| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিক জুলহাস
সমাজের সব অসঙ্গতি ও অসামঞ্জস্যতায় নাক গলাতে চাই, সাহস পাইনা! ভীতু!
সামু’র মডারেশন স্ট্যাটাসে শুরু থেকেই নিচের এই লেখাটার দিকে তাকিয়ে আছি।
“সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম।
আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে
আপনাকে ৩ দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম
পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা
পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলু ”।
কিন্তু দুঃখের বিষয় হলো ৬ দিন ৬ ঘন্টা অতিবাহিত হয়ে থাকার পরেও আমাকে সামু’র তরফ থেকে তিন দিন পর্যবেক্ষনে রাখা আর শেষ হলো না। ভাবছি সামু’র সম্পাদক সাহেব সজাগ আছেনতো? নাকি মিথ্যে আশ্বাসেই পেছনের পাতায় লিখিয়া যাবো?#
চরম হতাশায়-
ভুক্তভোগী
২|
০৭ ই জুন, ২০১৭ রাত ৯:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুই তিন মাস লাগে প্রথম পাতায় লেখা যেতে
০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৩০
সাংবাদিক জুলহাস বলেছেন: আপনার লেখা পড়েছি, খুব ভাল লিখেন আপনি। যাই হউক ধন্যবাদ আশ্বস্ত করার জন্যে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৭ রাত ৮:১৩
eajulhas বলেছেন: অপেক্ষা করেন, ধৈর্য্য ধরেন সব ঠিক হয়ে যাবে।