নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দায়িত্ববান নাগরিক।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভালো লাগা
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: সেলিম আনোয়ার ভাই, কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
চেয়ারম্যান০০৭ বলেছেন: খুব সুন্দর+
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান০০৭, আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে।
ভালো থাকবেন।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
লিঙ্কনহুসাইন বলেছেন: খুব সুন্দর+
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লিঙ্কনহুসাইন । ফুল বেশ ভালো, এর মধ্যে তেমন জটিলতা নাই!
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
সময়একাত্তর বলেছেন: খুব সুন্দর। ভালো লাগলো।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সময়একাত্তর। একটি ফুলকে বাঁচানোর জন্যে আমরা যুদ্ধ করেছিলাম!!!
ভালো থাকবেন।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
রাজ হাসান বলেছেন: ভালো লাগলো +++,সাথে নাম ও বর্ননা দিলে আরও ভাল হত।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাজ হাসান। ভবিষ্যতে নাম আর বর্ননার বিষয়টা মাথায় রাখব। এখানে সবই খুব পরিচিত ফুল- চন্দ্রমল্লিকা, জিনিয়া, গোলাপ, গাঁদা ইত্যাদি।
ভালো থাকবেন।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
অচিন.... বলেছেন: darun
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অচিন....
ভালো থাকবেন।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২১
তিতাস একটি নদীর নাম বলেছেন: সাদা আর পিঙ্ক ছোট ফুলগুলা ডায়ান্সাস।
বাকিগুলাতো বলেই দিলেন।
খুব সুন্দর আপনার বাগান।
বাগানে চন্দ্রমল্লিকার সংগ্রহ বেশ ভাল--দেখে ভাল লাগলো।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তিতাস একটি নদীর নাম । বোঝা যাচ্ছে আপনি ফুল ভালোবাসেন। আমি খুব অল্প কিছুদিন হল গাছের প্রেমে পরেছি, ছাদে লাগাচ্ছি। ভালো লাগছে খুব, ওদের নিয়ে অনেকটা সময় অনেক দারুন যাচ্ছে।
ভালো থাকবেন।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫
শূন্য পথিক বলেছেন: ভালো লাগলো। +++++++
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ, শূন্য পথিক, ভালো থাকবেন।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১০
সাইলেন্সার ৭১ বলেছেন: এতো বাগান না, টবের.....
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ভুল হইয়া গেসে, আপনার জন্য বিশেষ সংশোধনী- ইহা টবের বাগানের ফুল!!!
ভালো থাকবেন।
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ভেরী নাইস ||
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন।
ভালো থাকবেন।
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর
ভাল লিখলেন
দৃষ্টি আকর্ষণ
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত । এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
লেখক বলেছেন: পশুদের পাশবিকতা
এম জি আর মাসুদ রানা কবি
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।
বন্ধু অপূর্ণের আহবান
সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।
প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
আমি কবি মাসুদ রানা
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
সচেতনতা গড়ে উটুক সাহসি চেতনায়
বীর বাঙ্গালির আওয়াজ আসুক রুখে অন্যায় ।।
ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
.
আপনার মন্তব্য লিখুন
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু, আপনার সচেতন প্রয়াসের জন্য।
আপনাকে সাধুবাদ জানাই। প্রতিবাদ চলবে, রাজপথে অথবা অন্তর্জালে।
পৃথিবীর কোন প্রান্তে আমরা চাই না কোন ধর্ষঙ্কারী শাস্তি ছাড়া বেঁচে যাক।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
অদ্বিতীয়া আমি বলেছেন: ওয়াও ,টবের বাগান। খুব সুন্দর , মন ভাল করে দেয়া ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া আমি। আমি খুব অল্প দিন ছাদে গাছ লাগাচ্ছি, বেশ ভাল সময় কাটছে ফুল আর গাছগুলোর সাথে।
ভালো থাকবেন।
১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মানবীরকস বলেছেন: দারুন !! আচ্ছা আপনার বাগানে কি বনি প্রিন্স গোলাপ গাছ আছে ?
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: নাই,
ফুল দেখার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
ফাহিম আহমদ বলেছেন: awosam,, bina onumotite niye gelam
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: কেয়া বাত জানাব, ইয়ে খুদকি বাগিচা সামাঝকার লে যাইয়ে
১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০
তামিম ইবনে আমান বলেছেন: ভালো লাগলো
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তামিম ইবনে আমান।
শুভকামনা রইলো।
১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
শ্রাবণ জল বলেছেন: কত ফুল!!
মন ভাল হয়ে গেল।
অবশ্যই প্রিয়তে।
ফুল দেখতে এত ভাল লাগে কেন কে জানে!
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ফুল দেখতে এত ভাল লাগে কেন কে জানে!- সহমত।
প্রত্যেকটা ফুলই এক একটা কবিতা হয়ে ফোঁটে,
প্রত্যেকটা ফুলই এক একটা সন্ধ্যা হয়ে ঝরে যায়!
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর!