নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নারীর কণ্ঠরোধের যুগ শেষ—এখন সময় সত্য বলার।

শারমিন নাহার নিপা

আমি নারী, আমি মানুষ, আমি প্রতিরোধ

শারমিন নাহার নিপা › বিস্তারিত পোস্টঃ

দ্য ট্রু ফেস অব তালিবান ৩ - পিএইচডি ডিগ্রিধারীকে সরিয়ে বিএ পাস উপাচার্য দিল তালেবান ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩১

মাদারে বর্বর তালেবানরা কাবুল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী ভাইস চ্যান্সেলরকে সরিয়ে এক বি এ পাস শিক্ষককে উপচার্য হিসাবে নিয়োগ দিয়েছে। মাথা ভর্তি শুধু বীর্য থাকলে নারীদের পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসানোর চিন্তা করা যায় এবং নিয়মিত গাধা ও পাঠা সহবাস করলে পিএইচডি ডিগ্রিধারী ভাইস চ্যান্সেলরকে সরিয়ে এক বি এ পাস শিক্ষককে উপচার্য হিসাবে নিয়োগ দেয়া যায়। তারপরও দেখবেন এই ব্লগের কিছু মাদারে তালেবান ছানা তালেবানদের মধ্যে ইসলামের বাতাস দেখে শিহরিত হয়ে এই বর্বর, সন্ত্রাসী গোষ্ঠির ইয়ে চাটবে।

যে বি এ পাস ব্যক্তিকে উপচার্য বানানো হয়েছে সে নিজেও বর্বর পন্থী। ফলে তালেবানরা যোগ্য ব্যক্তি খুঁজে পেয়েছে।

কোথায় আমাদের ব্লগের সেই সব তালেবান সমর্থনরা?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৫৭

কামাল১৮ বলেছেন: আজকে একটু বেশি রেগে গেছেন মনে হয়।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
তালেবানিদের নিয়ে ভেবে আমাদের ব্রেন নষ্ট করে লাভ নেই।
যেখানে তালেবদের বাবা পাকিস্তানেই ভয়ে কেউ যায় না।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:১৪

সোহানী বলেছেন: এইসব পাগলরে নিয়া চিন্তা কইরা মাথা নষ্টের কোন মানে নাই। তারা নিজের ইহকাল পরকাল ম্যানেজ করুকগে, আমাগো কি!! আর যাহারা অতি উৎসাহী তাদেরকে পরের ফ্লাইটে চীরদিনের জন্য সেখানে পাঠানো হোক।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৫৫

বিটপি বলেছেন: যারা সব কাজ বাদ দিয়া তালেবানের ইয়ে নিয়ে পড়ে থাকে, তাদেরকে আমার তালেবানের চেয়ে কোন উন্নত কোন শ্রেনীর প্রাণী বলে মনে হয়না।

পিএইচডি? আমাদের ঢাবির যেসব উপাচার্য গত কয়েক বছর ধরে দেখছি, এর চেয়ে ইংল্যান্ডের অখ্যাত ইউনির এক স্নাতক আমার ধারণা বিশ্ববিদ্যালয় ভালো চালাতে পারবে। তাই পিএইচডি কোন প্রশাসনিক যোগ্যতা বলে আমার মনে হয়না।

১৮ ই মার্চ, ২০২২ ভোর ৪:০৮

শারমিন নাহার নিপা বলেছেন: আপনি এবং আপনার নিক ভাই নীল ছাগল এই ব্লগের সবচেয়ে বড় বিনোদন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.