নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

রমনী রঙ্গ ! B-) ( রম্য )

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

ব্লগার ভগিনী টুম্পা মনি B-)পুরুষ সমাচার(রম্য) শিরোনামে পুরুষ প্রজাতির প্রতি এক খানি রম্য ইট ছুড়িয়াছেন।

Click This Link



আত্মরক্ষার অধিকার যেহেতু সার্বজনীন, আমিও পালটা পাটকেল নিক্ষেপ করিলাম! ব্লগার ভ্রাতারা আশা করি পাটকেল ছোঁড়ায় পাশে থাকিবেন, যেমনটা ব্লগার ভগিনীরা ঐ পোষ্টে পাশাপাশি ইটা ছুড়িয়াছেন ! :)



ভগিনী যে ছবিখানা দিয়াছেন উহা দিয়াই শুরু করিলাম। চরিত্রহীন পুরুষ, বুকে একজন কে লইয়া আরেক জনের দিকে হাত বাড়ায়। X((

আমার প্রশ্ন হইতাসে তাইলে ছাগলের তিন নম্বর বাচ্চা যে ছাগিখান গাল বাড়াইয়া দিতাসে, ওর চরিত্র কিরূপ? উনি কি অন্ধ?

এইবার ভগিনী যে যুক্তিজাল বিস্তার করিয়া পুরুষ প্রজাতির ইজ্জতের উপর আক্রমন করিয়াছেন তার কিছু জবাব দেওয়ার চেষ্টা করা যাকঃ-



B-) -উহারা সাধারণত ''হ্যালো'' কে স্টাইল করিয়া বলিতে যাইয়া ''হেলাওওঁওঁওঁওঁওঁওঁ '' বলিয়া ফেলেন।



/ মেয়েরা কিভাবে হ্যালো বলে বিস্তারিত বলিলাম না, সবারি অভিজ্ঞতা আছে, তবে মাঝে মাঝে ফোন বিড়াল না মানুষ ধরিল এই ধন্ধে পড়িতে হয়। :P :P



B-)-উহারা নারীর বেশ ভূষাকে অবজ্ঞা করিলেও নিজেরা নারীদের বেশ ধরিতে পছন্দ করেন। যেমন হাতে চুড়ি, কানে দুল, গলায় মালা আজকাল অনেক পুরুষকেই পরিধান করিতে দেখা যায়।



/ মেয়েরা যে প্যান্ট অমুক তমুক পরিয়া ভাব লয় তার বেলা? :P :P



B-) -উহারা নিজেদের সুপুরুষ হিসেবে উপস্থাপন করিতে যাইয়া প্রায়সই রিক্সাআলাদের গায়ে হাত তুলিয়া থাকেন।



/ গৃহিণীরা প্রায়শই সংসার পটুত্ব দেখাইতে কাজের মেয়ের গায়ে গরম খুন্তির ছ্যাকা দিয়া থাকেন। X((



B-) -উহারা ভাড়া লইয়া রিক্সাআলার সাথে ঝগড়া বাধাইয়া দেন।



/ পুড়াই উলটা অভিযোগ, বাজী ধরিয়া বলিতে পারি রিকশাভাড়া নিয়ে বচসা চিরকাল মেয়েরা করিয়া আসিয়াছে। যে কোন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করুন।:P :P



B-) -উহারা বাসে উঠিবার আগে নারীদিগকে ধাক্কা দিয়া পাশ কাটাইয়া উঠিবার চেষ্টা করেন।



/এই বৈষম্য প্রকৃতি প্রদত্ত, যদি বিশ্বাস করেন গায়ে জোর মেয়েদের বেশী থাকিলে তাহারা সরে দাঁড়াইয়া পুরুষদের আগে বাসে উঠিতে দিত তবে উনি কোন প্রজাতির গর্দভ তাহা ভাবিতে হইবে। :P :P



B-) -উহারা বাসে উঠিবার পর বীরপুরুষের ন্যায় নারীদের সিট দখল করিয়া বসিয়া থাকেন।



/ যে সমস্ত বীর আবাল এই কর্ম করিয়া থাকে তাহাদের অন্যে পুরুষরাই সিট থেকে উঠায় দেয়।:P :P



B-) -উহারা বাসে উঠিলে নারীর পাশে বসিবার জন্য মরিয়া হইয়া থাকেন।



/ বসতে চায়, এই জন্য অভিযোগ করিতেসেন। না বসিতে চাইলে মন খারাপ হবে নাতো? (কেউ পাত্তা দিলনা! :( ) :P :P



B-) -উহাদের মোবাইলের সিমের অভাব হয় না। সব কোম্পানির সিমের কল রেট উহাদের মুখস্ত থাকে।



/ কথা সত্য। কারন উহারা যে বালিকাদের সাথে কথা বলেন তারা অতিশয় কৃপন, শুধু মিসকল দিয়া থাকেন। এইজন্য মোবাইল কলরেট বালিকাদের না জানিলেও চলে। :P :P



B-) -উহারা নিজের ঘরের বঊয়ের চেয়ে পাশের বাড়ির ভাবিদের রান্না বেশি পছন্দ করিয়া থাকেন।



/ জি, এটাও ঠিক কথা, পাশের বাড়ির ঘুষখোর জামাইয়ের বউয়ের দামী শাড়ি গাড়িও অনেক সুন্দর লাগে না? :P :P



B-) - উহারা বউয়ের দোষ কীর্তন করিতে ভালোবাসেন।



/ জি, কথা সত্য। এবার বলেন কোন বউ এইটা বলেনা 'তোমার সংসারে আইসা আমার জীবনটা ছাড়খার হইয়া গেল ' :P :P



B-) -উহারা গার্ল ফ্রেন্ডের পিছনে হাজার হাজার টাকা খরচ করিলেও উহাদের নিজেদের বউ বাচ্চাদের পেছনে টাকা খরচ করিতে গেলে উহাদের মানি ব্যাগে শনির দশা লাগিয়া যায়।



/ তাই না?, বউ বাচ্চাদের জন্য মানিব্যাগে বরাদ্দ না থাকিলে উহারা বুঝি আসমানি হাওয়া খাইয়া বড় হয়?

আর যেসব গার্লফ্রেন্ড পুরুষের মানিবাগের সাইজ দেইখা সম্পর্ক করে উহারা বুঝি মেয়ে না? তাদের বেলা? :P :P



B-) -উহারা পরকিয়া করিতে ভালোবাসেন।



/ সত্য কথা, কাদের সাথে করে? লতা, পুষ্প, বৃক্ষ, মেঘ এর সাথে তো নয়, আরেকজন নারীর সাথেই করেন। ঐ পক্ষের ভগিনী কেন আরেকজন ভগিনীর সংসার ভাঙ্গিয়া এই কাজ করিতে পারে? তখন নারী অধিকার কই থাকে? :P :P



B-)-উহাদের চামড়া পাতিলের তলার ন্যায় হইলেও উহারা বিবাহের জন্য ময়দার মত ধলা মেয়ে খুঁজিয়া বেড়ান।



/ জী, এইটাও খুব ঠিক কথা। আপ্নিও আপনার ভাইয়ের জন্য ধলা কন্যাই খুজিবেন, আর যদি সে নিজে থেকে কালো মেয়ে বিয়ে করে নিয়ে আসে তবে আপ্নিইই দাঁর বন্ধ করিয়া কাঁদিতে বসিবেন।:P :P



B-) উহারা সিগারেট খাইয়া নিজেদের মহাপুরুষ বলিয়া চালাইয়া দিতে চেষ্টা করেন।



/ কে বলিয়াছে? গুল্ডলীফ কোম্পানীর মালিকের কন্যা নাকি?:P :P





B-) -উহারা কয়েকজন এক জায়গায় আড্ডা দিতে বসিলে একটু পর ঝগড়া বাধাইয়া দেন। তাহার পর মারামারি, কাটাকাটি, খুনাখুনি করিতেও উহারা দ্বিধা বোধ করেন না।

/ মেয়েরা একজায়গায় হইলে যে কি আলোচনা চলে এইডা নিয়া বহু কৌতুক আছে, আমি আর পুনরাবৃত্তি করিব না।! :P :P

নাকি বলিবেন অইসব শাড়ি, গহনা, হাবিজাবি আলাপ তো পুরুষেরাই করিয়া থাকে! আর চুলাচুলি বলিয়াও এক খানা শব্দ আছে, এইটা তাইলে কারা করে কে জানে!:P :P



B-) -উহারা অপরিচ্ছন্ন বিধায় উহাদের গায়ে যে রকম মহিষের মত দুর্গন্ধের প্রাদুর্ভাব হয় উহারা তা ম্লান করিতে কড়া পারফিউম ইউজ করেন।



/ আমি তো জানিতাম ইহা ফরাসী জাতির বৈশিষ্ট, উহারা সব পুরুষ নাকি? উহাদের মইধ্যে কি নারী নাই?:P :P





B-)-উহারা নারীদের মন পাওয়ার জন্য সব রকম ফন্দি ফিকির করিয়া থাকেন। পরে যদি বুঝিতে পারেন নারী তাহাদের প্রেমে পরিয়াছে উহারা ভাব ধরেন।



/ ইহা জানিয়াও মেয়েরা পুরুষদের প্রেমে হরদম পড়িতেছে, আজব তো! :P :P





B-) -উহারা চোখে সান গ্লাস লাগাইয়া ভাবেন উহাদের বুঝি খুব হেন্ডসাম লাগিতেছে।



/ হেন্ডসাম লাগিলে লেগসাম ভাবিবে কেন? আর মেয়েরা কি উদ্দেশে সান গ্লাস পড়িয়া থাকে একটু জানায়ে যাইতেন!:P :P





B-) -উহারা টিচার হইলে সব সময় ক্লাসের সব চেয়ে সুন্দরী ছাত্রীকে পড়া ধরিয়া থাকেন।



/ ধরিবেই তো, সুন্দরীগুলা যে সারাদিন রূপচর্চায় ব্যস্ত থাকে, পড়াশোনার সময় পায়না, ক্রমশ একটা গাধায় পরিনত হয় এইটা তো দুনিয়ার সবাই জানে, পড়া উহাকে আগে ধরিবে না তো কাকে ধরিবে? :P :P





B-)-উহাদের বুড়া বয়েসে ভীমরতি পরিলক্ষিত হয়। উহারা নিজের মেয়ের বয়সী মেয়েকে বিবাহ করিয়া আনেন।



/ এই কথায় কবি নীরব হওয়া পড়িল!

তয় সামান্য কথা আসে। মেয়ে যখন বাপের বয়সী কারও সাথে প্রেম করিয়া পূর্বের সংসার ভাঙ্গিয়া বিবাহ করিয়া ফেলে সেইখানে সব দোষ পুরুষ কে দিলে চলিবে?



** ইহা নিতান্তই ফান পোস্ট, দয়া করিয়া কেউ সিরিয়াস হইবেন না।

মন্তব্য ১২০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সর্বহারা:৭১ বলেছেন: আজ কাইলের মাইয়্যারা মাইয়্যা হইয়া সন্তুষ্ট হইতে পারে নাই।উনারা ছেলে হইতে চাই!!!!!!!কি করন যায় কন তো দেহি??ছেলিদের পেন-শার্ট পড়লেই খি ছেইলে হওয়ান যায়?? ছেইলে হওয়নার লাইগা ক্ষেমতা লাগে।মাইয়্যাদের কি হেই ক্ষেমতা আছে?? :P :P :P :P :P :P :P কী ক্ষেমতা এহন বুইঝা লন??

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাই এইটা নিতান্তই একটা ফান পোস্ট, মানে মজার লেখা। শুধুমাত্র ব্লগার টুম্পা মনির( যার লেখাটা আমার নিজেরও অনেক মজা লেগেছে) লেখার একটা প্রত্যুতর, এর মধ্যে সিরিয়াস কিছু নাই। নারী পুরুষ মিলিয়ে আমরা সবাই একইভাবে মানুষ, কিন্তু সম্পর্কের বৈচিত্রের কারনে এর মধ্যে অনেক কিছু চলে আসে, যা শুধুই মজার। আমার লেখাটাকে একটা কৌতুকের মতন নেন, প্লীজ। ছেলে মেয়ে সবাই মিলে নিজেরা নিজেদের নিয়ে একটু মজা করছি, আর কিছুনা। :)

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

সময়একাত্তর বলেছেন: যুক্তি-খণ্ডণ যাকে বলে একেবারে "মহিষের চোখ" (নিজ দায়িত্বে ইংরাজী অনুবাদ করিয়া লন)।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সময় একাত্তর, এইটা আসলে একটা রম্য বিতর্কের মতই, যুক্তি, যুক্তি- খন্ডন এইগুলার এক নির্ভেজাল আনন্দ। :)

ভালো থাকবেন।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

বিডি আমিনুর বলেছেন: আহারে আপনি একি করিলেন এখন তো অবলারা কাঁদিয়া ব্লগ ভাসাইয়া ফেলিবেন :P :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: 'অবলা'- শব্দটা তে আপত্তি জানাইলাম। :(

আসেন আমরা পারস্পারিক শ্রদ্ধার জায়গা টুকু রেখেই মজা করি। :(

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

চ।ন্দু বলেছেন: উহাদের বুড়া বয়েসে ভীমরতি পরিলক্ষিত হয়। উহারা নিজের মেয়ের বয়সী মেয়েকে বিবাহ করিয়া আনেন। ---------এটা সত্য কথা। সত্যি বলতে কি পুরু হইল গিয়া বটোবৃক্ষ। উহাদের কোন বয়স নাই। ১৮ বৎসরেও যা, আশি বৎসরেও তাই।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: এইখানে কিন্তু কবি নীরব!
পুরুষ হিসেবে এই বুড়া বয়সে ভীমরতির জন্য মাঝে মাঝে লজ্জায় পড়া লাগে। বুইড়াগুলয়ার এত হাউস থাকলে বুড়ি বিয়ে করলেই পারে, কম বয়সী বিয়া করলেই তো পেইন টা লাগে।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

চ।ন্দু বলেছেন: উহাদের বুড়া বয়েসে ভীমরতি পরিলক্ষিত হয়। উহারা নিজের মেয়ের বয়সী মেয়েকে বিবাহ করিয়া আনেন। ---------এটা সত্য কথা। সত্যি বলতে কি পুরু হইল গিয়া বটোবৃক্ষ। উহাদের কোন বয়স নাই। ১৮ বৎসরেও যা, আশি বৎসরেও তাই।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

খুলনার শের বলেছেন: অসাধারন পোষ্ট ভাই। নারিগনের এবার বোধোদয় হইলেই হয়। হায়রে নারী, আজীবন নারীই রইলি মানুষ হইলিনা। পুরুষ যদি খারাপ হয় তোদের জন্যই হয়রে, তোদের জন্যই হয়।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাই এইটা নিতান্তই একটা ফান পোস্ট, মানে মজার লেখা। শুধুমাত্র ব্লগার টুম্পা মনির( যার লেখাটা আমার নিজেরও অনেক মজা লেগেছে) লেখার একটা প্রত্যুতর, এর মধ্যে সিরিয়াস কিছু নাই। নারী পুরুষ মিলিয়ে আমরা সবাই একইভাবে মানুষ, কিন্তু সম্পর্কের বৈচিত্রের কারনে এর মধ্যে অনেক কিছু চলে আসে, যা শুধুই মজার। আমার লেখাটাকে একটা কৌতুকের মতন নেওয়ার অনুরোধ থাকলো। ছেলে মেয়ে সবাই মিলে নিজেরা নিজেদের নিয়ে একটু মজা করছি, আর কিছুনা। :)

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

রোদেলা দুপুর বলেছেন: বাদ দেন উনার সমস্যা আছে। নিশ্চয়ই কেউ টাইম দেয়না তাই আজাইরা পেচাল শুরু করে দিছে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: উনার পোস্টটাও শুধুমাত্র মজা করেই লেখা। এটাও মজা করেই। আমরা সবাই না, কিন্তু এই দুই পোস্টের নারী পুরুষ রা কিন্তু আমাদের চারপাশেই। আমরা আসলে তাদের কে নিয়েই মজাটা করছি। কিছু পুরুষ যেমন রিকশাওয়ালা পেটাই, কিছু গৃহিণী আমরা কাজের মেয়েকে খিন্তি ছ্যাকা দেয়। এই দুই শ্রেনীর মানুষেরাই খারাপ। X(

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: উহাদের মোবাইলের সিমের অভাব হয় না। সব কোম্পানির সিমের কল রেট উহাদের মুখস্ত থাকে।

/ কথা সত্য। কারন উহারা যে বালিকাদের সাথে কথা বলেন তারা অতিশয় কৃপন, শুধু মিসকল দিয়া থাকেন। এইজন্য মোবাইল কলরেট বালিকাদের না জানিলেও চলে।

দারুণ

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

আমি লিলিয়ান বলেছেন: প্রতি উত্তর পোস্ট খানা বড়ই মজাদার লাগল।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মজা নেন =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

একজনা বলেছেন: গবেষণায় কিছু সত্যতা আছে। তয় ভালা মন্দ কিন্তু সবেতেই আছে ইহা অস্বীকার করিলে আপনের খবর আছে। X( X(( X(( রম্যখানা ভালা অইছে :P :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: রম্য ভালা পাওয়ায় খুশি লাগতাসে। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

অবশ্যি ভালা মন্দ সবেতেই আসে, স্বীকার না গিয়া যামু কই??

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

একজনা বলেছেন: চ।ন্দু বলেছেন: উহাদের বুড়া বয়েসে ভীমরতি পরিলক্ষিত হয়। উহারা নিজের মেয়ের বয়সী মেয়েকে বিবাহ করিয়া আনেন। ---------এটা সত্য কথা। সত্যি বলতে কি পুরু হইল গিয়া বটোবৃক্ষ। উহাদের কোন বয়স নাই। ১৮ বৎসরেও যা, আশি বৎসরেও তাই।


মাগো মা! হা হা প গে! বিনুদুন ডাবল অই গেল :D :D :D :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: :P :P :P :P

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

সভ্য সৌরভ বলেছেন: লেখক ভাই, দারুন উত্তর দিয়েছেন।

আর শেষেটাতে কবি নীরব কেন??? আমি কবিকে সরব করে দৈই..... Its all about STAMINA, man, STAMINA. পূর্ব পুরুষদের থেকে বুঝে নেন, তারা কেনো ২/৪টা বিয়ে করত???? নিশ্চিত ইহার পিছনে উপযুক্ত যুক্তি রয়েছে..........

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: উত্তরে মজা লন =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

টুকরো কাগজ বলেছেন: ঝাক্কাস রে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

এম ই জাভেদ বলেছেন: উহারা যে বালিকাদের সাথে কথা বলেন তারা অতিশয় কৃপন, শুধু মিসকল দিয়া থাকেন। এইজন্য মোবাইল কলরেট বালিকাদের না জানিলেও চলে।

ব্যাপক খাঁটি কথা । উনারা মিস বলেই কি শুধু মিস কল দ্যান ?

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: পুরো হল লাইফে দ্যাখলাম বালিকারা মিস ডাক দিলেই বালকেরা মোবাইল হাতে বারান্দায়। কত বালকের টিউশনির একটা অংশই যাইত মোবাইল সংক্রান্ত খাতে। এখন যদি বালিকারা এইডা নিয়া উলটা খোঁটা দ্যায় তাইলে লাগে কেমুন?? X( X(( X((

=p~ =p~ =p~ =p~=p~ =p~ =p~ =p~

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুহাহাহাহাহাহাহা !! একেবারে দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন দেখি!!!

টুম্পা মনির লেখায় মজা পেয়ছি এটায় পেলাম ডাবল!! হা হা হা প্রিয়তে গেলগা!!


আপনে মিয়া, ভালই পারেন

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মুহাহাহাহাহাহাহা !! হাইসা লন মিয়া ভাই !!!


আপনার খুশীতে তো আমার মজা তো লগারিদম হারে বাইরা গেল!

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জোস লাগলো>

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যবাদ লন ইরফান আহমেদ বর্ষণ, আসলে আমরা তো স্রেফ আত্মরক্ষা করছি। :) :) :)

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

গ্রাম্যবালিকা বলেছেন: ওই পোষ্টে আরো একটি পয়েন্ট যোগ করা দরকার ছিল। তা হল

পুরুষরা পায়ে পাড়া দিয়া ঝগড়া করিতে এবং অপ্রয়োজনীয় যুক্তি প্রদান করিতে ওস্তাদ।

যা এই পোষ্ট প্রমান করে B-)) =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম গ্রাম্যবালিকা। :) আপনার আগমন প্রত্যাশিত ছিল। দেখা যাক আপনি কি যুক্তি জাল আনিলেন ভগিনী মহল থেকে!

/পুরুষরা পায়ে পাড়া দিয়া ঝগড়া করিতে/- বুঝিলাম না কিছুই, :| , পোস্ট দিল টুম্পা মনি, হাত তালি সহকারে আপনেরা অভিযোগে সমর্থন জানাইলেন , আমরা নিতান্তই আত্মরক্ষার চেষ্টা করিতেছি, তাহলে এই ঝগড়ার দায় কার? B-))

/অপ্রয়োজনীয় যুক্তি প্রদান করিতে ওস্তাদ। /- ইহা বড় অন্যায় নিপীড়ন হইল! আমি তো কোন যুক্তি প্রদান করিনাই, আমি কিছু অপ্রয়োজনীয় যুক্তি খন্ডন করিবার চেষ্টা করিয়াছি মাত্র। আপনার মন্তব্যে বুঝিলাম ব্যর্থ হইয়াছি! :( , অবশ্য সেটাই হওয়ার কথা, কারন কবি বলিয়াছেন,- ' পাগল মন !, উহাদের সাথে যুক্তি চলেনা :( '

B-)) B-)) B-)) =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

রীতিমত লিয়া বলেছেন: এইটা ফান পোস্ট হিসেবে নিলাম ;) :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ইহা একটি রীতিমত ফান পোষ্ট, ইহাকে অন্য কুনোভাবে নেওয়ার কুনো অপশনই নাই :P :P

**আপনার নিক খানি মজার, 'রীতিমত লিয়া ' :)

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

রিফাত হাসান০২২৮ বলেছেন: উত্তম ঝাঝাসহ পিলাচ +++++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদের সহিত গ্রহন কর্লাম। :) :) :)

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

অচিন.... বলেছেন: :D

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :) :)

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

মেটাল বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন: ওই পোষ্টে আরো একটি পয়েন্ট যোগ করা দরকার ছিল। তা হল

পুরুষরা পায়ে পাড়া দিয়া ঝগড়া করিতে এবং অপ্রয়োজনীয় যুক্তি প্রদান করিতে ওস্তাদ।

যা এই পোষ্ট প্রমান করে
=p~ =p~ =p~



গ্রাম্যবালিকা আপু , তাহলে তো আরেকটা পয়েন্ট যোগ করতে হয় ;)
'' মেয়েরা যুক্তি মানতে নারাজ । যুক্তির ব্যাপারে তাদের বিশেষ অজ্ঞতা রয়েছে B-) B-) ''

( just for fun , dnt b serious :| )

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: এইজন্যই তো কবি বলিয়াছেন 'পাগল মন!, উহাদের সাথে যুক্তি চলেনা!!!,

কবিরা সব সময় বড় মূল্যবান ও খাঁটি কথা বলিয়া থাকে। যেমন রবিকবি বলিয়াছেন ' তাল গাছ একপায়ে দাঁড়িয়ে! ', এখন দেখেন কেউ কি দুই বা তিন পাঅয়ালা কোন তাল গাছ দেখাতে পারবে? পারবে না। :) :) :)

২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

মামুন রশিদ বলেছেন: -উহারা টিচার হইলে সব সময় ক্লাসের সব চেয়ে সুন্দরী ছাত্রীকে পড়া ধরিয়া থাকেন।

/ ধরিবেই তো, সুন্দরীগুলা যে সারাদিন রূপচর্চায় ব্যস্ত থাকে, পড়াশোনার সময় পায়না, ক্রমশ একটা গাধায় পরিনত হয় এইটা তো দুনিয়ার সবাই জানে, পড়া উহাকে আগে ধরিবে না তো কাকে ধরিবে? :P :P


ঝগড়া করা ভালু না ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: সহমত মামুন৬৫৩ , ঝগড়া করা মোটে ভালু কাজ না! আমরা তো স্রেফ আত্মরক্ষা করিবার চেষ্টা করিতেছি! :) :) :)

২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

বৈরী বসন্ত বলেছেন: পাটকেল টা যথেষ্ঠ ঝাঝালো হয়েছে....... সেইরকম.......।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যা লন বৈরী বসন্ত। :) :)

তা আর বলতে ;) ;) :) :)

২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

একাকি একজন বলেছেন: পোষ্টে ডাবল + +

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ডাবল ডাবল ধইন্যা লন একাকি একজন । :) :)

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

অল্প বয়স্ক আঙ্কেল বলেছেন: কস কি মমিন ?


এই সব কি সত্য !!!


২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: কবি বলিয়াছেন, 'পাগল মন, উহাদের সাথে যুক্তি চলেনা!' :) :)

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

অল্প বয়স্ক আঙ্কেল বলেছেন: বড় বিপদে পড়া গেল :(

সামনে আসিতেছে :!> :#> শুভ বিবাহ :!> :#> (বাবা মা :!> :#> পাত্রী:!> :#> দেখা শুরু করেছে)

এখন আমি কি করি ?


সব মেয়েরাই কি একরকম?

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: কস কি মমিন?

এ তো মহা সুসংবাদ! :) দিরং না করিয়া লাড্ডূ খাইবার লাইনে হাজিরা দেন, বুদ্ধিমানেরা সচরাচর এই লাড্ডূ খাইয়াই পস্তাইতে পছন্দ করেন। :) :) :)

২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

খায়ালামু বলেছেন:

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :) :)

২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

বিষাদ সময় বলেছেন: ভাইজান এডাম টিজিং এর জন্য কোন শাস্তির বিধান না থাকিলেও, ইভ টিজিং এর শাস্তি বড়ই কঠিন। অতএব আমি কোন মন্তব্য করিবো না এবং আপনাকেও সাবধানে থাকিতে বলিবো। =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: তাইতো দেখছি! :(

নিচে ইতিমধ্যে ঘুষি মাইরা ফাটাই ফেলার হুমকি দেওয়া হইতেসে! কালে কালে আরও কত কি যে দেখিতে হইবে!

এই জন্যই কবি বলিয়াছেন-

'লিখা আছে শাস্ত্র,
ঘোর কলি আগত,
খাটো হইবে বস্ত্র,
উহারা ধরিবে অস্ত্র!!!'

=p~=p~=p~=p~=p~=p~=p~=p~


২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পোস্ট সিরিয়াসলি নিলাম। সিরিয়াসলি বলছি- পোস্ট ভালো হয়েছে।

উহারা টিচার হইলে সব সময় ক্লাসের সব চেয়ে সুন্দরী ছাত্রীকে পড়া ধরিয়া থাকেন।

এই মন্তব্যের জের ধরে, মনে পড়ে গেল একদিনের কথা। তখন কোচিংয়ে পড়াই। হিসাব বিজ্ঞান ক্লাস। এবং যথারীতি সকলেই মেয়ে। এর মধ্যে একটা মেয়ে খুবই সুন্দর। চোখ ফেরানো যায় না। এমন টাইপ। তারমধ্যে আবার চুল ছেড়ে বসেছে। বোঝেন ঠ্যালা! তো জাবেদা (হিসাব-বিজ্ঞানের এইটা টার্ম) ধরছি। দুই এক জনকে ধরার পর সেই মেয়েকে ধরলাম। সে চেয়ে রইল! কিছুই বলেনা। অবশেষে বললাম। বস। এরপর ধরলাম এমন একটা মেয়েকে যাকে হঠাৎ দেখে ছেলে মনে হবে। চুল ছেলেদের মতো করে কাটা। পোশাক জিন্স আর শার্ট। সত্যি হলো জাবেদাটা একটু কঠিনই ছিলো। তবুও ছেলের মতো দেখতে মেয়েটি চট করেই উত্তর দিলো। পাশে বসে ছিলো আরেকটা মেয়ে যিনি একটু মোটা (স্বাস্থ্যবতী শব্দটা সেই বয়সে যাচ্ছে না। একটু মেদ বোধহয় বেশিই ছিলো)। এর মেধা আরো ভালো। কোনো কিছু দিয়ে আটকানো যায় না।

রম্য ভালো হয়েছে। ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: তাইলে ভাই আপ্নেই বিচার করেন সুন্দরী মাইয়াগুলার পড়া আগে ধরব না ক্যান?? আর যদি ধরেই তাইলে খুব দোষ হৈ গেলু? সুন্দরী হইলে পড়া ধরা যাপে না?

মাননীয় স্পীকার, আমি *** হৈ গেলাম ! :-* #:-S 8-| :#) :#) =p~ =p~ =p~ =p~

৩০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

দূরে থাকা মেঘ বলেছেন: :P :P :P :P :P হা হা হা
মজার পোস্ট। তবে আমি সিরিয়াসলি নেবোনা,জোকস ভালো লাগে,ডার্টি জোকস ছাড়া।
সবাইকে বলা যাবে। :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: মজা লন মিয়া :P :P :P :P :P

৩১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

অল্প বয়স্ক আঙ্কেল বলেছেন: :!> :#> :!> :#> :!> :#> :!> :#>

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: :P :P :P :P :P:P :P :P :P :P

৩২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

একুশে২১ বলেছেন: উনারটাও পড়িলাম আপ্নারটাও পড়িলাম। চরম যুক্তি খণ্ডন হইছে।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যা লন একুশে২১! :) :) :)

এইডা এপ্নে বুঝলেও উহারা মানিতেছে না, অবশ্য এই কথা কবি পুর্বেই বলিয়াছেন, -'পাগল মন! উহাদের সাথে যুক্তি চলেনা! ' :(

:P :P :P :P

৩৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

অতিক্ষুদ্র বলেছেন: "জী, এইটাও খুব ঠিক কথা। আপ্নিও আপনার ভাইয়ের জন্য ধলা কন্যাই খুজিবেন, আর যদি সে নিজে থেকে কালো মেয়ে বিয়ে করে নিয়ে আসে তবে আপ্নিইই দাঁর বন্ধ করিয়া কাঁদিতে বসিবেন"

-এইটা চরম সত্য কথা । এরকম বেশ কয়েকটা ঘটনা দেখেছি । এবং বোনকে কাদতেও দেখেছি । আল্লাহ মানুষ কে সাদা-কালো করেছেন । তুমি চাইলে কালোকে সাদা করতে পারোনা - এটা বললেও বুঝতে চায়না । কোন একটা যুক্তি দাড় করে ফেলে ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: চামড়ার খোলা কালা রঙ নিয়া মেয়েদের চিন্তা ছেলেদের থিকা কুনো অংশেই কম না, কিন্তু দোষ হইব শুধু পোলাগো। কুনো পোলা নিজের পছন্দে কালো মাইয়া বিয়া কইরা আনলে শুধু পোলার মা, বুন, ভাবী, ইত্যাদি নারী সদস্যের চেহারাখান দেখবেন, হাড়ির তলা থিকা কালো হৈ যাপে। :P :P :P :P:P :P :P :P

৩৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

টুম্পা মনি বলেছেন: আপনার পোষ্টের মন্তব্যগুলো মাঝে মাঝে এসে পড়ে যাচ্ছি। অনেক ইন্টারটেইনিং। শুভকামনা :D :D :D :D

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: টুম্পা মনি'র আগমন, শুভেচ্ছা স্বাগতম!! :) :) :) আপনাকে ছাড়া জমছিলো না!! মজাই মজা =p~=p~=p~=p~

আরও কিছু ব্রম্মাস্ত্র থাকলে ছাড়ুন, আমরা পুরুষকুল চিতপটাং হইয়া পড়িয়া থাকি!! ;););)

শুভকামনা রইলো।

৩৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

বাদশা নামদার বলেছেন: ব্যাফুক বিনুদুন ;)

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: মজাই মজা :) :) :):) :) :)

৩৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১

মহামহোপাধ্যায় বলেছেন: পোস্টে বিনোদন নেয়া শেষ। এবার কমেন্ট থেকে বিনোদন আহরণ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: বিনুদন চলুক :):) :) :) :)

৩৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

অনীনদিতা বলেছেন:

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: খাইসে আমারে, বাক্য ছাড়িয়া এ কি রনঙ্গনী মুর্তি ধরিলেন?! B:-) B:-)

এইরূপ হৈতে পারে এই ভবিষ্যৎ বানী কবি আগেই করিয়াছেন,

'লিখা আছে শাস্ত্র,
ঘোর কলি আগত,
খাটো হইবে বস্ত্র,
উহারা ধরিবে অস্ত্র!!!'

=p~=p~=p~=p~=p~=p~=p~=p~

৩৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: B-)) B-))

সুপার লাইক....।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যা লন আহমেদ সাব্বির পল্লব B-)) B-))

৩৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

স্পাইসিস্পাই001 বলেছেন: টুম্পামনি তো দেখি প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে মজা লুটছে ....

যাক মৌনতাই সম্মতির লক্ষণ কি বলেন লেখক?

উপস্থাপনা প্রশংসনীয়....ধন্যবাদ

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যা লন স্পাইসিস্পাই001 ! মৌনতায় ভুল বুঝিবেন না , তলে তলে কি ভাঁজ আঁটিবে তাহা কল্পনাও করিতে পারিবেন না! উহাদের আঁচলের সংগ্রহে বহুবিধ ব্রহ্মাস্ত্রের মজুদ আছে ! আমাদের পূর্ব পুরুষেরা সহস্র বৎসরেও উহার কুল পান নাই। :(

শুভ কামনা রইলো। :) :) :)

৪০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

লাল সবুেজ বলেছেন: উপস্থাপনা প্রশংসনীয়....ধন্যবাদ

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যা লন লাল সবুেজ , :) :) :)

ভালো থাকিবেন।

৪১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

রাজন আল মাসুদ বলেছেন: পাটকেল ভালা হইছে +++++ ;)

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যা লন রাজন আল মাসুদ, আমরা তো শুধু আত্মরক্ষা করিতেছি! :) :) :)

৪২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

তৌফিক আনজাম বলেছেন: যা বলেচেন না দাদা

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :) :) :)

৪৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

অনীনদিতা বলেছেন: ঘুষি মারবো হাত দিয়ে
কি করবো অস্ত্র নিয়ে
খেপিওনা আমাদের X(
ঘার মটকাবো তোমাদের

সাবধান হয়ে যাও .... :P :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ওরে বাবা ডরাইসি, কে তুমি? পেত্নী ? :P
কোন গাছে বাস তোমার? নাকি শাকচুন্নী? :P
ঘাড়খানি মটকাতে, খুব বেশী সাধ তুমার! X(
মামদো চেন? এক ফুঁয়ে হয়ে যাবে চুরমার!! =p~=p~=p~=p~=p~=p~=p~=p~

৪৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: এই ভাবে হাসাহাসি ভালু না, ভগিনীরা কিন্তু চেতে যাচ্ছেন! বাক্য ছাড়িয়া ঘুষাঘুষি, পেত্নী হৈ ঘাড় মটকান সহ নানাবিধ হুমকি ধামকি দিচ্ছেন, উহাদের দেখিয়া মনটা নরম হৈ যাইতেসে, বেচারীরা!!! :( :( :(



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

আমিতপু বলেছেন: পাটকেল নহে!!! এক্কেরে পাট-মিসাইল (নাকি পাটশেল??) হইয়া তাহাদের হৃদয় বিদীর্ণ করিয়া ফেলিয়াছে।


দুর্দান্ত!!! কুপাইয়া পিলাচ :) :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: আবার জিগায় !!! উহাদের হৃদয় বিদীর্ণ হোক তাহা আমরা চাইনা, এই কাজ খানি সুচারুভাবে উনারাই না করিয়া থাকেন!! ;) ;)

তয় উহাদের গা যে জ্বলিয়া যাচ্ছে, এতে কুনো সন্দেহ নাই!! :) :) :)

৪৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

doha057 বলেছেন: একদম মনের কথা লিখে দিয়েছেন ভাইটি ;) B-)) B-))

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: আবার জিগস !!! B-)) B-))B-)) B-))B-)) B-))B-)) B-))

৪৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

টুম্পা মনি বলেছেন:

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার ছবিখানি দেখিয়া হাস্তে হাস্তে নাই হইয়া গেলাম!!! এম্নে কেউ শত্রুর হাতে গোলা বারুদ তুলিয়া দেয় ভাবাই যায়না, ধইন্যা লন। :) :)

আপ্নের ছবিখান নিয়ে আর কি বলিব, অবোধ একখান শিশু, তারেও আপনেরা পুরুষ মনে কইরা কান ধইরা বেঞ্চের উপ্রে টাইনা আনলেন? আহারে, মাসুম এক খান বাচ্চা, উহার মাও তো কোন নারী!! আর কান ছিরিয়া ফেলার যে উৎসাহ নিচের ভগিনী দিতাসেন উনি একটু আগে ঘুষাইয়া, অতঃপর ঘাড় মটকাইয়া এখন কান ছিঁড়িতে উৎসাহ দিতাসেন!

পুরূষ সবল হইয়া নারীর উপ্রে নির্যাতনে খুব চিল্লান, এহন যে এক অবোধ শিশুর কান টানিয়া ছিড়িয়া ফেলিলেন তার বেলা??? X(( X((

এরাম কিছু বুমেরাং আরও ছাড়েন, ;) বিনুদিত হৈ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

অনীনদিতা বলেছেন: @ টুম্পা মনি শুধু কান মলা দিলে হবেনা।
কান ছিড়ে দিতে হবে;)

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: জী, বহুযুগ পূর্বেই কবি বলিয়াছেন,-'ব্যবহারে বংশের পরিচয় !', উপরের ছবিতে ব্যবহার এর যে নমুনা দেখা যাইতেসে তাহাতেই আপ্নাদিগের পরিচয় বুঝা যায় । 'নারী মমতাময়ী, করুনাময়ী, মায়াবতী, অমুক তমুক ' এই সব যে মিথ্যা অপপ্রচার তার প্রমান আপনারা ছবি সহকারে দিলেন। বলার কিছুই নাই। :(

*** পত্নী হইয়াই তো আপনেরা কত মনোহর! পেত্নী হইতে চান ক্যান??

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: @মেটাল এবং লেখক


আমি বলেছিলাম অপ্রয়োজনীয় যুক্তি

অপ্রয়োজনীয় শব্দটা ভুলে , দুইজনেই অপ্রয়োজনীয় যুক্তি দিচ্ছেন কেন ?!! ;) B-))

অতএব, প্রমানিত যে পুরুষগন অর্থহীন অপ্রয়জনীয় যুক্তি দিতে অত্যাধিক পছন্দ করিয়া থাকেন। !:#P

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: এই অবুঝ বালিকা বলে কি ?! অই তোরা আম্রে ধর, আমি তো বসিয়া থাকিতে পারিতেছিনা, =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আচ্ছা যান মানিলাম, আঙ্গুল ফসকায় অপ্রয়োজনীয় লিখা পড়িয়া গেছে, কিন্তু সামু সাক্ষী, আমরা কুনো যুক্তি দেইনাই, কিছু আজ্যাইরা কুযুক্তি খন্ডন করিয়াছি মাত্র। !!!

আপনার এই কমেন্ট সন্দেহাতীত রূপে প্রমান করিল যে, কবি ঠিকই বলিয়াছেন, ' পাগল মন! অবুঝ বালিকাদের সহিত যুক্তি চলেনা। ' =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: কিছু না বলাই ভাল......বোবার কোনো শত্রু নাই.... :#)

আর ভগিনীরা ধীরে ধীরে হাস্যরসের খোলস ছাড়িয়া স্বরূপ ধারণ করিতেছে প্রতীয়মান হয়..... /:)

যঃ পলায়তি স্ব জীবতি...... :-<

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: বলিয়া আর করিবেন কি? চিরকাল উহারা এইরূপেই যুক্তি তর্ক করিয়াছে কিনা! ; ;) ;)

মজা লন মিয়া মজা লন, বালিকারা বিয়াপক বিনোদন দিতাসে !!!

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

টুম্পা মনি বলেছেন: @অনীনদিতা- কান তো আমি আমার পোষ্টেই ছিটে দিয়েছি। :#) :#) :#) :#)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: জী, নিজের পোস্টে নিজেই নিজের কান কাটিয়া দিয়াছেন ;) ;) ;) ;)

৫২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

স্পাইসিস্পাই001 বলেছেন: যাক রমনী গুলা এসে এসে নিজেদের আসল রুপ প্রকাশ করে যাচ্ছে.....

যাহা পোষ্টটিকে অর্থপুর্ণ করে তুলছে....

ব্যাপক বিনোদন...

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: বালিকারা যে কি বিনুদুন দিতাসে ভাই, চেয়ারে সোজা হৈ বইসা থাকাটা দায় হৈ গেসে :) :) বিয়াপক বিনুদুন। =p~ =p~ =p~ =p~ =p~

৫৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

আিম এক যাযাবর বলেছেন: কঠিন জবাব। :D :D :D

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: সে আর বইলতে, ;) ;)

উহাদিগের গাত্র জ্বলিয়া যাইতেসে ভাই, এর নমুনা উপ্রে নিচে ছড়ানো, কখনও ঘুষাইতে, কখনও কান ছিড়িতে, কখন যে কি করিবে তাহা বালিকারা বুঝিয়া উঠিতে পারিতেছে না!

মজাই মজা =p ~ =p~ =p~ =p~ =p~=p~ =p~ =p~ =p~ =p~

৫৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

বিকেল বলেছেন: আপনার পোষ্টখানা রমনিদের মান-সম্মানে বজ্রাঘাত করিয়াছে । এহেই পরিস্থিতিতে পুরুষ সম্প্রদায়কেই আগাইয়া আসিতে হইবে উহাদের মান -সম্মান রক্ষারতে ... :P :P :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ইহা ছাড়া আর উপায় কি ? :-< :-<

চিরকাল এইরকমি হইয়া আসিয়াছে! বেচারীদের জইন্য মায়া হৈতাসে! :( ,

৫৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

অনীনদিতা বলেছেন:
@বালিকা আসলেই ছেলেরা আজাইরাই যুক্তি দাড় করায় :P :P

মেয়েদের পত্নি হইয়া থাকতে কন
মাথায় শক্ত গামছা বাইন্দা লন
বেলুন দিয়া দিমু এক বারি
চোখের পানিতে ভরবেন হাড়ি




২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: আহারে, মিজাজ বিলা হৈসে না? বুঝতে পারতাসি, এইভাবে প্রতি কথায় ধরা খাইতে খাইতে মিজাজ বিলা তো হইবই, খুব মায়া লাগতাসে আপনাদের লাইগা! :( :( :(


চোখের পানিতে হাড়ি,
কেমনে ভরুম আমি?
হায় রে অবুঝ বালিকা,
চোখের পানিই-ই ভরসা।
ট্যাপ খোলা বাকী,
সব জলে ভাসি।
এক একখানি বালিকা,
যেন ঢাকা ওয়াসা!
গরমে ওয়াসার পানি,
সহজে মেলে না,
বালিকার চোখের পানি?
এ কভু ফুরায় না। ;) :)
পেত্নী তুমি কেন হবে ?
আমরা সবাই আছিনা! :)
পত্নী বললে চ্যাতো ক্যান?
আমরা পতি মন্দ না :-B :-B

৫৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

টুম্পা মনি বলেছেন: প্রতিযোগিতার ফলাফল একানে ;) ;) Click This Link

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা কর্লেন কি? নিজেরাই নিজেদের বিজয়ী ঘোষনা করিয়া ফেলিয়াছেন?

সাধে কি আর কবি বলিয়াছেন,- ' ওরে পাগল মন, উহাদের সাথে যুক্তি চলেনা ' ।

বিতর্ক সভার স্বঘোষিত বিজয়ী কন্যদিগকে আমার অভিনন্দন!!

৫৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

অনীনদিতা বলেছেন: আগেই সাবধান করছিলাম :P :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই আপ্নাদের স্যালুট, এই হইতেসে আম্নাদের বিতর্ক সভার নমুনা! বেলুন হাতে নামিয়া পড়িলেন অবশেষে, অতঃপর নিজেদের কে বিজয়ী ঘোষনা করিলেন। :P :P

দেখ ছালা, কেমুন লাগে! -- অবিশ্বাস্য বিনুদুন লাগে বালিকা, অছাম বিনুদুন দিলেন আপ্নেরা। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

দি সুফি বলেছেন: ভাই তালগাছ উনাদের দিয়া দেন। তাল খাওয়ার সময় ঠিকই আমাদের ডেকে নিবে :-P :-P

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: তা আর বলতে! :) :) বিতর্ক সভার স্বঘোষিত বিজয়ী বালিকাদিগকে অভিনন্দন! চমৎকার বিনুদুন দিলেন বালিকারা !!!
=p~ =p~ =p~

৫৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

নস্টছেলে বলেছেন:

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: :P :P :P :P

৬০| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৮

রোহান খান বলেছেন: হাহাহাহহাহহাহাহাহা...ব্যাপুক বিনুদুন -

"আপ্নিও আপনার ভাইয়ের জন্য ধলা কন্যাই খুজিবেন, আর যদি সে নিজে থেকে কালো মেয়ে বিয়ে করে নিয়ে আসে তবে আপ্নিইই দাঁর বন্ধ করিয়া কাঁদিতে বসিবেন"

- হাসতে হাসতে পেটে খিল লেগে গেল.... দারুন জবাব হইছে। জবাব উপযুক্ত নয় শুধু, এটা তো যথাপোযুক্ত হয়েছে - লেখক কে আমি একদিন মুসলিমের বিরিয়ানির দাওয়াত দিলাম, আইসেন ভাই।

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: সেই কোন পুরনো লেখা বাইর করে পড়লেন ভাই! :)

অস্থির বিনুদুন দিয়াছিল ভগ্নীরা সেইবার! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

এইভাবে ডালে উইঠা দাও দিয়া সেই ডালের গোড়ায় কোপ দিতে আগে এমুন দেখি নাই!

মুসলিম বিরিয়ানীর দাওয়াত মহানন্দের সহিত কবুল করিলাম! :-B

৬১| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

রোহান খান বলেছেন: "এইভাবে ডালে উইঠা দাও দিয়া সেই ডালের গোড়ায় কোপ দিতে আগে এমুন দেখি নাই! "

নতুন নিউজ শুনেন... আপাদের পছন্দে পুরুষের আগে বান্দর - উনাদের কমেন্ট ওয়াল টা আরেকবার ঘুরে আসলে বুজবেন কারন আমার মনে হয় এ জিবনে উনারা কোন পুরুষের ঘরওয়ালি হবেন না...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.