| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিক জুলহাস
সমাজের সব অসঙ্গতি ও অসামঞ্জস্যতায় নাক গলাতে চাই, সাহস পাইনা! ভীতু!
চীন, বাস, ট্রাম এবং রেলগাড়ির সমন্বয়ে নতুন এক বাহন নির্মাণ করেছে। ৩০ মিটার লম্বা এ যানে তিনটি বগি থাকবে এবং ৩০০ যাত্রী বহন করতে পারবে এটি।
অবশ্য, বিদ্যুৎ চালিত বাহনের জন্য কোনো রেললাইনের দরকার পড়বে না। পাশাপাশি প্রয়োজনে বগি কমানো বা বাড়ানো যাবে। 'অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট' বা 'এআরটি'কে বিশ্বের প্রথম 'লাইন বিহীন রেলগাড়ি' হিসেবেও অভিহিত করা হয়েছে।
পুরো চার্জ দেয়া অবস্থায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে এ বাহন। ‘চৌকস’ বা ‘স্মার্ট’ এ বাস চালানোর জন্য প্রয়োজন পড়বে না কোনো চালকেরও।
‘এআরটি’র চালানোর জন্য নতুন সড়ক ব্যবস্থা বানানোর প্রয়োজন হবে না। তাই এটি মেট্রো বা ট্রামের চেয়ে সস্তা হবে বলে দাবি করা হয়েছে। শিনহুয়ার খবরে বলা হয়েছে, এক কিলোমিটার মেট্রো রেলপথ নির্মাণে ১০ কোটি ২০ লাখ ডলারের প্রয়োজন পড়ে। কিন্তু মানসম্পন্ন এআরটি বাস নির্মাণে ব্যয় হবে মাত্র ২০ লাখ ডলার। চীনের হুনান প্রদেশের জুঝাও’তে এআরটি’র উন্মোচন করা হয়েছে। আর এটি বানিয়েছে সিআরআরসি নামের একটি চীনা কোম্পানি।
সব মিলিয়ে বহুল প্রচলিত গান ‘লাইন ছাড়া চলে না আর রেলগাড়ি’ গাওয়ার দিন বোধহয় সত্যিই ফুরালো!#
ছবি ও সূত্রঃ ইন্টারনেট।
©somewhere in net ltd.