নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এক ঘৃণার অগ্নিগিরি পুতে দিয়ে যাব।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

থুহ থুহ থুহ থুহ,একাত্তরের যত রাজাকার,

মুখে মার ছুড়ে থুহ থুহ থুহ থুহ ........

জানোয়ারেরা সব মনে রাখ,

ঘৃণার অগ্নিগিরি এক,

দিচ্ছি পুতে, বাংলার ঘরে ঘরে,

এই আগুন ছড়িয়ে যাবে,

এই আগুন ধরিত্রীর বুকে,

চিরন্তন প্রথিত হয়ে যাবে,

রুমি- আজাদের রক্তে যে প্রদীপ জ্বলেছে,

রুমি- আজাদের সন্তানেরা তাদের

পিতার রক্তে জ্বালানো প্রদীপ,

জ্বেলে রাখবে চিরকাল।

শত বছর পড়ে বাংলার মাটিতে ভুল করেও যদি,

কেউ ‘রাজাকার’ শব্দ উচ্চারন করে বসে,

বলছি আমি, সত্যি হবে, দেখিস তোরা,

যে মুখ এই শব্দ উচ্চারন করবে,

সেই মুখ ঘৃণায় কালো হয়ে যাবে।

যে কান এই শব্দ শুনবে,

সেই কান তীর্থে যাবে পবিত্র হতে।

আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে,

এক ঘৃণার অগ্নিগিরি পুতে দিয়ে যাব।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

শুক তারা বলেছেন: চোখের পানি ধরে রাখতে পারছি না,,, অনেক আশা নিয়ে অপেক্ষায় ছিলাম! এই ছিলো বিচার! একরাশ ঘৃনা ছাড়া আর কিছুই দেখানোর ক্ষমতা নেই। থু:

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
শত বছর পড়ে বাংলার মাটিতে ভুল করেও যদি,
কেউ ‘রাজাকার’ শব্দ উচ্চারন করে বসে,
বলছি আমি, সত্যি হবে, দেখিস তোরা,
যে মুখ এই শব্দ উচ্চারন করবে,
সেই মুখ ঘৃণায় কালো হয়ে যাবে।
যে কান এই শব্দ শুনবে,
সেই কান তীর্থে যাবে পবিত্র হতে।
আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে,
এক ঘৃণার অগ্নিগিরি পুতে দিয়ে যাব

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

রেজোওয়ানা বলেছেন: ঘৃনা আর ঘৃনা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
থুহ থুহ থুহ থুহ,একাত্তরের যত রাজাকার,
মুখে মার ছুড়ে থুহ থুহ থুহ থুহ ....

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

ইনকগনিটো বলেছেন: থু থু দিলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
থুহ থুহ থুহ থুহ,একাত্তরের যত রাজাকার,
মুখে মার ছুড়ে থুহ থুহ থুহ থুহ ....

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

মোঃ নুর রায়হান বলেছেন: থুহ থুহ থুহ থুহ,একাত্তরের যত রাজাকার,
মুখে মার ছুড়ে থুহ থুহ থুহ থুহ .......
শুধু এতেই কাজ হবে না।
আমরা চাই ওইসব রাজাকারদের জনগনের হাতে তুলে দিক।
গনতন্ত্রের দেশে এইসব মানি না মানব না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: শুধু এতেই কাজ হবে না, সহমত। থুতু যথেষ্ঠ নয়।


যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

ইখতামিন বলেছেন: এক আকাশ আশা নিয়ে তাকিয়ে থেকে
আজ এক সাগর হতাশা পেতে হচ্ছে।

ঘৃণা ছাড়া আর কিছুই নেই।



কবিতায় দ্বিতীয় ভালো লাগা.

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: হতাশ, হতাশ লাগতেসে। :(

রাগে দুঃখে আমি হ্যাং মেরে গেসি! |-) X(( X(( X(( X(( X(( X((

নিজেরে ভীষণ প্রতারিত মনে হইতেসে।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

অনীনদিতা বলেছেন: থু থু থু থু থু

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে,
এক ঘৃণার অগ্নিগিরি পুতে দিয়ে যাব!!!

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

শের শায়রী বলেছেন: ঘৃনা জানাচ্ছি এই প্রহসনের

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: কি যে হতাশ আর রাগ লাগছে শের শায়রী , কি বলব?! :( :(

আপনি ভাই এই রাজাকারদের নিয়ে কিছু লেখা শুরু করেন তো ভাই।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

প্রত্যাবর্তন@ বলেছেন: আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এক ঘৃণার অগ্নিগিরি পুতে দিয়ে যাব ++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে,
এক ঘৃণার অগ্নিগিরি পুতে দিয়ে যাব

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: মায়ের পেট থিকা জন্ম নামক একখান টিকেট কাইটা আইলাম দুনিয়ায়...

অহন সার্কাস দেখতাসি, পরতেকদিন সার্কাস, একটার চাইতে আরেকটা বড় সার্কাস...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি তাও মনে হইতেসে সার্কাসের দর্শক, আর আমারে মনে হয়তেসে আমারেই সার্কাসে নামান হৈসে, আমারে গর্দভ বানাইয়া দুনিয়া মজা নিতাসে। :( :( :(

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

স্পাইসিস্পাই001 বলেছেন: ওদের মুখে থু দিলে কি হবে ....থু দিলে চেটে খেয়ে নেবে..... লজ্জ নাই তো.....

ফাসি চাই ফাসি......

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ফাঁসি হওয়ার আগ পর্যন্ত থুথু দিতে চাই।



ফাঁসি চাই ফাঁসি .।.।.।.।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

শান্তা273 বলেছেন: যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। X(( X(( X((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: যুদ্ধাপরাধীর বিচার চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!


এক দফা এক দাবী,
রাজাকারের ফাঁসি দিবি!

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

অদ্বিতীয়া আমি বলেছেন: ঘৃনা আর ঘৃনা

আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে,
এক ঘৃণার অগ্নিগিরি পুতে দিয়ে যাব।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: শত বছর পড়ে বাংলার মাটিতে ভুল করেও যদি,
কেউ ‘রাজাকার’ শব্দ উচ্চারন করে বসে,
বলছি আমি, সত্যি হবে, দেখিস তোরা,
যে মুখ এই শব্দ উচ্চারন করবে,
সেই মুখ ঘৃণায় কালো হয়ে যাবে।
যে কান এই শব্দ শুনবে,
সেই কান তীর্থে যাবে পবিত্র হতে।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

স্বপনবাজ বলেছেন: Defeat of history ...............

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে,
এক ঘৃণার অগ্নিগিরি পুতে দিয়ে যাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.