতার প্রতীক হয়েছে এরা। আর অন্যদিকে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাল ইসলামের বিজয় হয়েছে ভেবে আনন্দে বগল বাজিয়ে কুল পাচ্ছে না। পারলে গাট্টি বোচকা সহ এখনই আফগান পাড়ি দেয়। হোয়াট এ পিটি!!!!

তালেবানের মত একটি অসভ্য , বর্বর এবং জঙ্গি সংঘঠনকে এইভাবে প্রকাশ্যে ইসলামি তকমায় জড়িয়ে উৎসাহ দেয়ার নামে দেশে যারা উগ্রবাদকে ছড়িয়ে দিতে সাহায্য করছে - আমার রিকোয়েস্ট থাকবে ব্লগ কর্তৃপক্ষের কাছে বিষয়টি যেন অবহেলা না করে আইন শৃংখলা বাহিনীকে জানানো হয়। আপনি ধর্ম চর্চা করেন, বা ধর্ম অবিশ্বাস করেন দ্যাটস আপ টু ইউ। কিন্তু ধর্মের নামে উগ্রবাদ ছড়ানোর কোন সুযোগ নেই। ব্লগ কর্তৃপক্ষ কে এই বিষয়ে এখনই সর্তক হতে হবে।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগে তালেবানদের সাপোর্টারই বেশী।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ২:৪২

পাঠক০০৭ বলেছেন: হুমম। তাই তো দেখি।

২| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৫

লেখাজোকা শামীম বলেছেন: তালেবান মতবাদ তৈরি হওয়ার রাস্তাগুলো খোলা রেখে কেবল ডান্ডা মেরে উগ্রবাদ বন্ধ করা সম্ভব না

২৬ শে আগস্ট, ২০২১ রাত ২:৪৭

পাঠক০০৭ বলেছেন: বাংলাদেশ সরকারের পলিসি মেকাররা এই বিষয়ে যদি কনসার্ন না হয়, তাহলে সামনে বিপদ।
কী পলেটিক্যাল পার্টি গুলোকে পঙ্গু করে ফেললে এই ধরনের উগ্রবাদ তৈরী হবেই। দ্যাট ইজ এক্সপ্লিসিট।

৩| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১:০২

অপু তানভীর বলেছেন: শুরুর দিন থেকেই আসলে এই ব্যাপারটা দেখে আসছি আর অবাক হচ্ছি । কিছু আসে তালেবানী ছাগল, এরা ইনিয়ে বিনিয়ে তালেবান বন্দনা করেই চলেছে । সরাসরি তো আর বলতে পারছে না লজ্জার কারণে কিন্তু অন্তরে তালেবান প্রেম একেবারে উঠলিয়ে পড়ছে । এই সমস্ত তালেবাদ সমর্থকদের কানে ধরে আফগানে পাঠিয়ে দেওয়া দরকার !

২৬ শে আগস্ট, ২০২১ রাত ৩:১২

পাঠক০০৭ বলেছেন: আমি রিসেন্টলি নতুন শহরে মুভ করেছি। এখনও সব ম্যানেজ করতে পারিনি। দ্যাটস হোয়াই আগের মত ব্লগে আসা হয় না। তবে গত কিছুদিন ধরে ব্লগে দেখছি রিলিজিওন আর তালিবান নিয়ে প্রচুর পোস্ট আসছে এটা খুবই এ্যানোয়িং।

আজকে একজনের পোস্টে কমেন্ট করলাম, যার কোন মোরালিটি নেই নিজের স্ট্যান্ডের পক্ষে দাঁড়িয়ে কথা বলার। দ্যা স্যাড পার্ট ইজ দে ফাইন্ড ইসলাম ইন তালিবান। তারা তালেবান নিয়ে এনালাইজিং করছে না। তারা ইনিয়ে বিনিয়ে তালেবান তোষন করছে।

৪| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:


@অপু তানভীর ,
আপনি যখন আমার বিপক্ষে পোষ্ট দেন, কারা আপনার পোষ্টে এতো কমেন্ট করেন?

২৬ শে আগস্ট, ২০২১ রাত ৩:০৫

পাঠক০০৭ বলেছেন: Please stop commenting nonsense on my post. I don't appreciate this. You are turning yourself into an immature and ignorant person day by day. Forget about others, prove your civility, politeness, and education. I'm not judging you, because I don't have the power to judge anyone. But the way you spoil your image is sad.

৫| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ৩:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগে রিলিজিয়ন আর তালিবান নিয়ে প্রচুর পোস্ট আসছে
এসব নতুন কিছু না। ২০১৪-১৫ দিকেও সোসাল মিডিয়ায় এরুপ পোষ্ট বন্যা হয়েছিল। সামুতেও।

তালেবান - আইএস - আলকায়দা।
এদের কেউ বিজয়ী হলে ঠিক আছে। কিন্তু পরাজয় বা কোন যুদ্ধে কোনঠাসা বা এদের অপকর্মে ঘৃনা গণহারে ছি ছি শুরু হলে বলে - তখন বলা হয় তালেবান-লাদেন ভুয়া। ইসরাইল-আম্রিকার শৃষ্টি, তখন আইএস ঠিক আছে।
তখন একটা জাগরন তৈরি হয়েছিল বাগদাদি ও আইএস সঠিক পথে আছে, এরা সমগ্র মধ্যপ্রাচ্য দখল করে সমগ্র ইসলাম কে নেতৃত্ব দিবে।
তখন বাংলাদেশেও ব্লগার হত্যা, গির্জার পুরোহিত হত্যা আর চোরাগুপ্তা গুলি চালানো বিদেশী হত্যাকারি স্থানীয় জঙ্গিদের 'আইএস জঙ্গি' বলে ব্যাপক প্রচারনা চালানো হচ্ছিল।
সোসাল মিডিয়া তো ছিলই, বিদেশ থেকে রিটা কাতজ এমনকি জঙ্গি সুপ্রিম কমান্ডার জাওহারিকে দিয়ে বিবৃতি দেয়ানো হয়েছিল বাংলাদেশকে ভয় দেখানো হচ্ছিল। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একজন সুপরিচিত জংলি বিশেষজ্ঞও ইনিয়ে বিনিয়ে এই বিদেশী হত্যাকারিদের 'আইএস জঙ্গি' প্রমান করতে উঠেপরে লেগেছিল। কারনটা হচ্ছে এদের 'আইএস জঙ্গি' প্রমান করতে পারলে বাংলাদেশের সব বিদেশী পালাবে আর বাংলাদেশকে ভিকিরি হতদরিদ্র রাষ্ট্রে পরিনত করে ধর্মিয় জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিনত করবে।
এরপর বাগদাদি খতম হয়ে 'আইএস জঙ্গি' নিশ্চিহ্ন কোনঠাসা হওয়ার কয়েক বছর পর তালেবান উথ্যানে এখন আবার শুরু হয়েছে তালেবান বন্দনা।

২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৪

পাঠক০০৭ বলেছেন: মিস্টার হাসান, আই এম ন্যাট ফুল এগ্রি উইথ ইউ! এটলিস্ট আগে কেউ এই ধরনের কিছু লিখলে যে সামাজিক বাঁধার মুখে পড়ত, এখন সেটা প্রায় দেখা যায় না। আই এ্যাম নট টকিং অ্যাবাউট ব্লগ অনলি, দ্য এ্যন্ট্যায়ার সোশ্যাল মিডিয়া ইজ ফুল অফ দিস ননসেন্স!

৬| ২৬ শে আগস্ট, ২০২১ সকাল ৯:১২

বিটপি বলেছেন: এই ব্লগে তালেবানের পক্ষে কে কবে কোন পোস্ট করেছে আমি জানতে চাই। ব্লগাররা সবাই শিক্ষিত ও বিবেকবান। অসভ্য বন্য তালেবানের পক্ষ নেবার মত কাউকে তো আমি এই ব্লগে খুঁজে পাইনা।

তবে হ্যাঁ, ২০০১ সালে বিশ্বের পরাশক্তি বলে পরিচিত দেশগূলো যেভাবে প্রায় নিরস্ত্র একটি সরকারের উপর অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে জানোয়ারের মত ঝাঁপিয়ে পড়েছিল, ২০ বছর পরে এসে তাদেরকে অসহায় ভাবে নাকানি চুবানি খেতে দেখে আমি ব্যক্তিগতভাবে বেশ আত্মপ্রসাদে ভুগি। কিন্তু তার সঙ্গে এই আশঙ্কাও করি, তালেবানের মাধ্যমে ইসলাম ও মুসলিমদের নেগেটিভ ব্র্যান্ডিং করতে পশ্চিমা বিশ্বের সারমেয় মিডিয়া কতটা তৎপরতা দেখায়।

২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০৭

পাঠক০০৭ বলেছেন: Why? Don't you see with your own eyes? has your own logic and philosophy blinded you? Your main weakness is hesitating to clear your position directly.

You may have forgotten that since 1996, about 20,000 jihadists have been trained in Afghanistan under the leadership of Osama bin Laden. America has used this extremist man for its own interests and made him the reflection of Islam. If you deny the fact and put the blame on the media for yellow journalism then the conversation is over.

The core of the Taliban cannot be changed. Time will say how the Taliban are capable of running a state. The people of this country see a terrorist group as a representative of Islam. This is what bothers me and nothing else.

৭| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৭

শাহ আজিজ বলেছেন: তালেবান বন্দনায় লিপ্ত সবাই চুপ মেরে যাবে যখন তালেবানদের রাষ্ট্র পরিচালনায় অক্ষমতা দেখা দেবে । ক্ষুধায় পুড়বে আফগানরা । ফরেন কারেন্সি নেই যে খাদ্য কিনবে ।

২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০৯

পাঠক০০৭ বলেছেন: One bottle of water costs $ 40!!

৮| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ২:১৪

বিটপি বলেছেন: আমি আবারো বলছি এঈ ব্লগে তালেবান বন্দনা করেছে এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা। যারা তালেবানের ছোটখাট প্রশংসা করছে, তারা জানে যে তালেবানদের এইটুকু প্রশংসার যোগ্যতা আছে।

তালেবান সেদেশে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে এরকম আশা কেউ করেনা। কিন্তু আমরা তাঁদের উত্থানের মাধ্যমে এই মেসেজটুকু পেয়েছি যে কাউকেই গায়ের জোরে দাবিয়ে রাখা যায়না - কিছুদিন স্তিমিত করে রাখা যায় মাত্র। কথাটা ফিলিস্তিনিদের ক্ষেত্রেও একদিন সত্যি হবে ইনশাল্লাহ।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৬

পাঠক০০৭ বলেছেন: আপনি বললে তো হবে না। আপনি খুঁজে পাবেন না এটাতে অবাক হবার কিছু নেই। যারা খুঁজে পাবার, তারা খুঁজে পেলেই হলো।
তালেবান প্রেম তখন মর্যাদা পাবে। তালেবানদের উত্থানে যে ম্যাসেজ পেয়েছেন সেটা বিশ্বাস করলে আপনার আইকিউ নিয়ে প্রশ্ন তুলতে হবে। বাট আই ডোন্ট ওয়ান্ট দিস। Everything that the Taliban have done or are doing so far is a subtle political ploy. Its main purpose is to create a new opponent as well as keeping the region unstable. To understand these issues you need to have a clear idea of ​​international politics, you also need to have a few years of observation on American diplomacy and the power struggle in the South Asia region.

please don't sing for others.

৯| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৪৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলাম। এরকম কিছু পোস্টের লিংক দেন তো দেখি।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৭

পাঠক০০৭ বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে হঠাৎ করে এই সব পোস্ট পড়লে আরাম পাবেন না। কিছুদিন ঘুরাফেরা করুন, নিজেই বুঝবেন।

১০| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩৪

সপ্তম৮৪ বলেছেন: বাংলা হবে আফগান
আমরা হবো ছাত্রভাই

১১| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫১

ঢাবিয়ান বলেছেন: তালেবান আফগানিস্তানের একটি রাজনৈতিক সগঠন যারা বর্তমানে ক্ষমতায় এসেছে। তাদের পক্ষে বিপক্ষে বিভিন্ন মতবাদ থাকতে পারে। আন্তর্জাতিক রাজীতিতেও অনেক দেশ তাদের বিপক্ষে অবস্থান করছে আবার অনেক দেশ পক্ষে অবস্থান করছে। তবে বেশিরভাগ দেশই নিরপেক্ষ অবস্থানে থেকে তালেবান সরকারের কার্যকলার প্রত্যক্ষ করতে চাচ্ছে। সবচেয়ে বেশি যেটা দৃষ্টিকটু হয়ে ধরা পড়ছে সেটা হচ্ছে আমেরিকার আমতর্জাতিক কুটচাল। মুস্লিম দেশগুলোতে আমেরিকার দখলদারি রাজনীতির কথা সবারই জানা আছে। যাই হোক এরই পরিপ্রেক্ষিতে আমাদের দেশের মানুষও যার যার ব্যক্তিগত অবস্থান অনুযায়ী তাদের মতামত ব্যক্ত করছে। কিন্ত এই কারনে আইন শৃংখলা বাহিনীকে ব্লগে নজর দিতে অনুরোধ করার কারন বোধগম্য হল না। মানুষ কি বেয়াইনি কিছু করছে যে আইন শৃংখলা বাহিনীকে ডাকতে হবে?

পোস্টের অনুরোধটা হুমকি/ধামকির মত মনে হল যেটা আমদের দেশের বিশেষ এক শ্রেনীর লোকেরা করে থাকে।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪০

পাঠক০০৭ বলেছেন: হুমকি ধামকির কি পেলে বুঝলাম না। অনুরোধ আবার হুমকি হয় নাকি? নিরপেক্ষ পোস্ট চোখে পড়ে নাই। সবখানেই তালেবানদের নিয়ে সুক্ষ বন্দনা আছে। একটা জঙ্গী সংঘঠনের প্রতি এত ভালোবাসা বিপদজনক।

১২| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: দেশি বিদেশি সমস্ত তালেবানদের ঘৃণা করি।

১৩| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি মনে হয় ব্লগ কর্তৃপক্ষের উপর আস্থা রাখতে পাড়ছেন না। আপনি বিপরীত মতকে সহ্য করতে পাড়ছেন না।

১৪| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩২

কামাল১৮ বলেছেন: সহী ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তালেবান আইএস টাইপের লোকজন দরকার।মডারেট ইসলামের জন্য মডারেট লোকজন দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.