| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিক জুলহাস
সমাজের সব অসঙ্গতি ও অসামঞ্জস্যতায় নাক গলাতে চাই, সাহস পাইনা! ভীতু!
অনেক দিন থেকেই কিছু একটা লিখবো বলে ভাবছিলাম কিন্তু সময় ও যুতসই কোন বিষয় না পাওয়ায় কোন কিছু আর লিখা হয়নি। আজ হঠাৎ আমার কিছু প্রাণ-প্রিয় বন্ধু Genius, Genius বলে মুখে ফেনা তুলে ফেলতাছে। নিজেদেরকে Genius দাবী করে নিজের ঢোল নিজেই পিটাইতাছে। তাদের মুখে Genius কথাটার Definition জানতে চেয়েও আবার জিহ্বা থেকে প্রশ্নটা সোজা পেটের ভিতর ফেরত নিলাম। কারণ গত এক বছরেরও বেশি সময় ধরে ফেসবুকের একটি গ্রুপে তাদের Genius বানানটা "Genious" এইভাবে আছে। যারা Genius Spelling জানেনা, তাদের কাছে Genius এর Definition জানার প্রশ্ন করাটাই বোকামী। যাই হউক Genius এর Definition আমি যতটুকু জানি তার বাইরেও আরও কিছু আছে কিনা কৌতুহলবশত সেটা জানার জন্য সার্বজনীন গুরু Google এ সার্চ দিলাম। সার্চ দিতেই দেখি Genius এর ভিতরে আরও অনেক Genius লুকিয়ে আছে যার কিঞ্চিতও আমার ভিতরে আছে বলে দাবী করার সাহস পাইলামনা!
দুঃখ একটাই চারিদিকে সবাই Genius হয়ে গেলো আর আমি Genius এর ঠিক উল্টোটা অর্থাৎ Stupid ই রয়ে গেলাম!
আসলে জ্ঞান বা বিদ্যার শুরু আছে বলে জানি কিন্তু শেষ প্রান্ত কোথায় আমার তা জানা নেই। কেউ Genius কিনা এটা যদি পপুলার বা ল্যাব এইডে পরীক্ষা করা যেতো তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে Genius এর সংখ্যা হতো কমপক্ষে ১০/১২ কোটি। বুঝেনইতো বাংলাদেশ বলে কথা! যেই দেশের মানুষ পিএইচডি ডিগ্রী খরিদ করে, সেই দেশের মানুষের জন্য Genius রিপোর্ট হাসিল করাতো কোন ব্যাপারই না।
আমার কেন জানি বার বার এই কবিতাটা মনে পড়ছে-
“আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে”
আসলে সত্যি কথা বলতে কি যদি কারো ভিতরে Genius থেকে থাকে সেটা এমনিতেই প্রকাশ পায়। যাকে বলে ছাঁই চাপা আগুন। মানুষের মেধা একদিন না একদিন প্রকাশ পাবেই।
আসুন আমরা সবাই নিজেকে Genius দাবী না করে সত্যিকারের Genius হওয়ার তালিম নেই। Genius এর Definition গুলো নিজের মধ্যে লালন করি। ঢোল পিটানো Genius নয়, নিজেকে প্রকৃত Genius রূপে গড়ে তুলি।
©somewhere in net ltd.