| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিক জুলহাস
সমাজের সব অসঙ্গতি ও অসামঞ্জস্যতায় নাক গলাতে চাই, সাহস পাইনা! ভীতু!
এখন তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলিসিয়াস ছুঁই ছুঁই। চারিদিকে প্রচণ্ড গরম, তীব্র রোদ, বালি আর পাথরে ঘষে আসা উত্তপ্ত বাতাস। সব মিলিয়ে অসহনীয়, অস্বস্থিকর অবস্থা। কিন্তু ছবিতে যাকে দেখা যাচ্ছে মরুভূমিতে দুইচালা টিনের নিচে ভয়াভহ গরম হার মেনেছে তার শান্তির এই ঘুমের কাছে। এই মূহুর্তে আমার কাছে একমাত্র ছবিতে দেখা এই ঘুমন্ত মানুষটাকেই সুখি মানুষ মনে হচ্ছে।
ছবিটি কাতারের আলখোর এলাকার কোন এক নির্মাণ সাইট থেকে তোলা। ছবির মানুষটি জাতিগতভাবে মিশরিয়ান। পেশায় সাইট সুপারভাইজর।
হে ছবির মানব; তোমার নিদ্রা আরও আরামদায়ক ও শান্তিময় হউক।
©somewhere in net ltd.