![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ ভালো জিনিসের চাইতে খারাপ জিনিস বেশি পড়ে। তাই আমার ব্লগে আপনি এসেছেন।
ব্লগে আসতে এখন আর আগের মত আরাম পাই না। বিদেশ ভুঁইয়ে কাজ করি, দেশের গন্ধ পাওয়ার জন্য ব্লগে ঢু মারি। কিন্তু ইদানিং ব্লগে যে সব পোস্ট দেখি সেইগুলো পড়ে কোন আরাম পাই না। হাতে গনা দুই অল্প কিছু পোস্ট ছাড়া ভালো কোন পোস্ট নাই। সবচেয়ে বেশি কমেন্ট আসে ধর্ম বিষয়ক পোস্টে। আগে আস্তিক নাস্তিক ক্যাচাল হইত এখন ক্যাচাল হয় আস্তিক বনাম আস্তিক। হাদীস নিয়া এক পোস্ট আসছে, সেখানে মারামারি করতেছে আস্তিক বনাম আস্তিক। এক সময় আস্তিক ভাইয়েরা ধর্ম প্রচারের জন্য যুদ্ধ করছে নাস্তিক ভাইদের বিরুদ্ধে, নাস্তিকদের অধ্যায় শেষ। এখন কামড়াকামড়ি চলতেছে নিজেদের ভেতরে। এর পরের স্টেজে আস্তিক ভাইয়েরা কার সাথে যুদ্ধ করেন সেটা দেখার বিষয়। দেখা যাবে ডান হাত দিয়া বাম হাতরে দাবাইয়া বলতেছে - শালার বাম হাত! তুই শয়তান। কোপা! কোপাকোপিতে বাম হাত শহীদ হবার পর যুদ্ধ শুরু হবে ডান হাতের বিরুদ্ধে। ডান হাত গেলে যুদ্ধ হবে মুখ দিয়া। এইভাবে আস্তিক ভাইদের দেহের বাকি অন্য ভিন্নমত না নেয়ার কারনে নিজেকে নিজে শেষ করে দিয়ে পৃথিবী থেকে ধর্ম দুরে দিবেন।
আল্লাহ বলছেন একদিন দুনিয়াতে তাঁর নাম নেয়ার কেউ থাকবে না আর সেদিনই কেয়ামত হবে। আগে বুঝতাম না, দুনিয়ায় কিভাবে আল্লাহ নাম হারাইয়া যাইতে পারে। এখন বুঝছি, কিভাবে ঘটনাটা ঘটবে। এইভাবেই হাত পা মুখ কৃতকর্মের সাক্ষী দিবে।
রাজনীতি নিয়া পোস্ট লিখে সোনাগাজী মিয়া। দুনিয়ার সবাই ভোদাই, সে একমাত্র চালাক। দুনিয়ার কারো মাথায় মাল নাই, সব মাল তার ভেতরে আটকা পড়ছে। ফলে মাঝে মাঝে যখন কিছু মালের বোঝা কমে, শান্তি পাইলে দুই চাইরটা পোস্ট প্রসব করে যেখানে মোটামুটি লজিক থাকে, আলোচনা করা যায়। ব্লগ টিমকে পরামর্শ সোনাগাজী যেন মাল বর্জন সংক্রান্ত কোন জটিলতায় না পড়ে। অবশ্য এই কাজ ভালো করতে পারবে উনার দুই মুরিদ - রাজীব নূর আর বিশিষ্ট মডেল হান্টার।
অবশ্য একজন ভগ্নমনস্কতা বা সিজোফ্রেনিয়া রোগী হিসাবে নুর সাহেবের প্রতি আমার সমবেদনা আছে। ব্লগার নূরু আবার নিজেকে সিজোফ্রেনিয়ার রোগী ভাইবেন না। টুকলিফাইকে সম্পাদনার নামে আনাম পোস্ট হিসাবে চালানোকে আপনি একটি শিল্পে পরিনত করেছিলেন। কিন্তু ইহা যে শিল্প হিসাবে স্বীকৃতি পাইছে - তাহার প্রকৃত লেখা আছে 'আলিবাবা ও ৪০ চোরের' মধ্যে।
বুঝলাম এই ব্লগে এখন আর বিজ্ঞান, প্রযুক্তি, গল্প, প্রবন্ধ বা ফিচার নিয়ে লেখার লোকগুলো নাই। অপু তানভীরকে ধন্যবাদ তিনি এক সময়ে সকল সিচুয়েনে প্রেমে পড়ার গল্প লেখার হাত থেকে বেরিয়ে এসেছেন। একটা সময় ছিলো যখন এমন কোন ঘটনা বা পরিস্থিতি ছিলো না যার প্রেক্ষিতে তিনি প্রেমে পড়ার গল্প লিখতে পারতেন না। ধরেন নায়ক বাথরুমে গেলো প্রবল প্রাকৃতিক চাপে হয়ত দেখা গেলো বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে সামনের বাসার কোন মেয়েকে দেখে তিনি মুগ্ধ হয়ে প্রেমে পড়ে গেলেন।
তখন ব্লগে ইটিশ পিটিশ করার মত অনেক মেয়ে ব্লগার ছিলো। তারা এই সব গল্প প্রচুর খেত! ভাগ্যিস ঐ টাইপের মেয়েরা এখন আর ব্লগিং করে না। নইলে আমাদের ব্লগের অনেক নারী ব্লগার তাদেরকে অভিশাপ দিতেন এই ধরনের নন ইসলামিক কাজ করার জন্য। কিন্তু নিজেরা আবার চামে চিকনে ফিসফিস করে আসতেন। তো এখন অপু বিভিন্ন ভ্যারাইটি বিষয়ে লিখছে বা চেষ্টা করছে এটা ভালো।
তবে নতুন ব্লগারদের জন্য এখনও ভাগ্য ভালো। আমাদের সময়ের কিছু ব্লগার এখনও ব্লগিং করে যাচ্ছে। এদের থেকে নতুন ব্লগারা কতখানি শিখছে আল্লাহ ভালো জানেন। যেমন, ব্লগার সোনাবীজ ও ধুলোবালি ছাই, আহমেদ জি এস, জুন, মনিরা সুলতানা প্রমুখ এবং পরবর্তীতে যুক্ত হয়েছেন সেনাবাহিনীর এক সাবেক অফিসার - খায়রুল আহসান ভাই সহ আরো দুই একজন ব্লগার। আমি পুরানো ব্লগার হইলেও আমার কাছ থেকে কিছুই শেখার নাই।
ব্লগ টিমের কাছে কোন আশা নাই। আমার পুরানো আইডিতে এখনও ঢুকতে পারতেছি না ইমেইল পরিবর্তন না করে দেয়ায় জন্য। তারা গাটের পয়সা খরচ করে ব্লগ চালাচ্ছে এটাই বড় ব্যাপার। মামলা হামলা আর তো কম হলো না এই ব্লগ নিয়ে। তবুই এই ব্লগে আসি, কারন বাংলা ব্লগ মানে সামুকে মনে হয় আমাদের নিজেদের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম। আমি ব্লগ টিমকে একটা আইডিয়া দিয়ে মেইল করেছি, দেখা যাক তারা কি বলে! বিদেশে কাজের ফাঁকে যখন ব্লগ ঢুকি, তখন বুকের মধ্যে একটা ধুপধুপ হয়!
০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৭
পাঠক০০৭ বলেছেন: চালাইয়া যান।
২| ০৩ রা আগস্ট, ২০২২ ভোর ৫:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: রেডিকুলাস পোস্ট। আপনাদের সময় আবার কি? ৯ বছরে ৯ টা পোস্ট দিসেন, তাও তালেবান মালেবান টাইপ ম্যাওপ্যাও পোস্ট। রাজীব দিসে ৫০০০ এর কাছাকাছি পোস্ট। কাউকে হেয় করে পোস্ট দেয়া দরকার দিয়ে দিসেন। কারণ তারা আপনার সাথে লাগতে আসবেনা। জুন আপু, সোনাবীজ ভাই, মনিরা আপা, খায়রুল ভাই এর প্রশংসা করসেন কারণ তাদের হেডম আছে। আর রাজীব, নূরু ভাই ও কিংবদন্তী ব্লগার চাঁদগাজী কে পচায়সেন কারণ তারা প্রতিবাদ করতে গেলে ক্ষমতাধররা এসে আপনার পক্ষ নিয়ে উনাদের গালি দিবে। টুকলিফাই করা পোস্টের লিংক কত গুলো নিবেন? শুধু একজনরে পাইলেন! ১৬ বছরে কপি পেস্ট পোস্টের লিংল কত নিবেন? শুধু একজনের নাম নিলেন? আর চাদগাজীর নাম নিসেন আপনি! সিরিয়াসলি!! সোনাগাজী নিক থেকে ৫ মাসে ১ লাখ হিট ৫০০০ মন্তব্য পাওয়া ও ৫০০০ মন্তব্য দেয়া রেকর্ড ১৬ বছরে কোন ব্লগারের আছে দেখি লিংক দেন।
নিরপেক্ষ হউন। মানুষের মত আচরণ করুন। ছোট লোক ছাড়া কেউ অপরকে অসম্মান করে না। দেখি ব্লগে মাল্টি নিকে বা ছদ্মনামে যারা হেডম দেখায় দেখি তাদের একজনের নামে নেগেটিভ কিছু বলেন। নাকি তারা ফেরেস্তা?
০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৭
পাঠক০০৭ বলেছেন: আমার সন্দেহ ছিলো, আপনি আপনি একজন বি** ছাড়া বলদ - এইটা আজকে প্রমানিত হইলো। পরে বুঝলাম, আপনি শুধু ঐটাই না, আপনি হারেম খানার খোজা প্রহরী। আপনাকে নিয়ে একটা সুন্দর কবিতা আছে।
তুমি আমার প্রাসাদের খোজা প্রহরী
বিশ্বস্ত, সদাচারী ভৃত্য তুমি আমার।
মুক্তোখচিত তরবারি হাতে দণ্ডবৎ রইবে চির প্রহরায়।
খোজা হিসাবে আপনাকে সম্মান দিলাম। এই কারনেই নারীরা আপনার কাছে নিরাপদ ও সখী।
তবে খোজা ভাই - যেটা আপনার নাই (দুটো ছোট ছোট গোল জিনিস) সেটা দিয়ে লেখাটা না পড়ে যদি মাথায় যে থকথকে মগজটা আছে ঐটা দিয়ে পড়েন - তাহলে দেখবেন আমি সেটা লিখেছি ব্লগার নুরু ভাইয়ের জন্য। ভদ্রলোক একজন স্বঘোষিত সম্পাদক। বিভিন্ন স্থান থেকে টুকলিফাই করে সম্পাদনা করতেন এক সময়। এখন এইটা অবশ্য বন্ধ।
জুন আপা, সোনাবীজ ভাই, আহমেদ জী এস ভাই, মনিরা আপা, খায়রুল ভাই সহ আরো বেশ কিছু ব্লগারদের প্রশংসা করছি তাদের মেধা ও মননের জন্য, তাদের হ্যাডমের জন্য না। অবশ্য আবারও আপনি, যেটা আপনার নাই, (দুটো ছোট ছোট গোল জিনিস, দুই পায়ের ফাঁকে গোপনঅঙ্গের নিচে থাকে) সেটা দিয়ে পড়ার চেষ্টা করছেন বিধায় এই অবস্থা হইছে।
খোজা ভাইয়া শুনেন - ৫০০০ পোস্ট বা ৫ লক্ষ পোস্ট দিয়া ব্লগারদের যাচাই হয় না। আফসোস, এটাও বুঝবেন না ঐ একই কারনে( যা নাই তা দিয়ে পড়ার কারনে)
৩| ০৩ রা আগস্ট, ২০২২ ভোর ৫:৫০
জ্যাক এলবার্ট বলেছেন: ব্লগের ভেতরও রাজনীতি মারামারি।
০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:০০
পাঠক০০৭ বলেছেন:
৪| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ৭:৫৪
কামাল৮০ বলেছেন: পোষ্টে একটি কথাই গুরুত্বপূর্ণ বনেছেন,”আমার কাছ থেকে কিছুই শেখার নাই”।
০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:০০
পাঠক০০৭ বলেছেন: জী। ঠিক বলছেন। আপনাকে দেখে অনুপ্রানিত হইছি।
৫| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ৭:৫৫
কামাল৮০ বলেছেন: বলেছেন হবে।
৬| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ৮:২৭
তানভির জুমার বলেছেন: মডেল হান্টার কইয়া ত মিয়া চেতায়া দিলেন।
মোহাম্মদ গোফরান বলেছেন: রেডিকুলাস পোস্ট। আপনাদের সময় আবার কি? ৯ বছরে ৯ টা পোস্ট দিসেন, তাও তালেবান মালেবান টাইপ ম্যাওপ্যাও পোস্ট.
ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে পোষ্ট করলে ক্যাচাল হয় না, মগজে হাফ নাস্তিকতা সেট করে ইসলাম ধর্ম নিয়ে পোষ্ট দিলে সমস্যা। দেখা গেল যেকোন ২ ক্যাটাগরীর ২ টা হাদিস সনদ সহ বলতে পারবে না, তারাই হাদিস কে প্রশ্নবিদ্ধ করে পোস্ট দেয়।
ইসলাম ধর্ম অন্য ধর্মের মত না, যা মনগড়া সব কিছু সহ্য করবে। If you are tolerant of everthings , then you stand for nothings.
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৩
পাঠক০০৭ বলেছেন: হ্যাঁ, খোজা ভাই একটু চেতছে বটে, তবে আপনি আবার চেইতেন না। কেউ শারিরীক ভাবে খোজা হয় আবার কেউ মানসিকভাবে। এই যেমন দেখেন না, আপনার ভাষায় হাফ নাস্তিকতা নিয়ে ইসলাম ধর্ম নিয়ে পোস্ট দিলে সমস্যা। অবশ্য আল্লাহ মনে হয় আপনাকে বিশেষ গুন দিসে, নাস্তিক বা ইসলাম বিদ্বেষী চিহ্নিত করার ব্যাপারে। কয়েকটা পোস্টে আপনার মন্তব্য দেখে তাই মনে হলো, আপনি আবার চেইতেন না।
আপনি যে ইসলাম রক্ষায় ব্লগে যুদ্ধ করছেন এই যুদ্ধে আপনি গাজী হিসাবে বেঁচে থাকেন, তবে বাচতে বাচতে আবার সোনা গাজী হইয়েন না। ইতিমধ্যে মগজ টগজ কি সব বলে আপনি সন্দেহ কিছুটা বাড়িয়ে দিয়েছেন।
৭| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ৯:৪২
জ্যাকেল বলেছেন: উচিত কথায় বিলাই বেজার হইবে তাতে কুনো সন্দেহ নাই। তবে আমি তো আবার অন্য ধাঁচের, ধর্মীয় ক্যাচালে আমি জড়িত আছি বলে আমারও বেজার হইবার কথা ছিল। কিন্তু আমি উহাতে বরং আনন্দিত হইলাম এই কারণে- আপনার মত অনেকে আছেন যারা লগিন না করলেও ব্লগে আসেন।
তবে আমার আপত্তি আছে হেডলাইনে, এই কথাটা অবাস্তব না সত্য তবে ইহা ভেতরে দিলেই ভাল ছিল।
ধইন্যবাদ।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৭
পাঠক০০৭ বলেছেন: থ্যাংক্স! উচিত কথায় বিলাই বেজার - এটা হয়ে আসছে। এমন কি সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য।
ভাই বিদেশে আমরা যারা কামলা খাটি তাদের জন্য সারাদিনের কাজের মধ্যে লেখালেখি খুবই কঠিন। এই সময়ে আমার ঘুমের কথা। কিন্তু রাত থেকে ফোনে গুতাগুতি চলছে। আমার ডিউটি ছিলো কিন্তু সেটা আজকে ক্যান্সেল হয়েছে। ঘুমকে পুরাই তামা তামা করে ফেলছে। পোস্ট দিসিলাম, কমেন্ট পড়তে আসলাম।
আমি পাঠকই থাকব চেষ্টা করব মাঝে মাঝে লিখতে। কিন্তু কমেন্টে আমারে পাবেন।
৮| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ৯:৫৩
শেরজা তপন বলেছেন: পড়লাম
দীর্ঘদিনের পর্যালোচনা। কাউকে কাউকে ক্ষেপিয়ে দেবার মত বেশ কিছু কনটেন্ট আছে।
আমার মনে হয় আপনারও হাত খুলে লেখা উচিৎ। অন্য ব্লগারেরাও যেন আপনাকে নিয়ে সমালোচনা করার সুযোগ পান।
ব্লগ আর আগের মত নাই। এই কথা বলে সবাই যদি হাত গুটিয়ে বসে থাকে তবে পরিস্থিতি আরো শোচনীয় হবে বৈ কি!
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:০৬
পাঠক০০৭ বলেছেন: শেরজা ভাই, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনার নামও আমার পোস্টে উল্লেখ্য করা উচিত ছিলো। আপনিও দীর্ঘ সময় থেকে ব্লগে আছেন। বর্তমান অবস্থা দেখেন - পোস্টের কন্টেন্টের চাইতে পোস্ট সংখ্যা দিয়ে ব্লগারকে বিবেচনা করে। হাসুম না কান্দুম!
সময় পেলে লিখব। লেখার পর কমেন্টের রিপ্লাই দিতে না পারলে খুবই বিরক্ত লাগে। তাই পোস্ট কম দিই।
৯| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ১০:০৩
সোনালি কাবিন বলেছেন: দুষ্ট মিষ্ট পোস্ট ।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:০৭
পাঠক০০৭ বলেছেন:
১০| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ১০:০৯
সাসুম বলেছেন: হাহাহাহাহাহ, এইটা কি দিলেন মিয়াভাই! হাহাহাহাহহা
বাই দা রাস্তা- @গোফরানঃ গতকাল জাদিদ ভাই আপনাকে একটা ফ্রি ফ্রি দামী পরামর্শ দিয়েছিলেন। - অন্য কোন ব্লগারের ছায়ায় বাঁচার চাইতে নিজের যোগ্যতায় বাঁচুন।
এটা আসলেই দামী কথা, অন্যকে চেটে উপরে উঠা যায়না, সম্মান পাওয়া যায়না, সমাজে স্থান পাওয়া যায়না। দুনিয়া সহমদ্ভাই না। দুনিয়াতে দাগ রাইখা যাইতে হলে- নিজের চোখ, জ্ঞান, বুদ্ধি, ব্রেণ কে কাজে লাগাতে হয় ইন্ডিভিজুয়াল ভাবে!
এই যে একটা চমৎকার পোস্টে আইসা লেদাইলেন- এটাতে আপনার নিজের সম্মান কমেছে, অন্য কিছুনা! সবাইকে বুঝিয়ে দিয়েছেন আপনি কি জিনিষ। বিরক্ত হইলাম কমেন্টে।
@লেখক- সুন্দর পোস্টের জন্য সাধুবাদ। ভালোবাসা জানবেন।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:০৭
পাঠক০০৭ বলেছেন: বাদ দেন, খোজা ভাইকে আর কিছু বইলেন না। উনি বিশাল আত্মত্যাগ করছে।
আপনেও ধইন্না লন!
১১| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা ঠিক আগের মত ভাললাগেনা কিন্তু ভাল ব্লগার ও পুরাতন ব্লগাররা এই ছুতায় ব্লগে আসা বন্ধ করছে বলেই এই পরিস্থিতি। সবাই একটু সময় দিন, লিখুন- পড়ুন ব্লগ ভরে যাবে। প্রানবন্ত লাগবে।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:০৯
পাঠক০০৭ বলেছেন: ধন্যবাদ। আপনারা লেখক। আপনাদের সামনে থাকতে হবে।
১২| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
আগে কেমন আনন্দ পেতেন?
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:০৯
পাঠক০০৭ বলেছেন: ফিল লাইক অর্গাজম!
১৩| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৪
জুল ভার্ন বলেছেন: আপনি নিজেই ব্লগে নিয়মিত হয়ে দৃষ্টান্ত তৈরী করুন। শুভ কামনা।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:১০
পাঠক০০৭ বলেছেন: চেষ্টা করব জুলভার্ন ভাই। আপনার জন্য শুভ কামনা!
আপনিও অনেক পরিবর্তন হয়ে গেছেন। হয়ত চান না অহেতুক ঝামেলা করতে। আপনার ব্লগিং তো এখনও আমাদের কাছে পছন্দের।
১৪| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:১১
রেজাউল৯০ বলেছেন: নূতন যারা আস্তেছেন তাদের মাঝে শক্তিশালি হয়ত দুচারজন আছেন, তবে আজকেও দেখলাম একজন বলেছেন- কতদিন লিখলে প্রথম পাতায় জায়গা পাওয়া যায়?
তরকারি মরকারি ৩/৭ দিনে সেফ হয়, কিন্তু একাধিক ভাল ব্লগার দেখেছি কয়েকমাসেও সেফ হয় না। ফলে আগ্রহ হারিয়ে ফেলে।
বিদেশে কাজের ফাঁকে যখন ব্লগ ঢুকি, তখন বুকের মধ্যে একটা ধুপধুপ হয়!
একজন বক্ষব্যাধি বিষেশজ্ঞ দেখায়ে নিবেন।
কয়েকদেিন আগে একজন প্রবাসি জ্ঞানের আধার জানায়ে গেলেন কাজের সময়ে ব্লগিং করা বাংলাদেশের ইসটুফিডদের দ্বারা সম্ভব। বাইরে যারা থাকে তারা এরকম কর্তেই পারে না।
আমি পুরানো ব্লগার হইলেও আমার কাছ থেকে কিছুই শেখার নাই।
অশিক্ষা মূলক কিছু লেখাই পোষ্টাইয়েন। ছেলিব্রিটিদের কমেন্ট থেইকাই আমরা না হয় কিছু শিকে লিবো।
পুষ্টের দু-চার জায়গার চরম দ্যাছেন!।
(অপু প্রেমিক মানুষ, প্রেম নিয়েই লিখবে। তবে আগেও প্রেম-পিরিতের বাইরে রাফায়েল সিরিজ লিকতো, এখন রাফায়েল লেখা বাদ দিয়েছে, নতুন চাকরির চাপে প্রেম ও হয়তো বাদ যাবে, তার পরে প্রেমের লেখাও হয়তো বাদ যাবে )
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:১৩
পাঠক০০৭ বলেছেন: এই সেফ ইস্যুটা ব্লগের একটা ব্যাপার। আগেও সেফ হতে অনেক সময় নিতো!
অশিক্ষা মূলক কিছু লেখাই পোষ্টাইয়েন। - হুজুগে এই পোস্ট লিখে কিছুটা বিব্রত হইছি। কে কি মনে করে। কিন্তু কমেন্ট পড়ে আর মন খারাপ নাই। বিশেষ করে খোজা ভাই দারুন আনন্দ দিয়েছেন।
অপু তানভীর লিখুক। সবাই লিখতে পারে না।
১৫| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:১৫
খায়রুল আহসান বলেছেন: ব্লগে আসতে আগের মত আনন্দ না পেলেও, আপনি যে মাঝে মাঝে এসে পোস্ট পড়ে যান, তা আপনার এ পোস্ট পড়ে এবং পরিসংখ্যান দেখে (মন্তব্য পাওয়ার চেয়ে করার সংখ্যা বেশি) বেশ বোঝা যায়। এখন আরেকটু ঘন ঘন আসার চেষ্টা করুন। পোস্ট তো পড়েনই, এখন মন্তব্যও করুন। ক্যাচালে না জড়াতে চাইলে ক্যাচাল কন্টেন্ট মুক্ত পোস্টগুলো পড়ুন। আপনাদের মত (কিংবা তার চেয়েও বেশি) পুরনো পাঠকেরা ব্লগে এসে পুনরায় লেখা শুরু করলে, মন্তব্য করলে ব্লগ অচিরেই প্রাণবন্ত হয়ে যাবে।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:১৭
পাঠক০০৭ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই। কখনও আমেরিকা বেড়াতে আসলে বলবেন, সম্ভব হলে দেখা করব। যদিও আমি কানাডাতে চলে যাচ্ছি আগামী মাস দুইয়ের মধ্যে। যে সিটিতে যাচ্ছি, সেখান থেকে ড্রাইভ করে আমেরিকা আসতে বেশি সময় লাগে না।
ভাইয়া আসলে আমরা যেটাকে ক্যাচাল বলি সেটার ভদ্রস্থ পরিভাষা আসলে বিতর্ক। কিন্তু এখন যৌক্তিক আলোচনা দেখি না। সবাই সবার জায়গায় সেরা!
১৬| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিছু ব্লগারের ব্লগ পড়তে এবং মন্তব্য পেতে ব্লগে আসতে ইচ্ছা হয় এবং কিছু অন্তত লিখতে ইচ্ছা হয়। আপনি তাদের কয়েকজনার নাম উল্লেখ করেছেন।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:১৭
পাঠক০০৭ বলেছেন: ধন্যবাদ সৌরভ!
১৭| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামাজিক ব্লগ সাইটে ব্যক্তি আক্রমন ও
কুৎসা/ নিন্দা করা অভদ্রতা। নিজেকে
ভদ্র ও শালীনতার পরিচয় রাখতে এসব
পরিহার করুন।
সম্পাদনা কি জিনিস তা বুঝতে হলে আপনাকে
আরো বড় হতে হবে।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:১৯
পাঠক০০৭ বলেছেন: এর বেশি বড় হলে সমস্যা। লুঙ্গি বা পায়জামা ফেটে যাবে।
আমি স্বাভাবিক নিয়েই খুশি।
তবে আপনার থেকে সম্পদনা বিষয়ে কোর্স করার ইচ্ছা আমার আছে। কিছু টাকা পয়সা জমাইলে একটা অনলাইন নিউজ পোর্টাল দিবো। তখন আপনারে, রাজীবরে সম্পাদক আর সহ সম্পাদক বানাইয়া দিবো!
১৮| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুনশ্চঃ আপনি যথার্থ বলেছেন।
আপনার কাছ থেকে শিখবার
কিছু নাই! ৯ বছরে ৯ টি পোষ্ট!
যার অধিকাংশ শুধু সহ- ব্লগারদের
নামে কুৎসায় ভরা; তার কাছে সত্যিই
কিছু শিখবার নাই।
ধন্যবাদ আপনাকে
সত্যকথনের জন্য।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:২০
পাঠক০০৭ বলেছেন: আপনি ঠিক বলেছেন। শেখার আছে আপনার কাছ থেকে কিভাবে টুকলিফাইকে সম্পাদনা বলে!
তবে এখনও যে কিছুটা লজ্জাবোধ আছে, এটা বিশাল প্রাপ্তি। এই টাইপের সম্পাদকরা তো মূলত কিছুটা নির্বোধ আর নির্লজ্জ হয়।
১৯| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ২:১৪
অপু তানভীর বলেছেন: আগে বয়স কম ছিল । দুনিয়া দাড়ির অন্য কিছু নিয়ে মাথা ঘামানোর কোন দরকার পড়তো না । তাই মনে ছিল এতো প্রেম ভালোবাসা । সেই ভালোবাসা থেকেই এতো এতো প্রেমের গল্প তৈরি হয়েছে ! ব্যাপারটা কিন্তু মন্দ বলেন নাই, আসলেই কত ক্ষুদ্র ব্যাপার নিয়ে প্রেমের গল্প লিখেছি । লিখেছি কেবলই আনন্দের জন্য ।
সময়ের সাথে মানুষের মনভাব বদলায় । আমার সব টুকু না বদলালেও কিছু তো পরিবর্তন হয়েছেই ! এই জন্য প্রেমের গল্পের সাথে সাথে অন্য কিছুই লেখা চলে ।
তবে ব্লগে যে পড়ার কিছু নেই এটা কিন্তু একটা ভুল কথা । হ্যা এটা সত্য যে আগের মত প্রচুর লেখা এখন আসে না । কিন্তু চমৎকার লেখা এখনও নিয়মিত আসে । গতকালকেই রবীন্দ্রনাথকে নিয়ে চমৎকার একটা লেখা পোস্ট হয়েছে সামুতে । আপনি যাদের যাদের নাম নিয়েছেন তাদের বাদ দিয়েও ব্লগার ভুয়া মফিজ, শেরজা তপন ভাইয়ের পোস্ট গুলো পড়তে পারেন ।
জুলভার্ন নিয়মিত লিখে যাচ্ছেন নানান বিষয় নিয়ে সেগুলো পড়তে পারেন ! খায়রুল আহসান ভাইয়ের পোস্ট গুলো সব সময় অন্য রকম আবহ তৈরি করে ব্লগে । রিনকু১৯৭৭ সাহেবের মুভি রিভিউ পড়তে পারেন, মরুভূমির জলদস্যু ভাই নিয়মিত নানান রকম জিনিস পত্র নিয়ে পোস্ট করছেন ! পড়তে চাইলে পড়ার জিনিসের অভাব নেই ব্লগে । অন্তত আমি তো পড়ে শেষ করতে পারি না !
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:২২
পাঠক০০৭ বলেছেন: আপু, আমি সময় পেলে এদের সবার লেখাই পড়ি।
আপনি লিখে যান, সবাই লিখতে পারে না। আপনার কল্পনাশক্তি প্রখর। এটাই একজন লেখকের বড় শক্তি। আপনার জন্য প্রত্যাশা আপনি ইমদাদুল হক মিলনের আগের দিনের লেখক স্বত্তা পান, পরের দিকের না।
২০| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৪
মিরোরডডল বলেছেন:
শূন্য সারমর্ম বলেছেন:
আগে কেমন আনন্দ পেতেন?
লেখক বলেছেন: ফিল লাইক অর্গাজম!
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:১৭
পাঠক০০৭ বলেছেন: লজ্জা পাইছি।
২১| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:৩০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনি দেখি আমার সমসাময়িক ব্লগার। খুব চমৎকার আপনার ব্লগিং। পোস্ট পর্যবেক্ষণ।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:১৯
পাঠক০০৭ বলেছেন: আপনাকেও ধইন্না! পারলে ২০০৬ - ২০০৯ সালের কিছু পোস্ট দিয়েন। দেখি আমার আগের নিকের কোন পোস্ট স্থান পায় কি না। পাইলে কমেন্ট দিমু!
২২| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৮
স্বাধীন বাংলা ৭১ বলেছেন: পুরান ব্লগার ভাই,
আমি একজন সদ্য জন্ম নেয়া নিক।
অনুগ্রহ করে ছাইয়া ও মাল্টি নিক কিভাবে চিনতে হয় সে বিষয়ে একটু জ্ঞান যদি বিথরন করিতেন আপনার অভিজ্ঞতার ঝুলি থেইক্কা।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:২৮
পাঠক০০৭ বলেছেন: ছাইয়া মাইয়া মাল্টি বাদ দেন, আপনাকে ছাগু মাল্টি চেনার উপায় বলি। ছাগুরা চাইলেও পলাইতে পারে না। তাগো নসিবে এমনটা নাই। মনে করেন কোন ছাগু তার আসল আইডিতে সুবিধা করতে পারতেছে না। অন্য আইডি খুলছে। কিন্তু আপনার ঠিকই সন্দেহ হইল এই হালায় তো ছাগু। নিজেরে লুকানোর জন্য এই আইডিতে ভুংভাং বলতেছে।
হঠাৎ লক্ষ্য করলেন মাল্টি থেকে একদিন সে অন্য একটা একটা পোস্টে কমেন্ট বলছে - ঘেটুপুত্র কমলার মত কুৎসিত মানসিকতার চলচ্চিত্র যে দেশে বানানো হয় - সে দেশে সবকিছুই জায়জ। ব্যাস! ছাগু মামা কট! বুঝবেন এটাই ঐ ছাগু
একটা উদহারন দিলাম আর কি।
২৩| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাদের জন্যই আজ
ব্লগ মরুভূমির মতো খাখা
করে! আর কিছুদিন বিচরণ
করুন মনবাসনা পূর্ণ হবে!
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:৩১
পাঠক০০৭ বলেছেন: গোসসা কইরেন না সম্পাদক সাহেব। চ্যাতেন কেন? আমি তো মানছি আপনি সম্পাদক।
২৪| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
ককচক বলেছেন: ব্লগে আগের মতো চমৎকার চমৎকার পোস্ট পাওয়া যায়না এটা সত্য। তবুও আমি মাঝেমধ্যে আসি। বেশ কয়েকদিন আগে এসে দেখলাম, চাঁদগাজীরে বন্ধি করে ফেলা হয়েছে। রাজীব ভাই গাজী সাবরে নিয়া পোস্ট দিলেন, পড়লাম... কমেন্ট পড়ে বুঝলাম গাজী সাবের শাস্তি হওয়ায় কেউকেউ বেশ খুশি...
তারপর একদিন এসে বুজলাম, চাঁদ সোনা হয়ে গেছে; তবে গাজী ঠিক যায়গায় আছে। যাই বলেন, গাজীকে সামুতে না দেখলে সামুর প্রাণ থাকে না।
রাজীব ভাই যেমন ছিলেন, তেমনই আছেন। রাজীব ভাইয়ের মনস্তাত্ত্বিক অবস্থা অনেকটা হুমায়ুন আহমেদের আউলাঝাউলা চরিত্রগুলোর মতো মেক্সিমাম সময়ই খাপছাড়া, তবে ক্ষেত্রবিশেষ মিছির আলী....
অপু তানভীর গল্প লিখছেন। সামুপাগলার পোস্টে আড্ডা বসে কিনা জানিনা। মাঝখানে কিছুদিন বিজন রায়ের কবিতা সংকলন দেখা গেছে। শায়মা, ধুলোবালিছাই....সহ পুরাতন অনেক ব্লগার এখনো লিখছেন। যাইহোক, ব্লগে ক্যাচাল না হইলে মজা নাই; দূর থেকে ক্যাচাল দেখার আনন্দ অনেক....
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:৩৩
পাঠক০০৭ বলেছেন: চাদগাজী সামু ব্লগের প্রাণ ছিলো না কখনও। আমাদের সময়ে ব্লগিং করলে হয় উনি বিদায় হইত নয় সামু বন্ধ হইত। আপনি বাংলা ব্লগের ইতিহাস পড়ে। ২০০৬ - ২০০৯ সালের ব্লগারদের পোস্ট পড়েন। তারপর কচকচ কইরেন।
২৫| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগ বাক স্বাধীনতার জায়গা। সেদিক থেকে আপনি যথার্থই নিজের উপলব্ধি ব্যক্ত করেছেন। তবে আপনার সঙ্গে সহমত হয়ে স্বীকার করছি ব্লগ জৌলুস হারিয়েছে। তাই বলে এখনও কিন্তু যথেষ্ট মজার মশলা ব্লগে মজুত আছে তা অস্বীকার করা যাবে না। আপনি যে সকল সম্মানীয় ব্লগারদের নাম উল্লেখ করেছেন ওনাদের পোস্টে প্লিজ আসুন।স্রেফ একটা উদাহরণ দিচ্ছি। আপনার উল্লেখিত ব্লগাররা সকলেই এই ব্লগের সম্পদ। ওনাদের লেখা পড়ে প্রতিনিয়ত আমরা সমৃদ্ধ হচ্ছি। কিন্তু এনারা তো আমাদের জন্য লেখেন। এখন আমরা যদি লগ ইন না করে নিরবে পোস্ট পড়ে চলে যাই তাহলে ওনারা কি করে বুঝবেন পাঠকের মতামত বা নুতন লেখায় কী করে উৎসাহিত হবেন।
বেশ কিছু দিন আগে ব্লগার খায়রুল আহসান স্যার কোনো একটি কমেন্টে ওনার মনের ক্ষেদ প্রকাশ করেছিলাম। আমার দৃষ্টিতে ওনার প্রতিটি পোস্ট ও কমেন্ট সমান শিক্ষনীয়। সেখানে একটা পোস্টে তিনশো বার দেখা এখন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে উনি ক্ষেদ প্রকাশ করেছিলেন। তাই আপনাকে অনুরোধ প্লিজ নিরবে পদচারণা নয়, লগ ইন করে আপনার সকল পছন্দ মতো ব্লগারদের পোস্টে আসুন।নিজেও পোস্ট দিন।আজ আপনি যে ভাবে নিজের মতামত ব্যক্ত করেছেন সেটা থেকে পরিষ্কার আপনার লেখনী যথেষ্ট শক্তিশালী।
কাজেই আসুন আমরা সকলে মিলে ব্লগিং মিথোস্ক্রিয়ায় ঝাঁপিয়ে পড়ি। পুরোটা না হলেও কিছুটা ঝলমলে পরিবেশ ফিরিয়ে আনি।
ভালো থাকবেন।
শুভকামনা আপনাকে।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:৩৪
পাঠক০০৭ বলেছেন: এই সব ঝাপাঝাপির মধ্যে নাই। আপনারা ঝাপাঝাপি করেন। আমি দুর থেকে দেখে মজা নিই। আর আলোকিত হই।
২৬| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৯:৪৮
আরোগ্য বলেছেন: সামুর বাগানে আগাছা জন্মেছে। অভিজ্ঞ ব্লগাররা যদি আগাছা পরিস্কারের দায়িত্ব নেয় তবে আশা করি সামু আবারও ফুল ফলে ভরে উঠবে। প্রবীণ ব্লগাররা সক্রিয় হন, আগাছা আপনা আপনি পরিস্কার হয়ে যাবে ।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:৩৫
পাঠক০০৭ বলেছেন: সহমত ভাই।
২৭| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৯:৫৬
পুরানা দামান বলেছেন: যে জিনিসের স্বাদ, গন্ধ তারা পায় নাই, সেইটার মর্ম তারা বুঝবে না। পেলে-ম্যারাডোনা কিংবদন্তী, কাজী সালাহউদ্দিনও কিংবদন্তী আবার আমাদের পাড়াতেও দুই চারটা কিংবদন্তী আছে। বর্তমান কিংবদন্তীর নাম দেখে বুঝলাম সামু পাড়ার লেভেলে নেমে গেছে।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:৩৮
পাঠক০০৭ বলেছেন: চাদগাজী নাকি ব্লগের কিংবদন্তি
হাহালুখুগে।
আপনারা মিয়া ভালু নাই। আমাদের খোজা ভাই এত আদর করে একটা নাম দিলো, সেখানেও আপনাদের সমস্যা। আপনি নিশ্চয়ই কাটমোল্লা।
২৮| ০৪ ঠা আগস্ট, ২০২২ ভোর ৪:০৯
কাছের-মানুষ বলেছেন: আমি আমার ব্লগিং শুরু থেকেই দেখেছি একই অভিযোগ করতে অনেকে, উহ-আহ করতে! ব্লগ আর আগের মত নেই, মজা নেই! ২০১০ আর এখন পার্থক্য নেই!
আমার মনে হয় আদম নস্টালজিক প্রাণী, নতুন এবং প্রথম সব কিছু তার ভাল লাগে! প্রথম প্রেম, প্রথম কোন দেশে প্রথমবার যে জায়গায় থেকেছে ইত্যাদি! তাই যারা ব্লগিং এ এসে যাদের কাছে পায় সহ ব্লগার হিসেবে তাদের ভাল লাগে, সেই সহব্লগাররা যখন আসতে আসতে ব্লগ থেকে বিভিন্ন ভাবে সরে যায় তখন আদম একা ফিল করে, তাদের মিস করে!
আসলে গার্ভেজ পোষ্ট আগেও আসত এখনো ব্যতিক্রম নয়! তবে বাঙ্গালী কিছু বলতে চেয়েছিল এবং ব্লগ সেই স্পেস দিয়েছিল তাই হুমড়ি খেয়ে পড়েছিল সবাই, তাই আগে আড্ডা মাড্ডা পোষ্টেও মন্তব্য অনেক হত ব্লগে, এখন যেমন ফেইসবুকে! ব্লগে লং লাস্টিং এর মত মসলা যাদের নেই তারা কেটে পড়েছে, অনেকে অন্য কাজে ব্যস্ত হয়ে পরেছে! এখন নতুন ব্লগার কম আসছে তবে ভাল পোষ্টও আসছে অন্তত ২/১ পড়ার জন্য পাবেন ব্লগে এলেই, যদি পড়তে পড়তে হাফেজ হয়ে না যেতে চান এবং অল্প কিছু পোষ্টে তুষ্ট থাকতে চান, মসলাদার পোষ্ট আসে!
আপনি ফিরে আসুন, মাঝে মাঝে ক্যাচাল হয়, অনেকে ক্যাচাল দেখেও আরাম পায়!
০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৩
পাঠক০০৭ বলেছেন: গার্বেজ পোস্ট সব সময়ই আসে। আগে পরের তুলনা এই কারনের করছি কারন একদম শুরুর দিকে আমরা বুদ্ধিবৃত্তিক দুস্টামিকে বা মজাকে বেশি প্রাধান্য দিতাম। তখন এত দারুন দারুন পোস্ট আসত, এই সব গার্বেজ পোস্ট বিনোদন দিত অথবা মানুষের চোখ এড়িয়ে যেত। কিন্তু ভালো পোস্ট এর সংখ্যা কমে যাওয়াতে, বিষয়টা চোখে লাগে।
আমি ক্যাচাল খুব একটা পছন্দ করি না। তবে ক্যাচাল করলে খুব সিরিয়াস ভাবেই করি।
২৯| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১০:৪৮
কালো যাদুকর বলেছেন: ব্লগ ভালই লাগে। ভাল সময় কাটানোর মাধ্যম। আমার মনে হয় না এর সেয়ে ভাল লেখা এখানে পাওয়া যাবে। আরিফ জেবতিক ভাইয়েরা এখন আর সামুতে আসেন না। সে মানের লেখা দেখি না। তবু প্রিয় সামুতে আসি , পড়ি ,মাঝেমাঝে মন্তব্য করি, কলে ভদ্রে লিখি । এই বেশ ভাল লাগে।
০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৬
পাঠক০০৭ বলেছেন: Yes! I cherish those days! Sorry for writing in English.
৩০| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আমি পোস্ট দেই মূলত নিজের বেঁচে থাকা জানান দেয়ার জন্য ।
০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৯
পাঠক০০৭ বলেছেন: Great! This is a true tendency of a blogger. Respect Selim. I hope you are doing well. Sorry for writing in English.
৩১| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: গোসসা কইরেন না সম্পাদক সাহেব। চ্যাতেন কেন? আমি তো মানছি আপনি সম্পাদক।
আপনার মানা না মানায় পদ্মার পানিতে কোন প্রভাব পড়বেনা!
কাউয়া বা সারমেয়ও তার স্বভাব পরিবর্তন করে ময়লা ঘাটা
থেকেও বিরত হবেনা!
০৭ ই আগস্ট, ২০২২ রাত ১২:০৫
পাঠক০০৭ বলেছেন: Apni thik bolechen, কাউয়া বা সারমেয়ও তার স্বভাব পরিবর্তন করে ময়লা ঘাটা
থেকেও বিরত হবেনা! Jemon apnio nijer bhul shikar korben na. adios!
৩২| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি এখনো ব্লগিং করা শিখতে পারেন নাই।
০৭ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৫
পাঠক০০৭ বলেছেন: That’s true. I am still in the process. I need your blessings!
৩৩| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৯
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বিপ্লব ০০৭ এর সাথে পাঠক ০০৭ মিলিয়ে ফেলছিলাম।
৩৪| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৫
জুল ভার্ন বলেছেন: আমি সব সময় নিজের মতো করে থাকতে চাই। প্রায় ৮ বছর ব্লগে অনিয়মিত ছিলাম....ফিরে আসার পর থেকেই একজন বিতর্কিত ব্লগার এবং তার ভাড়া খাটা গুটিকয়েক ভাঁড় ব্লগার আমাকে চরম বিরক্ত করছে....নিতান্তই বাধ্য হয়ে আমি আমার প্রতিক্রিয়া দেখাই... যদি ব্লগ কতৃপক্ষের স্বদিচ্ছা থাকতো তাহলে উক্ত ব্লগারদের উপর্যুপরি উস্কানিমূলক স্ট্যাটাস এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ব্লগে সুস্থ পরিবেশ তৈরি করতে পারতো।
৩৫| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৬
মনিরা সুলতানা বলেছেন: মাঝে মাঝে একটু মন খারাপ হয় ক্লাসলেস ক্যাচালে। তবে লেখায় ডুব দিলে মন ভালো হয়ে যায়।
৩৬| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩১
আমি তুমি আমরা বলেছেন: সম্পাদক মহাশয় ভালই ক্ষেপেছেন দেখা যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৩:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগের মতো আনন্দ আমিও পাইনা,
তার পরেও সামু ছেড়ে এখনো যাইনা!