নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিটলা ইস ব্যাক!!!!

খবরদার!!! কোন প্রকার জামাতি ছাগু এই ব্লগে আসবি না।

পাঠক০০৭

মানুষ ভালো জিনিসের চাইতে খারাপ জিনিস বেশি পড়ে। তাই আমার ব্লগে আপনি এসেছেন।

পাঠক০০৭ › বিস্তারিত পোস্টঃ

দ্য ট্রু ফেস অব তালিবান।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২০

তালেবান মুখপাত্র সায়েদ জেকরুল্লাহ হাশিমি বলেছেন, নারীরা মন্ত্রী হতে পারবে না। তাদের উচিত সন্তান জন্ম দেওয়া। নারীরা সমাজের অর্ধেক অংশের প্রতিনিধিত্ব করেন সাংবাদিকের এই মন্তব্যে তিনি বলেন, আমরা তাদের সমাজের অর্ধেক বলে মনে করি না। তারা কি রকম অর্ধেক। অর্ধেক বিষয়টিকেই এখানে ভুলভাবে তুলে ধরা হচ্ছে। এখানে অর্ধেক বলতে তারা কেবল মন্ত্রিসভায় পদ পাওয়াকে বোঝাচ্ছে, অন্য কিছু নয়। যদি তাদের অধিকার খর্ব করা হয়, সেটাই কোনো ইস্যু হিসেবে বিবেচিত হবে না। গত ২০ বছর ধরে মিডিয়া, যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানে মার্কিনিদের পুতুল সরকার যা বলেছিল, তা অফিসে পতিতাবৃত্তি ছাড়া আর কিছু নয়।

অফিসে পতিতাবৃত্তির প্রসঙ্গে সাংবাদিক বলেন, আপনি সব নারীই এমন তা বলতে পারেন না।

উত্তরে হাশিমি বলেন, আমি এখানে সব আফগান নারীর কথা বলিনি। যারা আজ রাস্তায় বিক্ষোভ করছে তারা সব আফগান নারীকে প্রতিনিধিত্ব করে না। আফগান নারী হলেন তারাই যারা সন্তান জন্ম দিয়ে তাদের ইসলামী আদব কায়দা শিক্ষা দেন।


লেটস সি হাউ তালিবান ট্রিট জার্নালিস্টঃ



নেমাতুল্লাহ নাকদি জানান, তিনি যখন বিক্ষোভের ছবি তুলতে শুরু করেন, তালেবান যোদ্ধারা তখন তার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। কেন মারা হচ্ছে, তা জানতেও চেয়েছিলেন নাকদি। উত্তর এসেছে, “তোমার কপাল ভালো যে তোমার শিরশ্ছেদ করা হচ্ছে না।”

জয় তালেবান।



মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৪

সাদীদ তনয় বলেছেন: এসেছে তালিবান, এবার বন্ধ হবে জবান। নাহলে থাকবে না গর্দান।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৬

পাঠক০০৭ বলেছেন: তালেবানদের *** চোষায় দারুন আনন্দ!!

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৭

নিমো বলেছেন: এখনই সার কারখানার অসার বাংলার তালেবান এসে বলবে, চারদিনে তালেবান আফগান বিজয় কেমনে করল? হুহ!আপনি যা দাবি করছেন, সবই আফগান রাজাকারদের প্রোপাগান্ডা, পশ্চিমা গণমাধ্যমের হলুদ সাংবাদিকতা। কেবল মাত্র পশ্চিমা তুমিচোঙ্গায় পাওয়া তালেবানি ভিডিওই সহীহ।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৭

পাঠক০০৭ বলেছেন: বাঁশের কেল্লা, পাইক্কা, আইএসএস আর আদার সব জানোরাররা যা পাবলিশ করে শুধু সেটাই ঠিক। চিল্লাইয়া কন মিয়া!!

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৯

দূরের যাত্রী বলেছেন: বাংলাদেশের চাটা সাংবাদিকদের এই রকম একটা মাইর দেয়া যেতো আহা!

১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪

পাঠক০০৭ বলেছেন: ক্যা?? তোমার বাপদের নিয়া ভালো কিছু লেখে নাই?

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫০

নূর আলম হিরণ বলেছেন: তালেবান সভ্য বিশ্বের সাথে চলার মত মানুষ এখনো হতে পারেনি।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৮

পাঠক০০৭ বলেছেন: থু থু মারি শালাদের উপর

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯

আমারে স্যার ডাকবা বলেছেন: ট্রু ফেস না, অনলি ফেস অব তালিবান। হায়েনাকে বাড়িতে রেখে তার থেকে বিড়ালের আচরন আশা করাই বোকামি। তালেবানি মাঠামোটাদের থেকে আপনি ভালো কিছু আশা করেন? :|

এতকিছুর পরেও কিছু ভক্সোদ বাংলাদেশী এই তালেবান, আইএস, বোকো হারাম এর মতো জঙ্গি ও পথভ্রষ্টদের ইসলামের ঝান্ডাধারী বলে মনে করে। :-<

১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৮

পাঠক০০৭ বলেছেন: এরা আসলেই ভোক্সোদ!! এগো মা বইনরে আফগানিস্থান পাঠানো উচিত।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১

দূরের যাত্রী বলেছেন: সেটাই তো চিন্তা করি। আমেরিকা চইলা গেলেও ইন্ডিয়া - বাংলার সাংবাদিককুল আর আপনাদের মত কিছু ছাগলের তিন নাম্বার বাচ্চারা যুদ্ধ চালাইয়া যাইতেছেন। এটা কম সাহসিকতার না। চালাইয়া যান। আজ হোক কাল হোক শাহবাগের মত বিরানি আর কন্ডমের সাপ্লাই আসবেই।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৭

পাঠক০০৭ বলেছেন: আরে মিয়া থামো! তোমার মত সো* চোষা তালেবান সাপোর্টারের চাইতে ছাগলের তিন নাম্বার বাচ্চার প্রেস্টিজ জ্ঞ্যান বহুত ভালো। যাদের জন্ম নারীদের থেকে হয়, ওখন সেইটা ছাগল হোক আর মানুষ তারা নারীগো নিয়া এমনটা ভাবতে পারে না। আর যারা তোমার মত জন্ম মানে দুই আবাল ছাগু যখন কুত্তা পাগল হইয়া লাগালাগি কইরা কন্ডম ফাটায় যাগো জন্ম দেয়, যাগো জন্মের জন্য কোন মা লাগে না, তারাই এই সব সমর্থন করে।

বাংলাদেশে তো তালেবান নাই মন খারাপ কইরা কি যে ঘোড়ার উপর বইসা আছো সেই ঘোড়ার *** চোষো??
শাহবাগের আন্দোলন তোগোর বহুত বাপের ফাঁসি দিসে তো, তুই তো ম্যাতাকার করবি।

সামু এখনও ছাগু পালে দেখি।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪

নিমো বলেছেন: দূরের যাত্রী বলেছেন: আজ হোক কাল হোক শাহবাগের মত বিরানি আর কন্ডমের সাপ্লাই আসবেই।
আহারে! আপনার মত খাদ্য ও স্বাস্থ্য উপদেষ্টারই তো দরকার এখন তালেবানের।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

পাঠক০০৭ বলেছেন: নিজেকে কন্ট্রোল করছি। ছাগুদের গাইল্লানোর কারনে আমার আগের নিক বন্ধ কইরা দিসে!

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২

কামাল১৮ বলেছেন: নারীর জ্ঞান বুদ্ধি পুরুষের অর্ধের।হাদিস কোরানে আছে।তালেবানকে না বলে আল্লামিয়াকে বলেন।আল্লাহকে কাঠগড়ায় দাঁড় করান।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৪

পাঠক০০৭ বলেছেন: আপনি আচোদা কথা বইলেন না। ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃতি বন্ধ করেন। স্টপ মেকিং ফুল ইউরসেলফ। ইসলাম বিরোধীতার নামে আপনার ল্যাদানো হাস্যকর।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪০

শাহ আজিজ বলেছেন: খানিক আগে টুইটারে একজন আফগানকে খালের পানিতে চুবিয়ে ধরে পেটানো হচ্ছে , তার পা দুটো বাঁধা । এতো কেউ মোবাইলে ধারন করেছে , আরও কত তালেবানি বর্বর জারজ মানুষকে ধরে চুবাচ্ছে বা পেটাচ্ছে কে জানে ।
নিরাপদ লিঙ্ক তালিবান

১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৬

পাঠক০০৭ বলেছেন: দেখছি। দেখেন গিয়া চুরি টুরি কিছু একটা করছে। বা অন্য কিছু। এইভাবে তালেবানরা ১৪০০ বছরের আগের পৃথিবীতে ফিরা যাইতে চাইতেছে।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৬

বিষক্ষয়_রিটার্নস বলেছেন: তালেবান আওয়ামিলীগ থেকে এখনও গুম করাটা শিখতে পারলো না............তালেবান আওয়ামিলীগ থেকে এখনও গুম করাটা শিখতে পারলো না....................... ...........

১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২২

পাঠক০০৭ বলেছেন: ব্যস তাইলে তো ল্যাঠা চুইকা গেলো! আওয়ামিলীগ আর তালেবান এক, দুইটাই সাংবাদিক পিঠায়।

উপরে একজন তো প্রকাশ্যে তালেবান প্রেমের কথা স্বীকার করছে, হোক সে ছাগু, তালেবানজন্মা তাও তার মোরালিটি আছে। তোমার তো সেইটাও নাই! মনে রাখবা, ছাগুদের গায়ে একটা গন্ধ আছে, হাজার চেষ্টা করলেও সেটা লুকানো যায় না।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৫

দূরের যাত্রী বলেছেন: বিশাল তো খিস্তি আওড়ালেন। তো তালেবানরা নারীদের কী এমন ভাবে ট্রিট করে যার জন্য আমার জন্ম পর্যন্ত টেনে নিয়ে অনেক কিছু ছিড়লেন আর চুষলেন! তালেবানের হাতে বন্দী হয়ে পশ্চিমা নারী সাংবাদিক স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। আর বাংলার ধর্ষণে সেঞ্চুরি উদযাপনকারী ধর্ষক লীগের চামচারা আফগান নারীদের চিন্তায় ঘুমাইতে পারেনা।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৮

পাঠক০০৭ বলেছেন: ধুর!! তুমি তো মিয়া দেখি বকলম ছাগু!!! পোস্টে কি লেখা আছে সেটাও পড়তে পারে না।
আসছে ম্যা ম্যা করতে।



১২| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫১

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: আফগানরা ঐতিহাসিকভাবেই দুঃসাহসিক। শিক্ষা-দীক্ষার চেয়ে অস্ত্র-যুদ্ধকে লালন করেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

পাঠক০০৭ বলেছেন: হুম। সত্য বলেছেন।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:১৯

দূরের যাত্রী বলেছেন: এই উচ্চ শিক্ষিত দুপেয়ে বলদ, এখন পিছলাও ক্যান? নিজের মা বাপকে গালি শুনাইতে মনে চায়? ৬ নং কমেন্টের প্রতিউত্তরে লিখোস নাই যে
"যাদের জন্ম নারীদের থেকে হয়, ওখন সেইটা ছাগল হোক আর মানুষ তারা নারীগো নিয়া এমনটা ভাবতে পারে না। আর যারা তোমার মত জন্ম মানে দুই আবাল ছাগু যখন কুত্তা পাগল হইয়া লাগালাগি কইরা কন্ডম ফাটায় যাগো জন্ম দেয়, যাগো জন্মের জন্য কোন মা লাগে না, তারাই এই সব সমর্থন করে।"

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

পাঠক০০৭ বলেছেন: মা**** পোলা, তুর তালিবান বাপদের সো*** চুষতে মন চাইলে গিয়ে চুষ। আমার এইখানে ল্যাদাস কেন?
Taliban ban girls from secondary education in Afghanistan

যা, আল জাজিরারটাও দিলাম।
Taliban says classes resume for Afghan boys, no mention of girls

now go and fu*** youself.

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:১১

কামাল১৮ বলেছেন: থুতু যে মারলেন কার উপর মারলেন।তারা তো আল্লার দেখানো পথেই চলছে। কোন কাজটা আল্লার হুকুমের বাইরে করছে যদি বলেন আমি হাদিস কোরান দিয়ে প্রমান করার চেষ্টা করবো।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

পাঠক০০৭ বলেছেন: ঠিক আছে। পোস্ট দিন। এখন পর্যন্ত তো আপনার একটি পোস্টও পড়ার সৌভাগ্য হয় নি। আপনার জ্ঞানের পরিমানের একটা ট্রেলার দেখি। ইসলাম নিয়ে আলোচনার সুযোগ থাকলেই আপনার আর চাদগাজী সাবের লাফালাফি দেখে চিড়িয়াখানার গাধার লাফালাফির কথা মনে পড়ে। বাট দ্য ফ্যাক্ট ইজ - না জেনে শুনে তো তর্কে যেতে পারি না। নইলে কোথায় নেমে যেতে হবে কে জানে?

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৬

বিষক্ষয়_রিটার্নস বলেছেন: যে জন যুক্তিতে না পারি করে গালাগালি
জন্ম কোথা তার নির্নয় না জানি

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০০

পাঠক০০৭ বলেছেন: তুমার মত মাড়খোড় ছাগলদের খুপড়ি সাধারন কমনসেন্সের ভারই নিতে পারে না, আবার আসছে যুক্তির দাবি নিয়া। উপরে দেখো দুইটা লিংক দিসি পড়ো। লজ্জা শরম থাকলে কিছুটা নিজের উপর এপ্লাই কইরো, তখন বুঝবা গালি কেনো দিসি।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৫

আশাবাদী অধম বলেছেন: পথিক পথ দিয়ে চলে। কুকুর কুকুর ঘেউ ঘেউ করে। তা উপেক্ষা করেই পথিককে গন্তব্য পথে এগিয়ে যেতে হয়। কিন্তু উপদ্রব বেড়ে গেলে মাঝে মধ্যে পিঠে লাঠির দু ঘা বসিয়ে দিতে হয়। এইগল্পে কে কুকুর সেটা আমি বলবোনা। এককুত্তার টিভি ও এই জাতীয় মিডিয়ার সাংবাদিকদের দেখে জনগণই বলবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২

পাঠক০০৭ বলেছেন: তুমি এই সবই বলবা। বহু আগে থেকেই ব্লগে তোমার ছাগলামি চলতেছে। নিজের সম্পর্কে মাইকিং করবা না। জারজ এবং দাসীকামীরাই এই ধরনের কাজ সমর্থন করে।
Taliban ban girls from secondary education in Afghanistan
Taliban says classes resume for Afghan boys, no mention of girls

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৩

বংগল কক বলেছেন:

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৪

পাঠক০০৭ বলেছেন: মিঃ তালেবানী ল্যা**ড়া ওরফে বাংলার ধ* ওরফে বংগল ককঃ
Taliban ban girls from secondary education in Afghanistan

Taliban says classes resume for Afghan boys, no mention of girls

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪

রানার ব্লগ বলেছেন: আপনি দয়া করে তালেবান সরকারের প্রতিনিধিদের লিস্ট দেখেন সব কয়টা ধুর্ত ক্রিমিনাল !!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

পাঠক০০৭ বলেছেন: তালেবানদের আমি সমর্থন করি না। এদের কারনে ইসলাম ফোবিয়া সারা বিশ্বে বাড়ছে। আর তাদের এদেশীয় জারজ সন্তানরা মনে করছে - তারা ইসলামের ঝান্ডা উড়াচ্ছে।

৯/১১ এর পর এখানে কাজ করার সময় প্রতি মুহুর্তে টের পেতাম - ইসলামফোবিয়া কি জিনিস।

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৪

নগরবালক বলেছেন: যারা মাদক বেচে ধর্মের নামে যুদ্ধ চালায় , যাদের ধর্ম নারীর বুক পেট আর কাপড়ের দৈর্ঘে সীমাবদ্ধ তাদের ব্যাপারে মন্তব্য করতে ইচ্ছা হয় না।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

পাঠক০০৭ বলেছেন: অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.