নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলনের প্রথম শহীদ জাফর মুন্সী লও সেলাম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

শাহবাগ আন্দোলনের প্রথম শহীদ জাফর মুন্সী লও সেলাম। উনি ছাত্র না মুচি না সাধু না চাকুরে ছিলেন তাতে কিছু যায় আসে না, উনার একটাই পরিচয়, সেইটা হইল এই গন আন্দোলনের প্রথম শহীদ। প্রথম শব্দটা বলতে চাইনা, চাইনা কেউ নিহত হোক, কিন্তু যে সাপের কবর খুড়তে আমরা নেমেছি, তার ছোবল আমাদের কাউকে না কাউকে খেতেই হবে। এর প্রতিবাদ চাই, আগুন চাই। বন্ধুরা মনে রাখবেন, সাপের মাথায় বাড়ি দিয়ে ফিরে আসা যায়না, অইটারে মাটি চাপা দিয়া তবে মুক্তি। একটা মৃত্যু হজম করলে আমাদের কারও নিস্তার থাকবেনা, প্রতিবাদ চাই, আগুন চাই.....................





প্রথম আলোঃ



রাজধানীর মতিঝিল এলাকায় গতকাল বুধবার শিবিরের হামলায় আহত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লিফটম্যান জাফর মুন্সি (৩৮) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়।

অগ্রণী ব্যাংক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মতিঝিলে তাণ্ডব চালানোর একপর্যায়ে শিবিরের কয়েকজন কর্মী অগ্রণী ব্যাংকের ভেতর ঢোকার চেষ্টা করলে জাফর মুন্সিসহ ব্যাংকের কয়েকজন কর্মচারী তাঁদের ধাওয়া করেন। পরে শিবিরকর্মীরা সংগঠিত হয়ে পাল্টাধাওয়া করেন। এ সময় তাঁরা জাফর মুন্সিকে লোহার খণ্ড দিয়ে মাথায় আঘাত করেন।

অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) কবির আহমেদ খান প্রথম আলো ডটকমকে জানান, জাফর মুন্সির মাথায় আঘাত লেগেছিল। গতকাল তাঁকে চিকিত্সার জন্য ব্যাংকের পক্ষ থেকে গ্রিন লাইফ হাসপাতলে ভর্তি করা হয়। আজ সকালে তাঁরা জাফর মুন্সির মৃত্যুসংবাদ পেয়েছেন তাঁরা।



লিঙ্কঃ Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

প্রগতিশীল ইকবাল বলেছেন: Police killed him...........................

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: মাথায় রড দিয়ে বারি পুলিশ দিসিল???প্রগতিশীল ইকবাল, তুমি দৌড় দিয়া ডিএনএ টেস্ট করাইতে যাও, তুমার সত্যিকারের বাপে কাদের না নিজামী যাইনা আসো।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

দূর্ভাষী বলেছেন: প্রগতিশীল ইকবাল দূল হ!

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

দূর্ভাষী বলেছেন: দূর হ

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: শহীদ জাফর মুন্সী লও সেলাম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: শহীদ জাফর মুন্সী লও সেলাম , লও সালাম, লও সালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.