| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিক জুলহাস
সমাজের সব অসঙ্গতি ও অসামঞ্জস্যতায় নাক গলাতে চাই, সাহস পাইনা! ভীতু!
সাংবাদিকতা মানেটা কি?
ইফতেখার আহমেদ
সাংবাদিকতা মানে থানার দালালি করা,
সাংবাদিকতা মানে বড় বাবুর সাথে
পা তুলে চা পান করা।
সাংবাদিকতা মানে দারোগার মোটরবাইকে চড়া,
সাংবাদিকতা মানে কারণে অকারণে
থানায় আসা যাওয়া।
সাংবাদিকতা মানে ইউএনও অফিসে
কিঞ্চিত আসা যাওয়া,
সাংবাদিকতা মানে সেই সুবাদে
ঠিকাদারীর কাজ চাওয়া।
সাংবাদিকতা মানে ভূমি অফিসে অবাধ যাতায়াত,
সাংবাদিকতা মানে খারিজের নামে পয়সা কিস্তিমাত।
সাংবাদিকতা মানে নদীতে ঘুরাঘুরি,
সাংবাদিকতা মানে অবৈধ বালু কাটায়
ভাগ বসানোর ছুরি।
সাংবাদিকতা মানে চেয়ারম্যানের চোখের মনি
সাংবাদিকতা মানে ভাগ না পেলে
কৌশলে কাটা চেয়ারম্যানের চোখের ছানি।
সাংবাদিকতা মানে কিন্তু নেতা নয়
তবুও মনের গহীণে নেতা নেতা ভাব,
সাংবাদিকতা মানে মাইনকা চিপায় পড়ে
রিক্সাওয়ালেকে যে ডাকে বাপ।
সাংবাদিকতা মানে এমপি’র সাথে সেল্ফি তোলা
সাংবাদিকতা মানে খবরের নামে
অযথা পানি করা ঘোলা।
সাংবাদিকতা মানে রাজ নেতাদের ঘুম হারাম,
সাংবাদিকতা মানে নিলাম নিলাম
কিছু নাহি দিলাম।
সাংবাদিকতা মানে অযথা গর্বে
বুক ফাঁটা এক যুবক,
সাংবাদিকতা মানে অন্যরকম দাপট।
সাংবাদিকতা মানে তিলকে তাল, তালকে লুকানো;
সাংবাদিকতা মানে লিখবে বলে ভয় দেখানো।
সাংবাদিকতা মানে গড্ডালিকা প্রবাহে
গা ভাসানো নয়,
সাংবাদিকতা মানে দেশ ও দশের স্বার্থে
জীবন উৎসর্গ করতে হয়।
সাংবাদিকতা মানে মহৎ পেশার
মহৎ লোক তুমি,
সাংবাদিকতা মানে অন্যায়ের বিরুদ্ধে
বলিষ্ঠ প্রতিবাদ।#
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৮
সাংবাদিক জুলহাস বলেছেন: যারা সাংবাদিকতার নামে সাংঘাতিক কর্মকান্ড করিয়া থাকেন কবিতাটি তাদের জন্য উৎসর্গ করলাম। ধন্যবাদ।